Ajker Patrika

ইউক্রেনের জয় হবে: জেলেনস্কি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৭
ইউক্রেনের জয় হবে: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের জয় হবে বলে বিশ্বাস করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। 

টুইট বার্তায় জেলেনস্কি লেখেন, পুতিন আক্রমণ করলেও কেউ পালিয়ে যাচ্ছে না। ইউক্রেন আত্মরক্ষা করবে। ইউক্রেন জিতবে। 

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত ভূখণ্ডে রুশ সেনা প্রবেশের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছিলেন, কিন্তু অপর পক্ষ থেকে কোনো জবাব আসেনি।   

জেলেনস্কি বলেন, ‘আমি রুশ প্রেসিডেন্টকে টেলিফোন কল করেছি, কিন্তু কোনো উত্তর আসেনি।’ এ সময় তিনি বলেন, ‘রাশিয়া যুদ্ধ শুরু করলে আমরাও আত্মরক্ষা করব।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সীমান্তে রাশিয়ার প্রায় ২ লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধ বাহন রয়েছে। আমি যুদ্ধ এড়ানোর জন্য বরাবরই অনুরোধ করে আসছি, কিন্তু তারা আমার অনুরোধে কর্ণপাত না করে ক্রমাগত ইউক্রেন সম্পর্কে মিথ্যা বলে যাচ্ছে।’ 

ইউক্রেনের এই নেতা বলেন, রাশিয়ার আক্রমণের জবাব দিতে তাঁর দেশ প্রস্তুত আছে, ‘তারা যদি আক্রমণ করে বসে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জীবন ও আমাদের শিশুদের জীবন রক্ষার জন্য যা করা দরকার তাই করব।’ 

পুতিনের উদ্দেশে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আপনি আক্রমণ করার সময় আমাদের মুখ দেখতে পাবেন, আমাদের পিঠ নয়।’

রাশিয়া - ইউক্রেন সম্পর্কিত খবর আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...