ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন কামালসহ চারজনের নামে মামলা হয়েছে।
আজ শুক্রবার প্রথম প্রহরে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন বলে ওসি অরবিন্দ সরকার জানা।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল ছাড়াও তাঁর ছোট ভাই যুবলীগ কর্মী আনোয়ার উদ্দিনকেও আসামি করা হয়।
অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। এসআই সুব্রত মামলার তদন্ত করছেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী ইপিজেড থেকে আসা এক লেগুনার বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করেন কড়ইতলার স্থানীয় দোকানিরা। এ নিয়ে লেগুনাচালকের সঙ্গে সেখানে উপস্থিত দোকানি ও রিকশাচালকদের বাগ্বিতণ্ডা হয়।
এরই জের ধরে লেগুনাচালকের পক্ষে ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কামালের ছোট ভাই আনোয়ার তিনটি মোটরসাইকেলসহ দলবল নিয়ে এসে ওই দোকানি ও রিকশাচালকের ওপর চড়াও হন। একপর্যায়ে আনোয়ার গুলি ছুড়লে রিকশাচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।
এদিকে রিকশাচালক মামুনের খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ করেন নিহত রিকশাচালক মামুনের পরিবার ও আহত ব্যক্তিদের স্বজনসহ এলাকাবাসী। পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা কামাল উদ্দিন কামালসহ চারজনের নামে মামলা হয়েছে।
আজ শুক্রবার প্রথম প্রহরে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন বলে ওসি অরবিন্দ সরকার জানা।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল ছাড়াও তাঁর ছোট ভাই যুবলীগ কর্মী আনোয়ার উদ্দিনকেও আসামি করা হয়।
অরবিন্দ সরকার আজকের পত্রিকাকে বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। এসআই সুব্রত মামলার তদন্ত করছেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈশ্বরদী ইপিজেড থেকে আসা এক লেগুনার বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করেন কড়ইতলার স্থানীয় দোকানিরা। এ নিয়ে লেগুনাচালকের সঙ্গে সেখানে উপস্থিত দোকানি ও রিকশাচালকদের বাগ্বিতণ্ডা হয়।
এরই জের ধরে লেগুনাচালকের পক্ষে ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন কামালের ছোট ভাই আনোয়ার তিনটি মোটরসাইকেলসহ দলবল নিয়ে এসে ওই দোকানি ও রিকশাচালকের ওপর চড়াও হন। একপর্যায়ে আনোয়ার গুলি ছুড়লে রিকশাচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।
এদিকে রিকশাচালক মামুনের খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঈশ্বরদী থানার সামনে বিক্ষোভ করেন নিহত রিকশাচালক মামুনের পরিবার ও আহত ব্যক্তিদের স্বজনসহ এলাকাবাসী। পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৭ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে