ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। অবিবাহিত। একটি অনলাইন ব্যবসা আছে। টিন সার্টিফিকেটও করিয়েছি। একটি বুটিকের দোকান দিতে চাইছি। এ জন্য ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে চাই। আমার কোনো ভাই নেই, একজন বড় বোন আছেন। বাবা মারা গেছেন সাত বছর আগে। ঋণটা নিজ নামেই নিতে চাই। আমার বোন ঋণের জামানতকারী হতে সম্মতি দিয়েছেন। জানতাম নারীরা ঋণের জামানতকারী হতে পারেন না। কিন্তু আমার বোন বলছেন, বর্তমানে নারীরাও জামানতকারী হতে পারেন। এই কথাটা কি ঠিক? আমার বোন কি ঋণের জামানতকারী হতে পারবেন? যদি না পারেন সে ক্ষেত্রে কি দুলাভাই কিংবা অন্য কোনো অনাত্মীয় পুরুষ আমার ঋণের জামানতকারী হতে পারবেন?
তাবাসসুম হাসিন, ঢাকা
কেন পারবেন না? আমাদের দেশে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কেবল পুরুষ নন, নারীকেও জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন আপনার মতো নারী উদ্যোক্তারা। দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এ ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন আপনাদের মতো নারী উদ্যোক্তারাও। কিন্তু ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি এখনো ততটা সহজ হয়নি। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোরও উৎসাহ কম দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে।
ব্যবসা, বাণিজ্য এবং শিল্প খাতে নারীরা যেন আরও এগিয়ে আসতে পারেন, সে লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি ধাপে ধাপে আরও সহজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে যার সুফল ভোগ করছেন অসংখ্য নারী উদ্যোক্তা। আপনিও এর সুবিধা নিন। শুভকামনা রইল আপনার বুটিকের জন্য।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন,অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। অবিবাহিত। একটি অনলাইন ব্যবসা আছে। টিন সার্টিফিকেটও করিয়েছি। একটি বুটিকের দোকান দিতে চাইছি। এ জন্য ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিতে চাই। আমার কোনো ভাই নেই, একজন বড় বোন আছেন। বাবা মারা গেছেন সাত বছর আগে। ঋণটা নিজ নামেই নিতে চাই। আমার বোন ঋণের জামানতকারী হতে সম্মতি দিয়েছেন। জানতাম নারীরা ঋণের জামানতকারী হতে পারেন না। কিন্তু আমার বোন বলছেন, বর্তমানে নারীরাও জামানতকারী হতে পারেন। এই কথাটা কি ঠিক? আমার বোন কি ঋণের জামানতকারী হতে পারবেন? যদি না পারেন সে ক্ষেত্রে কি দুলাভাই কিংবা অন্য কোনো অনাত্মীয় পুরুষ আমার ঋণের জামানতকারী হতে পারবেন?
তাবাসসুম হাসিন, ঢাকা
কেন পারবেন না? আমাদের দেশে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কেবল পুরুষ নন, নারীকেও জামানতকারী দেখিয়ে ঋণ নিতে পারবেন আপনার মতো নারী উদ্যোক্তারা। দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এ ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন আপনাদের মতো নারী উদ্যোক্তারাও। কিন্তু ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি এখনো ততটা সহজ হয়নি। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোরও উৎসাহ কম দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে।
ব্যবসা, বাণিজ্য এবং শিল্প খাতে নারীরা যেন আরও এগিয়ে আসতে পারেন, সে লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি ধাপে ধাপে আরও সহজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে যার সুফল ভোগ করছেন অসংখ্য নারী উদ্যোক্তা। আপনিও এর সুবিধা নিন। শুভকামনা রইল আপনার বুটিকের জন্য।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন,অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৬ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৬ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৬ দিন আগে
আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
১৩ দিন আগে