ডেস্ক রিপোর্ট, ঢাকা

২০১৭ সালে ভারতে মুক্তি পেয়েছিল ‘সিক্রেট সুপারস্টার’ নামের একটি চলচ্চিত্র। গানপাগল ১৫ বছরের কিশোরী ইনসিয়া মালিকের স্বপ্ন ছিল সংগীতশিল্পী হওয়ার। মায়ের সমর্থন পেলেও এ বিষয়ে বাবা ছিল বিমুখ। এ বিশাল যাত্রায় বহু ঘটনার পর মইনসিয়া জনপ্রিয় হয়ে ওঠে।
পর্দার ইনসিয়ার মতো আফগানিস্তানের দুই বোনও সোচ্চার হয়েছিলেন নিজেদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে। ইনসিয়া চরিত্রটির মতো এই দুই নিকাবধারী বোন ২০২১ সালের আগস্ট মাসে তাঁদের গানের ভিডিও প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা পান। নিকাব পরে কিংবা চেহারা আড়াল করে জনপ্রিয়তা পাওয়া নতুন কোনো বিষয় নয়। কিন্তু তাঁদের কথা আলাদা করে বলার কারণ, আফগানিস্তানের মতো একটি দেশে যে বছর থেকে তালেবান শাসকেরা দ্বিতীয়বার ক্ষমতা দখল করে, এই দুই বোন সে বছরের আগস্টেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ভাইরাল হন গানের মাধ্যমে।
তালেবান ক্ষমতায় আসার পরের আফগানিস্তানকে যখন পুরো বিশ্ব দূর থেকে দেখছিল, তখন কাবুলের এই দুই বোন নিজেদের মতো করে প্রতিবাদ করেন। তাঁরা আফগানিস্তানের সেই সব নারীর মধ্যে ছিলেন, যাঁরা সরাসরি অনুভব করতে পেরেছিলেন যে নতুন শাসক তাঁদের ওপর অন্যায় করতে চলেছে। লেখাপড়া, সামাজিক যোগাযোগ, গণমাধ্যম, ব্যবসা—সবখান থেকে নারীদের অধিকার যখন কেড়ে নিচ্ছিল তালেবানেরা, তখন এই দুই বোন তাঁদের কণ্ঠকে শক্তি হিসেবে ব্যবহার করেছিলেন প্রতিরোধ গড়ে তুলতে। যেখানে মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেখানে ‘লাস্ট টর্চ’ নামে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আন্দোলন শুরু করেন তাঁরা।
নীল রঙের বোরকা পরা এই দুই বোনই শুধু অন্যায়ের বিরুদ্ধে গান গেয়েছেন, এমনও নয়। এমন আরও অনেক আফগান নারীশিল্পী আছেন, যাঁরা প্রতিবন্ধকতা ভেঙে বেরিয়ে এসেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ফরিদা মাহওয়াশ। ফরিদাই এখন পর্যন্ত একমাত্র আফগান গায়িকা, যিনি ১৯৭৭ সালে ‘ওস্তাদ’ উপাধি পেয়েছিলেন। তিনি সত্তরের দশক থেকে নারী সংগীতশিল্পীদের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলছেন। এই প্রতিবাদে শামিল সোনিতা আলিজাদাও। সোনিতা আফগানিস্তানের একজন নারী র্যাপার, যিনি জোর করে নারীদের বিয়ে দেওয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন।
এই আফগান নারীরা নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে ঐতিহ্যগত মূল্যবোধকে চ্যালেঞ্জ করার জন্য বিভিন্ন মঞ্চ ব্যবহার করছেন।

২০১৭ সালে ভারতে মুক্তি পেয়েছিল ‘সিক্রেট সুপারস্টার’ নামের একটি চলচ্চিত্র। গানপাগল ১৫ বছরের কিশোরী ইনসিয়া মালিকের স্বপ্ন ছিল সংগীতশিল্পী হওয়ার। মায়ের সমর্থন পেলেও এ বিষয়ে বাবা ছিল বিমুখ। এ বিশাল যাত্রায় বহু ঘটনার পর মইনসিয়া জনপ্রিয় হয়ে ওঠে।
পর্দার ইনসিয়ার মতো আফগানিস্তানের দুই বোনও সোচ্চার হয়েছিলেন নিজেদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে। ইনসিয়া চরিত্রটির মতো এই দুই নিকাবধারী বোন ২০২১ সালের আগস্ট মাসে তাঁদের গানের ভিডিও প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা পান। নিকাব পরে কিংবা চেহারা আড়াল করে জনপ্রিয়তা পাওয়া নতুন কোনো বিষয় নয়। কিন্তু তাঁদের কথা আলাদা করে বলার কারণ, আফগানিস্তানের মতো একটি দেশে যে বছর থেকে তালেবান শাসকেরা দ্বিতীয়বার ক্ষমতা দখল করে, এই দুই বোন সে বছরের আগস্টেই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ভাইরাল হন গানের মাধ্যমে।
তালেবান ক্ষমতায় আসার পরের আফগানিস্তানকে যখন পুরো বিশ্ব দূর থেকে দেখছিল, তখন কাবুলের এই দুই বোন নিজেদের মতো করে প্রতিবাদ করেন। তাঁরা আফগানিস্তানের সেই সব নারীর মধ্যে ছিলেন, যাঁরা সরাসরি অনুভব করতে পেরেছিলেন যে নতুন শাসক তাঁদের ওপর অন্যায় করতে চলেছে। লেখাপড়া, সামাজিক যোগাযোগ, গণমাধ্যম, ব্যবসা—সবখান থেকে নারীদের অধিকার যখন কেড়ে নিচ্ছিল তালেবানেরা, তখন এই দুই বোন তাঁদের কণ্ঠকে শক্তি হিসেবে ব্যবহার করেছিলেন প্রতিরোধ গড়ে তুলতে। যেখানে মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেখানে ‘লাস্ট টর্চ’ নামে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আন্দোলন শুরু করেন তাঁরা।
নীল রঙের বোরকা পরা এই দুই বোনই শুধু অন্যায়ের বিরুদ্ধে গান গেয়েছেন, এমনও নয়। এমন আরও অনেক আফগান নারীশিল্পী আছেন, যাঁরা প্রতিবন্ধকতা ভেঙে বেরিয়ে এসেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ফরিদা মাহওয়াশ। ফরিদাই এখন পর্যন্ত একমাত্র আফগান গায়িকা, যিনি ১৯৭৭ সালে ‘ওস্তাদ’ উপাধি পেয়েছিলেন। তিনি সত্তরের দশক থেকে নারী সংগীতশিল্পীদের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলছেন। এই প্রতিবাদে শামিল সোনিতা আলিজাদাও। সোনিতা আফগানিস্তানের একজন নারী র্যাপার, যিনি জোর করে নারীদের বিয়ে দেওয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন।
এই আফগান নারীরা নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করে ঐতিহ্যগত মূল্যবোধকে চ্যালেঞ্জ করার জন্য বিভিন্ন মঞ্চ ব্যবহার করছেন।

সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’। ৪০ পেরোনো নারীর মন, শরীর আর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার আকাঙ্ক্ষাকে কেন্দ্র ‘থেমে যাওয়া নয়, সময় এখন এগিয়ে যাবার’ শিরোনামে বিশেষ সেশনের আয়োজন করে। ১৬ জানুয়ারি রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ইচ্ছা থাকলেও আর্থসামাজিক বাধা ও প্রেক্ষাপটের কারণে নির্বাচনে বেশিসংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাচ্ছে না। রাজনীতির মাঠে, বিশেষ করে নির্বাচনে পেশিশক্তি ও অর্থনৈতিক সক্ষমতা—বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। নারীরা এ ক্ষেত্রে পিছিয়ে থাকেন।
৪ দিন আগে
লৈঙ্গিক সমতা শুধু একটি সামাজিক আদর্শ নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫ সালের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য বর্তমানে ৬৮ দশমিক ৮ শতাংশ দূর হয়েছে। তবে বর্তমান অগ্রগতির গতি বজায় থাকলে পূর্ণ সমতা অর্জনে বিশ্বকে আরও ১২৩
৬ দিন আগে
বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসে এক অনন্য নাম ড. রাজিয়া বানু। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে ৩৪ সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই কমিটির একমাত্র নারী সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি।
৬ দিন আগে