নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর মাত্র তিন দিন বাকি। বিদায় নেবে ২০২২ সাল। এ বছর অনেক নারী ব্যক্তিত্ব চলে গেছেন না-ফেরার দেশে।
কাজী রোজী
কবি ও রাজনীতিবিদ কাজী রোজী এ বছরের ২০ ফেব্রুয়ারি মারা যান। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন তিনি। তিনি দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
শর্মিলী আহমেদ
জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ ৮ জুলাই ৭৫ বছর বয়সে মারা যান। বয়সকে তুড়ি মেরে পাঁচ দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন তিনি। প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এ অভিনেত্রী।
সাজেদা চৌধুরী
১৯৩৫ সালে জন্ম নেওয়া এই রাজনীতিবিদ এ বছরের ১২ সেপ্টেম্বর ৮৭ বছর বয়সে মারা যান। তিনি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ
এ বছরের ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর জন্ম হয়েছিল ১৯২৬ সালের ২১ এপ্রিল। তিনি ইতিহাসে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী রাষ্ট্রপ্রধান ছিলেন।
লতা মঙ্গেশকর
কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এ বছরের ৬ ফেব্রুয়ারি মারা যান। ভারতীয় সংগীতকে তিনি অনন্য উচ্চতায় তুলেছেন। লতা মঙ্গেশকর গেয়েছেন প্রায় ৩০ হাজার গান। ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেছিলেন।
সন্ধ্যা মুখোপাধ্যায়
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এ বছরের ১৫ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৪৮ সালে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বাংলার পাশাপাশি ১৭টি হিন্দি সিনেমায়ও প্লেব্যাক করেছেন তিনি। তিনি ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বিএফজেএ অ্যাওয়ার্ডসহ বহু সম্মানে ভূষিত হয়েছিলেন।
শাঁওলি মিত্র
এ বছরের ১২ জানুয়ারি ৭৪ বছর বয়সে চিরবিদায় নেন অভিনেত্রী ও লেখক শাঁওলি মিত্র। ১৯৯১ সালে ‘নাথবতী অনাথবৎ’ নাটক লেখার জন্য তিনি আনন্দ পুরস্কার পান। ২০০৩ সালে পান সংগীত-নাটক একাডেমি পুরস্কার।
২০০৯ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০১৩ সালে তাঁকে বঙ্গ বিভূষণ খেতাব দেয়।

আর মাত্র তিন দিন বাকি। বিদায় নেবে ২০২২ সাল। এ বছর অনেক নারী ব্যক্তিত্ব চলে গেছেন না-ফেরার দেশে।
কাজী রোজী
কবি ও রাজনীতিবিদ কাজী রোজী এ বছরের ২০ ফেব্রুয়ারি মারা যান। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন তিনি। তিনি দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
শর্মিলী আহমেদ
জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ ৮ জুলাই ৭৫ বছর বয়সে মারা যান। বয়সকে তুড়ি মেরে পাঁচ দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন তিনি। প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এ অভিনেত্রী।
সাজেদা চৌধুরী
১৯৩৫ সালে জন্ম নেওয়া এই রাজনীতিবিদ এ বছরের ১২ সেপ্টেম্বর ৮৭ বছর বয়সে মারা যান। তিনি বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ
এ বছরের ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর জন্ম হয়েছিল ১৯২৬ সালের ২১ এপ্রিল। তিনি ইতিহাসে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী রাষ্ট্রপ্রধান ছিলেন।
লতা মঙ্গেশকর
কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এ বছরের ৬ ফেব্রুয়ারি মারা যান। ভারতীয় সংগীতকে তিনি অনন্য উচ্চতায় তুলেছেন। লতা মঙ্গেশকর গেয়েছেন প্রায় ৩০ হাজার গান। ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেছিলেন।
সন্ধ্যা মুখোপাধ্যায়
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এ বছরের ১৫ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৪৮ সালে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বাংলার পাশাপাশি ১৭টি হিন্দি সিনেমায়ও প্লেব্যাক করেছেন তিনি। তিনি ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বিএফজেএ অ্যাওয়ার্ডসহ বহু সম্মানে ভূষিত হয়েছিলেন।
শাঁওলি মিত্র
এ বছরের ১২ জানুয়ারি ৭৪ বছর বয়সে চিরবিদায় নেন অভিনেত্রী ও লেখক শাঁওলি মিত্র। ১৯৯১ সালে ‘নাথবতী অনাথবৎ’ নাটক লেখার জন্য তিনি আনন্দ পুরস্কার পান। ২০০৩ সালে পান সংগীত-নাটক একাডেমি পুরস্কার।
২০০৯ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০১৩ সালে তাঁকে বঙ্গ বিভূষণ খেতাব দেয়।

যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৫ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৫ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৫ দিন আগে
আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
১২ দিন আগে