সিফাত রাব্বানী, ঢাকা

ফ্যাশনের জন্য হান্না দেশাই তথা কোকোবিউটিয়া আর সময় ব্যবস্থাপনায় ইলন মাস্ক তাঁর পছন্দের মানুষ। শুধু সাফল্য নয়, নাফিজা ভালোবাসেন সফল মানুষের পেছনের গল্প। তাঁকে আকৃষ্ট করে সফল মানুষের গুণের কথা। মনে করেন, সবকিছুর চেয়ে কঠিন আত্মবিশ্বাস ধরে রাখা। সেই আত্মবিশ্বাসের কারণেই তিনি জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডিতে স্ট্র্যাটেজিক ও রেপুটেশন ম্যানেজমেন্ট সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। নাফিজা আনজুম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করে পেয়েছেন সেই সাফল্যের দেখা।
২০১৯ সালে অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নাফিজা আনজুমকে। অসুস্থ বাবাকে হারানোর ভয় এবং অর্থনৈতিক জটিলতার মধ্যে পড়তে হয় তাঁকে ও তাঁর পরিবারকে। সেই কঠিন সময়ে কোথাও তেমন কোনো সহযোগিতা না পাওয়া তাঁকে ‘ব্রেকিং পয়েন্টে’র দিকে ঠেলে দেয়।
সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নাফিজা আনজুম বাধ্য হন স্বাভাবিক সব চিন্তা বাদ দিতে। ছোট ভাইবোনদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি ব্যস্ত হয়ে ওঠেন। ছয় মাস প্রচুর পরিশ্রম করে তিনি এইচটিডব্লিউ-বার্লিনে ভর্তি হয়ে মহামারির জন্য এক বছর অনলাইনে ক্লাস চালিয়ে যান। ২০২২ সালের এপ্রিলে বার্লিন চলে যান। সেখানে বড় প্রতিষ্ঠানগুলোর ইন্টার্নশিপ নিয়ে গবেষণা শুরু করার কথা ভাবতে থাকেন। সে সময় তিনি পরিচিত হন ‘বিগ থ্রি’ নামে পরিচিত বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ ও অডির সঙ্গে। নাফিজা মার্সিডিজ বেঞ্জ ও অডি থেকে গবেষণার প্রস্তাব পান। শেষ পর্যন্ত অডিতে যোগ দেন।
অডির মতো বড় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া বেশ কঠিন। সে জন্য নিজেকে বিভিন্নভাবে প্রস্তুত করে তোলেন নাফিজা। পেশাদার প্ল্যাটফর্ম লিংকড-ইনে নিজের নেটওয়ার্কিং বাড়ান। অডির প্রায় ১০০ জন কর্মীর সঙ্গে যোগাযোগ করে একপর্যায়ে সেখানকার ম্যানেজারের সঙ্গেও যোগাযোগে সক্ষম হন তিনি। ম্যানেজারকে অডির প্রতি তাঁর আগ্রহের কথা বোঝাতে সক্ষম হন নাফিজা। তারপর প্রাতিষ্ঠানিক বিভিন্ন পর্ব পেরিয়ে দীর্ঘ মেয়াদে কাজ করার প্রস্তাব আসে তাঁর কাছে।
অডিতে নিজের বিভাগে একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করছেন নাফিজা আনজুম।

ফ্যাশনের জন্য হান্না দেশাই তথা কোকোবিউটিয়া আর সময় ব্যবস্থাপনায় ইলন মাস্ক তাঁর পছন্দের মানুষ। শুধু সাফল্য নয়, নাফিজা ভালোবাসেন সফল মানুষের পেছনের গল্প। তাঁকে আকৃষ্ট করে সফল মানুষের গুণের কথা। মনে করেন, সবকিছুর চেয়ে কঠিন আত্মবিশ্বাস ধরে রাখা। সেই আত্মবিশ্বাসের কারণেই তিনি জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডিতে স্ট্র্যাটেজিক ও রেপুটেশন ম্যানেজমেন্ট সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। নাফিজা আনজুম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করে পেয়েছেন সেই সাফল্যের দেখা।
২০১৯ সালে অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নাফিজা আনজুমকে। অসুস্থ বাবাকে হারানোর ভয় এবং অর্থনৈতিক জটিলতার মধ্যে পড়তে হয় তাঁকে ও তাঁর পরিবারকে। সেই কঠিন সময়ে কোথাও তেমন কোনো সহযোগিতা না পাওয়া তাঁকে ‘ব্রেকিং পয়েন্টে’র দিকে ঠেলে দেয়।
সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নাফিজা আনজুম বাধ্য হন স্বাভাবিক সব চিন্তা বাদ দিতে। ছোট ভাইবোনদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তিনি ব্যস্ত হয়ে ওঠেন। ছয় মাস প্রচুর পরিশ্রম করে তিনি এইচটিডব্লিউ-বার্লিনে ভর্তি হয়ে মহামারির জন্য এক বছর অনলাইনে ক্লাস চালিয়ে যান। ২০২২ সালের এপ্রিলে বার্লিন চলে যান। সেখানে বড় প্রতিষ্ঠানগুলোর ইন্টার্নশিপ নিয়ে গবেষণা শুরু করার কথা ভাবতে থাকেন। সে সময় তিনি পরিচিত হন ‘বিগ থ্রি’ নামে পরিচিত বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ ও অডির সঙ্গে। নাফিজা মার্সিডিজ বেঞ্জ ও অডি থেকে গবেষণার প্রস্তাব পান। শেষ পর্যন্ত অডিতে যোগ দেন।
অডির মতো বড় প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া বেশ কঠিন। সে জন্য নিজেকে বিভিন্নভাবে প্রস্তুত করে তোলেন নাফিজা। পেশাদার প্ল্যাটফর্ম লিংকড-ইনে নিজের নেটওয়ার্কিং বাড়ান। অডির প্রায় ১০০ জন কর্মীর সঙ্গে যোগাযোগ করে একপর্যায়ে সেখানকার ম্যানেজারের সঙ্গেও যোগাযোগে সক্ষম হন তিনি। ম্যানেজারকে অডির প্রতি তাঁর আগ্রহের কথা বোঝাতে সক্ষম হন নাফিজা। তারপর প্রাতিষ্ঠানিক বিভিন্ন পর্ব পেরিয়ে দীর্ঘ মেয়াদে কাজ করার প্রস্তাব আসে তাঁর কাছে।
অডিতে নিজের বিভাগে একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করছেন নাফিজা আনজুম।

যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৬ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৬ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৬ দিন আগে
আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
১৩ দিন আগে