স্বপ্নের দেশ যুক্তরাজ্য। কিন্তু পড়াশোনার খরচের বহর দেখে অনেকের স্বপ্ন অধরাই থেকে যায়। আবার অনেকে মনে করেন, যুক্তরাজ্যের স্কলারশিপগুলো খুব প্রতিযোগিতাপূর্ণ। এ জন্য তাঁরা আবেদনই করেন না। কিন্তু যুক্তরাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই রয়েছে স্কলারশিপের সুব্যবস্থা। তেমনি একটি স্কলারশিপ হলো গ্রেট স্কলারশিপ।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্য সরকার পরিচালিত গ্রেট স্কলারশিপের আবেদন উন্মুক্ত করা হয়েছে। এই বৃত্তির আওতায় ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশিরা দেশটিতে স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন। গ্রেট স্কলারশিপের লক্ষ্য হচ্ছে যুক্তরাজ্যে বিদেশিদের শিক্ষার ক্ষেত্র প্রশস্ত করা।
শুধু একাডেমিক স্তরেই নয়, এটি তাদের নমনীয়তা, সাংস্কৃতিক সচেতনতা এবং অন্য দেশের মানুষ কীভাবে কাজ করে এবং চিন্তা করে তা বোঝারও সুযোগ করে দেয়। ফলে তাদের কর্মসংস্থানের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাজ্য গেছেন। যুক্তরাজ্য সময় আগামী মে ও জুন মাসের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।
যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে
ব্রিটিশ হাইকমিশন জানায়, দেশটির ১০টি বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইনের সঙ্গে অংশীদারত্ব করেছে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের ১১ ক্যাটাগরিতে বৃত্তি দিতে সহায়তা করছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো:
- অ্যাস্টন ইউনিভার্সিটি
- কার্ডিফ ইউনিভার্সিটি
- ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি
- কিলি ইউনিভার্সিটি
- রবার্ট গর্ডন ইউনিভার্সিটি
- ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার
- আলস্টার ইউনিভার্সিটি
- ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া
- ইউনিভার্সিটি অব হাল
- ইউনিভার্সিটি অব সাউদাম্পটন
প্রতিটির জন্য প্রায় ১২ লাখ ৬২ হাজার ১৩১ টাকা (১০ হাজার পাউন্ড) অনুদান দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
- স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
- যে বিষয়ে পড়াশোনা করতে চান, সেই বিষয়ে আগ্রহ থাকতে হবে।
- যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
- যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে।
- ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে।
- গ্রেট স্কলারশিপের অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে।
আবেদনের নিয়ম
গ্রেট স্কলারশিপ-সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। এরপর একই ওয়েবসাইটে যুক্তরাজ্যের নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে হবে। একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।
অনুবাদ: মুসাররাত আবির
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে