Ajker Patrika

স্মৃতিসৌধে মোবাইল চুরি করত তারা

সাভার (ঢাকা) প্রতিনিধি
স্মৃতিসৌধে মোবাইল চুরি করত তারা

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মোবাইল চোর চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন দিবসে স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের ভিড়কে কাজে লাগিয়ে তারা মোবাইল চুরি করত। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজন আগত দর্শনার্থীদের হাতে আটক হয়। আজ রোববার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-গোপালগঞ্জ জেলার মুকছেদপুর থানার খান্দারপাড়া গ্রামের চুন্নু শেখের ছেলে সজিব শেখ (৩৪), গোপালগঞ্জ জেলা সদরের বেতগ্রাম গ্রামের পারভেজ শেখ, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আদর্শগ্রামের মৃত ইযরাইল মোল্লার ছেলে শামীম মোল্লা (৩৬), বরিশাল জেলার পাথরঘাটা গথানার বাইনচুটকি গ্রামের নুর আলমের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), নারায়ণগঞ্জ জেলা সদরের গলাচিপা গ্রামের জরা মিয়ার ছেলে চান শরিফ (৪৬), মাদারীপুর জেলা সদরের ঘটমাঝি গ্রামের মানিক মোল্লার ছেলে মনির হোসেন মোল্লা (৩৪), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বুদ্ধিরমোড় গ্রামের মৃত সালামের ছেলে হায়দার আলী (৩৭), সাভারের আশুলিয়ার কলমা এলাকার শের আলীর ছেলে রিপন (২৯), ধামরাইয়ের বরাঙ্গী গ্রামের ফজল মিয়ার ছেলে সুজন মিয়া (২৫), আশুলিয়ার কুরগাঁও এলাকার মৃত হাশেমের ছেলে রুবেল (২৮), যশোর জেলার চৌগাছা থানার রোস্তমপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে শরিফ (৩৫) ও সাভারের রাজাঘাট এলাকার আবু তালেব রায়হান (২৮)। এ ছাড়া একজনের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, বিভিন্ন দিবস ঘিরে একটি চোর চক্র জাতীয় স্মৃতিসৌধে সক্রিয় ছিল। এই তথ্যের ওপর ভিত্তি করে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোর চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ১৯টি মোবাইল উদ্ধার করা হয়। 

আশুলিয়া থানার এসআই হারুন ওর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিছিলের মধ্য সাদা পোশাকে পুলিশ সদস্যরা কৌশলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা সবাই পেশাদার পকেটমার। তারা মূলত বিভিন্ন অনুষ্ঠানে ভিড়কে কেন্দ্রে করে মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নেয়। স্বাধীনতা দিবসের জনসমাগম ও ভিড়কে কেন্দ্র করে টার্গেট করেছিল। এর আগেও অনেক মানুষ মোবাইল হারিয়েছে। তাই এবারে সতর্ক অবস্থানে ছিলাম আমরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