সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা করার অভিযোগ উঠেছে। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা করছেন বলে অভিযোগ উঠেছে আল মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্র মাস্টার নামে এক ব্যক্তি ৩০ শতাংশ জমি বিদ্যালয়টির নামে দান করেছিলেন। দান করা জমিতে দীর্ঘদিন বিদ্যালয়ের পাঠদান চলে। প্রায় ৩০ বছর আগে পার্শ্ববর্তী ডাউটিয়া বাজারের পাশে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। এদিকে পূর্বের চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের জমিটির জায়গা মো. রিপন ও মো. বিপ্লব নামে স্থানীয় দুই ব্যবসায়ী দখল করে বালুর ব্যবসা করছেন।
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই জমিতে ঘর তুলে সেখানে বালুর ব্যবসা করছেন আল মদিনা এন্টারপ্রাইজ। ড্রাম ট্রাক দিয়ে ওই বালু বিভিন্ন জায়গায় নেওয়ায় আশ-পাশের সড়কগুলো ভেঙে যান চলাচলে অনুপযোগী হয়ে গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল মদিনা এন্টারপ্রাইজের মালিক মো. বিপ্লব বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা উল্লেখ করে আপনি নিউজ করে দেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই জানেন।’
সরকারি প্রতিষ্ঠানের জমিতে বালুর ব্যবসা সম্পর্কে জামির্ত্তা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, ‘আল মদিনা এন্টারপ্রাইজের বালু ব্যবসা করার বিষয়টি আমি জানি। তবে সরকারি জমিতে বালুর ব্যবসা করার অনুমতি আমরা দিতে পারি না।’
তবে ভূমি সহকারী কর্মকর্তার কাছে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি উল্লেখ করে জামির্ত্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. কুদ্দুস বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের কেউ আমাদের কাছে অভিযোগ দিলে সে ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।’
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা করার অভিযোগ উঠেছে। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা করছেন বলে অভিযোগ উঠেছে আল মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্র মাস্টার নামে এক ব্যক্তি ৩০ শতাংশ জমি বিদ্যালয়টির নামে দান করেছিলেন। দান করা জমিতে দীর্ঘদিন বিদ্যালয়ের পাঠদান চলে। প্রায় ৩০ বছর আগে পার্শ্ববর্তী ডাউটিয়া বাজারের পাশে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। এদিকে পূর্বের চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের জমিটির জায়গা মো. রিপন ও মো. বিপ্লব নামে স্থানীয় দুই ব্যবসায়ী দখল করে বালুর ব্যবসা করছেন।
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই জমিতে ঘর তুলে সেখানে বালুর ব্যবসা করছেন আল মদিনা এন্টারপ্রাইজ। ড্রাম ট্রাক দিয়ে ওই বালু বিভিন্ন জায়গায় নেওয়ায় আশ-পাশের সড়কগুলো ভেঙে যান চলাচলে অনুপযোগী হয়ে গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল মদিনা এন্টারপ্রাইজের মালিক মো. বিপ্লব বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বালুর ব্যবসা উল্লেখ করে আপনি নিউজ করে দেন। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই জানেন।’
সরকারি প্রতিষ্ঠানের জমিতে বালুর ব্যবসা সম্পর্কে জামির্ত্তা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, ‘আল মদিনা এন্টারপ্রাইজের বালু ব্যবসা করার বিষয়টি আমি জানি। তবে সরকারি জমিতে বালুর ব্যবসা করার অনুমতি আমরা দিতে পারি না।’
তবে ভূমি সহকারী কর্মকর্তার কাছে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি উল্লেখ করে জামির্ত্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. কুদ্দুস বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের কেউ আমাদের কাছে অভিযোগ দিলে সে ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।’
সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে