Ajker Patrika

এক দিনে দুই সুখবর পেলেন লিটন

আপডেট : ০২ জুন ২০২২, ১৪: ৩২
এক দিনে দুই সুখবর পেলেন লিটন

টেস্টে শেষ দুই বছরে লিটন দাস নিজেকে বিশ্বসেরা উইকেটরক্ষক ব্যাটারদের কাতারে নিয়ে গেছেন। এই সময়ে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে লিটন দাসের চেয়ে বেশি রান করেছেন শুধু ঋষভ পন্ত। গড়ের দিক দিয়ে অবশ্য লিটনের ধারেকাছেও কেউ নেই। লাল বলের ক্রিকেট শেষ দুই বছরে লিটনই একমাত্র উইকেটরক্ষক ব্যাটার, যাঁর গড় পঞ্চাশের ওপরে।

সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও হেসেছে লিটনের ব্যাট। ২ ম্যাচের টেস্ট সিরিজে ৩ ইনিংসে লিটন করেছেন ২৮১ রান। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথম টেস্টের পরই আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছিলেন লিটন। এবার মাসের শুরুতে আইসিসির আরেক হালনাগাদে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিং ও রেটিং পয়েন্টে রেকর্ড গড়েছেন লিটন। দেশের হয়ে সর্বোচ্চ ৭২৪ রেটিং পয়েন্টে তামিমকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন তিনি। ২০১৭ সালের আগস্টে তামিমের রেটিং পয়েন্ট ছিল ৭০৯, যা বাংলাদেশিদের মধ্যে এত দিন সর্বোচ্চ ছিল। এবার তামিমকে টপকে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সব সময়ের সেরার অবস্থানের উঠে এসেছেন লিটন। আগের সেরা ছিল তামিমের। ২০১৭ সালে ১৪ নম্বর উঠেছিলেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছিলেন লিটন। এরপর মিরপুরে ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ৫২ রান। এবার র‍্যাঙ্কিংয়ে আরও ৫ ধাপ এগোলেন লিটন। লিটনের আগানোর দিনে পিছিয়েছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘পেয়ার’ পেয়ে ৫ ধাপ নিচে নেমে ৩২ নম্বরে এসেছেন এই বাঁহাতি ওপেনার।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাকিবের অবস্থান অপরিবর্তিত। আগের মতোই বাঁহাতি অলরাউন্ডারের অবস্থান ৪৩ নম্বরে। আর খারাপ সময়ে পার করা মুমিনুল হক নিচে নেমে গেছেন আরও, এখন আছেন ৬৪ নম্বরে।

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

ক্রীড়া ডেস্ক    
শেষ রাউন্ডে ৬ রানে জিতেছে জ্যোতিরা। ছবি: বিসিবি
শেষ রাউন্ডে ৬ রানে জিতেছে জ্যোতিরা। ছবি: বিসিবি

শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য আজ দক্ষিণাঞ্চলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মধ্যাঞ্চলের। হতাশ করেনি নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে দক্ষিণাঞ্চলকে ৬ রানে হারিয়েছে তারা। টুর্নামেন্টে এটা তাদের টানা তৃতীয় জয়। জয় দিয়ে বিসিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় মধ্যাঞ্চল।

দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপার লড়াইয়ের অপেক্ষায় মধ্যাঞ্চল। শেষ রাউন্ডে আগামী ২৫ ডিসেম্বর অলিখিত ফাইনালে উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে তারা। উভয় দলের সংগ্রহ সমান ৮ পয়েন্ট। অর্থাৎ শেষ রাউন্ডে যারা জিতবে তাদের হাতেই উঠবে শিরোপা। দুটি করে পয়েন্ট নিয়ে তিন ও চারে আছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। আগেই শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে তারা। শেষ রাউন্ডে আগামীকাল একে অন্যের প্রতিদ্বন্দ্বী এই দুই দল। সে ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।

