ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, পল্টনে সিপিবির মহাসমাবেশে বোমা হামলাকারীদের শাস্তি, দুশাসন ও গণতান্ত্রিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ গণসংগ্রাম জোরদার করার দাবিতে বরিশাল নগরে লাল পতাকা মিছিল করেছেন সিপিবির বরিশাল জেলার নেতা-কর্মীরা। আজ শুক্রবার নগরের সদর রোডে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বরিশাল ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে আজাদ প্রমুখ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে