
প্রশ্ন: আমার বান্ধবীর স্বামী একজন প্রবাসী এবং আট বছর ধরে দেশের বাইরে আছেন। আট বছরে তার স্বামী মাত্র দুইবার দেশে এসেছেন এক বা দুই মাসের জন্য। তারা নিঃসন্তান। এদিকে সন্তান হচ্ছে না বলে বান্ধবী শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের সম্মুখীন হচ্ছে। পরিবার আর্থিকভাবে অতটা সচ্ছল নয়। তাই তারা মামলা-মোকদ্দমায় যেতে চাইছে না।
মেয়েকে তারা আবারও বিয়ে দিতে চায়। কিন্তু বারবার বলার পরও বান্ধবীর স্বামী তাকে তালাক দিচ্ছে না। এ ক্ষেত্রে বান্ধবীর বা তার পরিবারের করণীয় কী? স্বামী বিদেশে থাকা অবস্থায় তাকে কি তালাক দিতে পারবে? তালাক দেওয়া গেলে কীভাবে দিতে হবে? সেক্ষেত্রে আমার বান্ধবী দেনমোহরের টাকা পাবে কি না?
আনিছা আক্তার, গোপালগঞ্জ
উত্তর: আপনার বান্ধবীর ওপর যে নির্যাতন হচ্ছে তা শুনে খুব খারাপ লাগল। তাঁর স্বামী আট বছরে মাত্র দুইবার দেশে এসেছেন এবং তাঁর সন্তান না হওয়ার জন্য যে শ্বশুরবাড়ির লোক তাঁকে নির্যাতন করছে, এ কারণেই তিনি তাঁর স্বামীকে তালাক দিতে পারেন। তাঁদের বিয়ের নিকাহনামার ১৮ নম্বর ক্লজে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতাবলেও তিনি তালাক দেওয়ার অধিকার রাখেন। এ জন্য নিকাহনামা নিয়ে যেকোনো কাজি অফিসে যেতে হবে। কাজি সাহেব তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যেহেতু আপনার বান্ধবীর স্বামী বিদেশে থাকেন, সে ক্ষেত্রে তাঁর কাছে নোটিশ পৌঁছাতে হলে দেশের ঠিকানায়, বিদেশের ঠিকানায় এবং ই-মেইল থাকলে ই-মেইলের মাধ্যমে তালাকের নোটিশটি পাঠাতে হবে। দেশের আইন অনুযায়ী তালাকের নোটিশ পাঠানোর তিন মাস পর তালাক কার্যকর হয়ে যাবে। তখন তিনি পুনরায় বিয়ে করতে পারবেন।
অনেক স্বামী নিজে থেকে তালাক দিতে চায় না এ জন্য যে তারা মনে করে, তালাক যদি স্ত্রী দেন তাহলে দেনমোহরের টাকা দিতে হবে না। কিন্তু এটা ভুল ধারণা। তালাক যে পক্ষই দিক না কেন দেনমোহরের টাকা স্বামীকে দিতেই হবে। এ ক্ষেত্রে আপনার বান্ধবীকে যদি দেনমোহরের টাকা দেওয়া না হয়ে থাকে তাহলে তিনি তালাকের নোটিশ পাঠানোর সময় তাঁর ইদ্দতকালীন তিন মাসের ভরণপোষণের সঙ্গে দেনমোহরের টাকাও দাবি করতে পারেন। আর শেষে বলব, দেশে একটি কথা প্রচলিত আছে তা হলো, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনই সমান অপরাধী।
সন্তান না হওয়ার জন্য আপনার বান্ধবীর ওপর যে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে, সেটা সহ্য না করে আপনার বান্ধবীর উচিত সেই অন্যায়ের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনা। নিকটস্থ থানা বা পুলিশ স্টেশনে গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে আপনার বান্ধবী মামলা করতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রশ্ন: আমার বান্ধবীর স্বামী একজন প্রবাসী এবং আট বছর ধরে দেশের বাইরে আছেন। আট বছরে তার স্বামী মাত্র দুইবার দেশে এসেছেন এক বা দুই মাসের জন্য। তারা নিঃসন্তান। এদিকে সন্তান হচ্ছে না বলে বান্ধবী শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের সম্মুখীন হচ্ছে। পরিবার আর্থিকভাবে অতটা সচ্ছল নয়। তাই তারা মামলা-মোকদ্দমায় যেতে চাইছে না।
মেয়েকে তারা আবারও বিয়ে দিতে চায়। কিন্তু বারবার বলার পরও বান্ধবীর স্বামী তাকে তালাক দিচ্ছে না। এ ক্ষেত্রে বান্ধবীর বা তার পরিবারের করণীয় কী? স্বামী বিদেশে থাকা অবস্থায় তাকে কি তালাক দিতে পারবে? তালাক দেওয়া গেলে কীভাবে দিতে হবে? সেক্ষেত্রে আমার বান্ধবী দেনমোহরের টাকা পাবে কি না?
আনিছা আক্তার, গোপালগঞ্জ
উত্তর: আপনার বান্ধবীর ওপর যে নির্যাতন হচ্ছে তা শুনে খুব খারাপ লাগল। তাঁর স্বামী আট বছরে মাত্র দুইবার দেশে এসেছেন এবং তাঁর সন্তান না হওয়ার জন্য যে শ্বশুরবাড়ির লোক তাঁকে নির্যাতন করছে, এ কারণেই তিনি তাঁর স্বামীকে তালাক দিতে পারেন। তাঁদের বিয়ের নিকাহনামার ১৮ নম্বর ক্লজে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতাবলেও তিনি তালাক দেওয়ার অধিকার রাখেন। এ জন্য নিকাহনামা নিয়ে যেকোনো কাজি অফিসে যেতে হবে। কাজি সাহেব তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যেহেতু আপনার বান্ধবীর স্বামী বিদেশে থাকেন, সে ক্ষেত্রে তাঁর কাছে নোটিশ পৌঁছাতে হলে দেশের ঠিকানায়, বিদেশের ঠিকানায় এবং ই-মেইল থাকলে ই-মেইলের মাধ্যমে তালাকের নোটিশটি পাঠাতে হবে। দেশের আইন অনুযায়ী তালাকের নোটিশ পাঠানোর তিন মাস পর তালাক কার্যকর হয়ে যাবে। তখন তিনি পুনরায় বিয়ে করতে পারবেন।
অনেক স্বামী নিজে থেকে তালাক দিতে চায় না এ জন্য যে তারা মনে করে, তালাক যদি স্ত্রী দেন তাহলে দেনমোহরের টাকা দিতে হবে না। কিন্তু এটা ভুল ধারণা। তালাক যে পক্ষই দিক না কেন দেনমোহরের টাকা স্বামীকে দিতেই হবে। এ ক্ষেত্রে আপনার বান্ধবীকে যদি দেনমোহরের টাকা দেওয়া না হয়ে থাকে তাহলে তিনি তালাকের নোটিশ পাঠানোর সময় তাঁর ইদ্দতকালীন তিন মাসের ভরণপোষণের সঙ্গে দেনমোহরের টাকাও দাবি করতে পারেন। আর শেষে বলব, দেশে একটি কথা প্রচলিত আছে তা হলো, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনই সমান অপরাধী।
সন্তান না হওয়ার জন্য আপনার বান্ধবীর ওপর যে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে, সেটা সহ্য না করে আপনার বান্ধবীর উচিত সেই অন্যায়ের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনা। নিকটস্থ থানা বা পুলিশ স্টেশনে গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে আপনার বান্ধবী মামলা করতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৪ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৪ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৪ দিন আগে
আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
১১ দিন আগে