গুরুত্বপূর্ণ ম্যাচে স্কোরবোর্ড বড় পুঁজি দাঁড় করাতে পারেনি মধ্যাঞ্চল। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে তারা। পুঁজি বেশি না হলেও সাবিকুন নাহার ও ফারিহা তৃষ্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ হাসি হেসেছে মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ১০৮ রানে থামায় তারা।

জবাব দিতে নেমে দক্ষিণাঞ্চলের হয়ে ৩৮ রান করেন ফারজানা হক পিংকি। লতা মণ্ডল এনে দেন ২৮ রান। অধিনায়ক রাবেয়া খানের ব্যাট থেকে আসে ১৮ রান। ৩ উইকেট নেন নাহার। ৪ ওভারে তাঁর খরচ ১৭ রান। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন তৃষ্ণা। ২ উইকেট নিতে ৩০ রান খরচ করেন জান্নাতুল ফেরদৌস সুমনা।

এর আগে মধ্যাঞ্চলের হয়ে ইভার অবদান সর্বোচ্চ ২৮ রান। ২৭ রানের ইনিংস খেলেন ইসমা তানজিম। সমান ১৬ রান করেন জ্যোতি ও সুমনা আক্তার। ১২ রান খরচায় ৩ ব্যাটারকে ফেরান রাবেয়া। দল হারলেও অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচটা রাঙালেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪৫
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মেসির বোন মারিয়া সল। ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন মেসির বোন মারিয়া সল। ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে ৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতেন লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল। বিয়েবাড়িতে উৎসবমুখর পরিবেশেই থাকার কথা ছিল মেসির পরিবারের। কিন্তু বিপদ যে কখন আসবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। আকস্মিক এক দুর্ঘটনায় বিয়েটা স্থগিত করতে হয়েছে।

আর্জেন্টিনার ‘ক্লারিন’, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’সহ বিভিন্ন সংবাদমাধ্যমে আজ মেসির বোনের দুর্ঘটনার খবর জানা গেছে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে গাড়ি চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দেয়ালের সঙ্গে তাঁর গাড়ি ধাক্কা খায়। এতে তাঁর শরীরের কিছু অংশ পুড়েছে এবং ভেঙে গেছে মেরুদণ্ডের কশেরুকা। মেসির মা এবং আর্জেন্টিনার সাংবাদিক আনহেল দি ব্রিতো মেসির বোনের দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। এলএএম নামে এক মার্কিন টিভি প্রোগ্রামে মেসির বোনের দুর্ঘটনা প্রসঙ্গে আনহেল বলেন, ‘মেসির বোন এখন বিপদমুক্ত ও সুস্থ। আমি তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেছি ও ৩ জানুয়ারি রোজারিওতে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। এখন সেটা স্থগিত করছে। আঘাত থেকে পুরোপুরি সেরে উঠতে বেশ কয়েক দিন তাঁকে বিশ্রামে থাকতে হবে।’

মেসির জন্মশহর রোজারিওতে ছোটবেলাতেই প্রেমে পড়েন মারিয়া ও হুলিয়ান তুলি আরেল্লানো। পারিবারিক দিক থেকেও দুই পক্ষ একে অপরকে চেনে। ১২ বছর ধরে দুজনের প্রেমের সম্পর্ক। হুলিয়ান এখন ইন্টার মায়ামি অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ। মেসির ছেলে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলে এখন খেলছে। ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। আড়াই বছরে মায়ামির হয়ে ৮৮ ম্যাচে ৭৭ গোলের পাশাপাশি ৪৪ গোলে অ্যাসিস্ট করেছেন।

২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ এমএলএস কাপ—এই তিন শিরোপা মেসি জেতেন মায়ামির জার্সিতে। এটা মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা। সিনিয়র ফুটবলে এটা ৪৪তম। গোল করার পাশাপাশি শিরোপা ও পুরস্কার জিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে মেসি প্রায়ই তাঁর ছেলেকে নিয়ে আসেন। ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হুলিয়ান ২০১৭ সালে মেসির বিয়েতে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত ভারতকে নিয়ে বোর্ডের ‘তদন্ত’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪১
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরেছে ভারত। ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরেছে ভারত। ছবি: সংগৃহীত

নামে ‘হাইভোল্টেজ ম্যাচ’ হলেও ভারত-পাকিস্তানের বেশির ভাগ ম্যাচ হয় একপেশে। ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালও এর ব্যতিক্রম হয়নি। দুবাইয়ে আইসিসি একাডেমিতে পরশু পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরে শিরোপা খুইয়েছেন ভারতের যুবারা। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হার্ডলাইনে যাচ্ছে।

পাকিস্তানের কাছে বাজেভাবে হারের পর ভারত অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে বলে ক্রিকবাজের গতকালের এক প্রতিবেদনে জানা গেছে। গতকাল সন্ধ্যায় বিসিসিআইয়ের শীর্ষ পর্ষদের এক অনলাইন সভায় বোর্ডের সদস্যরা দলের পারফরম্যান্স বিশ্লেষণ করেছেন এবং তাঁদের মনে হয়েছে, বাজে পরাজয়ের ব্যাপারটা আরও একটু খতিয়ে দেখা দরকার। এমনকি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হতে পারে। ভারত অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজার সলিল দাতার একটি লিখিত প্রতিবেদন দেবেন। ক্রিকবাজ জানিয়েছে, প্রধান কোচ ঋষিকেশ কানিতকার ও অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে একটা সভায় বসতে যাচ্ছে বিসিসিআই।

টানা চার ম্যাচ জিতে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠে ভারত। টস হেরে আগে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান করে। সামির মিনহাস ১১৩ বলে ১৭ চার ও ৯ ছক্কায় করেছেন ১৭২ রান। তাঁর একার রানই ভারত করতে পারেনি। ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত। সিরিজে সর্বোচ্চ ৪৭১ রান করে টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন সামির মিনহাস। হারের পর রানার্সআপ ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছে রানার্সআপ পদক নেয়নি। এমনকি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর সরফরাজ আহমেদ ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে বাজে মন্তব্য করেছেন বলে শোনা গেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিসিআই এ ধরনের সমস্যাগুলো সমাধান করতে চাইছে। নতুন বছরের ১৫ ফেব্রুয়ারিতে কলম্বোতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ২০২৫ এশিয়া কাপে দুই দলের মাঠের পারফরম্যান্সের চেয়ে অন্যান্য ঘটনা নিয়েই বেশি আলাপ-আলোচনা হয়েছে।

দুবাই শেষে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে গতকাল ইসলামাবাদ বিমানবন্দরে ফেরার পর রাজকীয়ভাবে বরণ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি হাতে বের হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ছাদখোলা বাসে পাকিস্তান দলের উদ্দেশে ভক্ত-সমর্থকেরা ফুল ছিটিয়েছেন। হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভিসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য ৫০ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১ লাখ ৮৩ হাজার টাকা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা পাকিস্তান এর আগে একবারই জিতেছিল। ২০১২ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৩ বছর পর এবার আর শিরোপা ভাগাভাগি করতে হয়নি ভারত-পাকিস্তানকে। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতকে ১৯১ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মেয়েদের ফুটবল লিগ

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩৬
মেয়েদের ফুটবল লিগে একই ক্লাবে খেলতে পারেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমা। ছবি: ফেসবুক
মেয়েদের ফুটবল লিগে একই ক্লাবে খেলতে পারেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমা। ছবি: ফেসবুক

ক্রিকেটে এখন বিপিএলের হাওয়া বইছে। কাগজে-কলমে অন্যতম শক্তিশালী দল গড়েছে রাজশাহী ওয়ারিয়র্স। একই ফ্র্যাঞ্চাইজি (নাবিল গ্রুপ) এবার হাত বাড়িয়েছে মেয়েদের ফুটবল লিগেও। ক্লাবের নাম দিয়েছে রাজশাহী স্টারস। সেখানেও তাদের চোখ শিরোপাজয়ী দল গড়ায়।

১৪ ডিসেম্বর শুরু হয়েছে মেয়েদের লিগের দলবদল। এবারের লিগে অংশ নিচ্ছে ১১ ক্লাব। নবাগত রাজশাহী স্টারস দলবদলের মাঠ বেশ সরগরম করে রেখেছে বলা যায়। জাতীয় দলের বড় তারকাদের ওপর চোখ তাদের।

জাতীয় দলের অধিনায়ক গত কয়েক মৌসুমে খেলেছেন এআরবি কলেজ স্পোর্টিংয়ের হয়ে। এবার তাঁকে দেখা যেতে পারে রাজশাহীতে। একই ক্লাবে খেলতে পারেন এশিয়ান কাপে বাংলাদেশের পোস্টারগার্ল ঋতুপর্ণা চাকমাও।

রাজশাহী স্টারসের ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, ‘জাতীয় দলের অনেককে নেওয়ার ইচ্ছা আছে। পাকিস্তান-নেপাল থেকে বিদেশি ফুটবলার আনার চেষ্টা করছি। শক্তিশালী এক দল গড়ে শিরোপায় চোখ রাখব আমরা।’

রাজশাহীর কোচ থাকছেন মাহমুদা শরীফা অদিতি। ২০২০ সালে তাঁর অধীনে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। গতবারের মতে কিংস এবারও লিগে খেলছে না। তারা না থাকায় গত আসরে তারকাসমৃদ্ধ দল গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি। সাবিনা খাতুন-মাসুরা পারভীন ক্লাবটির হয়ে খেললেও এবার লিগেই খেলতে পারছেন না তাঁরা। ব্যস্ত সময় কাটাবেন সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে। কৃষ্ণা রানী সরকার-মাতসুশিমা সুমাইয়াও তাই করবেন।

সম্প্রতি নেপালে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে হতাশাই উপহার দিয়েছে নাসরিন। ৪ ম্যাচের মধ্যে দুটিতে ড্র করলেও হেরেছে দুটিতে। যদিও দলে ছিল না শক্তিমত্তার ছাপ। সানজিদা আক্তার ছাড়া বয়সভিত্তিক ফুটবলারদের নিয়েই খেলতে হয়েছে। লিগেও শক্তিশালী দল গড়ার আভাস দিচ্ছে না তারা; বরং ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজাতে চায়।

ছেলেদের মতো এবার মেয়েদের ফুটবলেও দল গড়েছে পুলিশ এফসি। জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে মোসাম্মৎ সাগরিকা ও কোহাতি কিসকু খেলতে পারেন ক্লাবটিতে। বাংলাদেশ আর্মি, আনসার ও ভিডিপি এবং বিকেএসপি তাদের নিজস্ব খেলোয়াড়দের নিয়েই দল গঠন করতে যাচ্ছে।

বাফুফে এবার ৩৬ খেলোয়াড়কে একটি পুলের আওতায় এনেছে। প্রতিটি ক্লাব পট-১ থেকে (১৩ জন সিনিয়র খেলোয়াড়) পাঁচজন, পট-২ থেকে (১৮ জন বয়সভিত্তিক খেলোয়াড়) পাঁচজন এবং পট-৩ থেকে একজন গোলকিপার নেওয়ার সুযোগ পাচ্ছে। পরশু নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘শুধু এই এশিয়ান কাপ সামনে রেখে এগুলো করা হচ্ছে। চেষ্টা করছি যাতে এসব খেলোয়াড় ক্লাবে থাকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ যেন হয়, সবাই সবার সঙ্গে খেলতে পারে। অন্তত অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে যেন প্রস্তুতি নিতে পারে।’

১৩ দিনের ট্রান্সফার উইন্ডো শেষ হবে ২৬ ডিসেম্বর। লিগ শুরু হবে ২৯ ডিসেম্বর। সব কটি খেলাই গড়াবে কমলাপুর স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত