বিপিএলে গত পরশু রংপুর রাইডার্সের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রান করেছিলেন সাকিব আল হাসান। ৫ ম্যাচে সব মিলিয়ে ২৭৫ রান। অবিশ্বাস্য ব্যাটিং গড়ের (৯১.৬৬) সঙ্গে দুই শ ছুঁই ছুঁই স্ট্রাইক রেট (১৯৬.৪২)।
সাকিবের এমন ব্যাটিং উপভোগ করছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গতকাল তিনি বলেন, ‘সেরা খেলোয়াড়ের সেরা পারফরম্যান্স দেখতে সব সময় ভালো লাগে। আমি উপভোগ করছি, যথেষ্ট ভালো লাগছে।’
এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনও। তাঁকে নিয়ে নান্নু বলেছেন, ‘অনেক দিন পর এসে খেলছে, ভালো খেলছে। ওকে আগে খেলতে দেন। অনেক দিন পর এসে পারফর্ম করা একটা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে