ফিচার ডেস্ক

বৈজ্ঞানিক আবিষ্কার, নোবেল পুরস্কার ও রসায়ন। এই তিন বিষয়ে আলোচনা হলে যে নারীর নাম প্রথমে চলে আসে, তিনি মেরি কুরি।
ইতিহাসে প্রথম নারী হিসেবে মেরি কুরি নোবেল পুরস্কার লাভ করেন। এমনকি তিনিই প্রথম নারী বিজ্ঞানী, যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় দুবার নোবেল পুরস্কার পান। ১৯০৩ সালে মেরি তাঁর স্বামী পিয়েরে কুরি এবং পদার্থবিদ হেনরি বেকেরেলের সঙ্গে পদার্থবিদ্যায় তেজস্ক্রিয়তার বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। পিচ ব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য ১৯১১ সালে মেরি এককভাবে রসায়নে নোবেল পুরস্কার পান। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনিই ছিলেন প্রথম কোনো নারী, যাঁকে মেধাবী হিসেবে গণ্য করে ১৯৯৫ সালে প্যারিসের প্যান্থিয়নে সমাহিত করা হয়।
১৮৬৭ সালের ৭ নভেম্বর পোল্যান্ডের ওয়ারশে জন্ম মেরি কুরির। তিনি নিজে প্রথম যে মৌলটি আবিষ্কার করেন, জন্মভূমির নামে সে মৌলের নাম দেন পোলনিয়াম। প্রথম বিশ্বযুদ্ধের সময় হাসপাতালগুলোতে এক্স-রে সরঞ্জামের ঘাটতি ছিল। যুদ্ধাহতদের এক্স-রে সেবা দিতে অর্থ সংগ্রহে নামেন মেরি। এ সময় অসুস্থ শরীর নিয়ে তিনি ২২০টি রেডিওলজি স্টেশন গড়ে তোলেন। ১৯৩৪ সালের ৪ জুলাই ৬৬ বছর বয়সে পৃথিবী ও নিজের গবেষণাগারকে চিরবিদায় জানিয়ে মারা যান মেরি কুরি।

বৈজ্ঞানিক আবিষ্কার, নোবেল পুরস্কার ও রসায়ন। এই তিন বিষয়ে আলোচনা হলে যে নারীর নাম প্রথমে চলে আসে, তিনি মেরি কুরি।
ইতিহাসে প্রথম নারী হিসেবে মেরি কুরি নোবেল পুরস্কার লাভ করেন। এমনকি তিনিই প্রথম নারী বিজ্ঞানী, যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় দুবার নোবেল পুরস্কার পান। ১৯০৩ সালে মেরি তাঁর স্বামী পিয়েরে কুরি এবং পদার্থবিদ হেনরি বেকেরেলের সঙ্গে পদার্থবিদ্যায় তেজস্ক্রিয়তার বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। পিচ ব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য ১৯১১ সালে মেরি এককভাবে রসায়নে নোবেল পুরস্কার পান। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনিই ছিলেন প্রথম কোনো নারী, যাঁকে মেধাবী হিসেবে গণ্য করে ১৯৯৫ সালে প্যারিসের প্যান্থিয়নে সমাহিত করা হয়।
১৮৬৭ সালের ৭ নভেম্বর পোল্যান্ডের ওয়ারশে জন্ম মেরি কুরির। তিনি নিজে প্রথম যে মৌলটি আবিষ্কার করেন, জন্মভূমির নামে সে মৌলের নাম দেন পোলনিয়াম। প্রথম বিশ্বযুদ্ধের সময় হাসপাতালগুলোতে এক্স-রে সরঞ্জামের ঘাটতি ছিল। যুদ্ধাহতদের এক্স-রে সেবা দিতে অর্থ সংগ্রহে নামেন মেরি। এ সময় অসুস্থ শরীর নিয়ে তিনি ২২০টি রেডিওলজি স্টেশন গড়ে তোলেন। ১৯৩৪ সালের ৪ জুলাই ৬৬ বছর বয়সে পৃথিবী ও নিজের গবেষণাগারকে চিরবিদায় জানিয়ে মারা যান মেরি কুরি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী ও পুরুষ প্রার্থীর সংখ্যার অনুপাতে ‘বিশাল ভারসাম্যহীন চিত্র’ ফুটে উঠেছে বলে জানিয়েছে নারী, মানবাধিকার ও উন্নয়নবিষয়ক ৭১টি সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি। নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ‘আশানুরূপ না হওয়ায়’ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে তারা।
৫ ঘণ্টা আগে
যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৭ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৭ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৭ দিন আগে