টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকায় রওনা দেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম সংস্করণ। বাংলাদেশের অবশ্য এটি পঞ্চম বিশ্বকাপ।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু বাংলাদেশের। নিজেদের মাঠে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের একটিই জয়, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর আরও তিনটি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। তবে আর জয়ের দেখা পায়নি তারা। এই তিনটি বিশ্বকাপই খেলেছেন নিগার সুলতানা জ্যোতি, যাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে গতকাল আজকের পত্রিকাকে জ্যোতি বলেন, ‘আমি তিনটা বিশ্বকাপ খেলেছি, এখনো একটা জয়ের দেখা পাইনি। আমার লক্ষ্য, এবার যেন জয় দিয়ে জয়খরা ঘোচাতে পারি।’ জ্যোতি আত্মবিশ্বাসী, বিশ্বকাপে দারুণ কিছু করতে প্রস্তুত তাঁর সতীর্থরাও। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করি, ভালো কিছু হবে। দোয়া চাই, যেন টুর্নামেন্টে ভালো করতে পারি।’
দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলছেন স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাস, দিলারা আক্তার ও মারুফা আক্তার। এই চার ক্রিকেটার সুযোগ পেয়েছেন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলেও। স্বর্ণা ও দিশার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। দলে সুযোগ পাওয়া নতুন খেলোয়াড়দের প্রত্যাশার চাপ বাড়িয়ে দিতে চান না জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ওদের ওপর কোনো বাড়তি চাপ দেওয়া যাবে না। আমি চাই ওরা চাপমুক্তভাবে খেলুক। আরও ভালো যেন করতে পারে। যেহেতু ওরা এখনো ছোট, কোনো চাপ নেই।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে