ডেস্ক রিপোর্ট

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঝুঁকির মুখে রয়েছেন উপকূলীয় ৬ জেলার প্রায় ১০ লাখ নারী। এ ছাড়া রিমালে উপদ্রুত ১০টি জেলায় প্রায় সাড়ে ১১ হাজার অন্তঃসত্ত্বা নারী ঝুঁকির মধ্যে রয়েছেন। দেশের উপকূলীয় অঞ্চলের ৮৪ লাখের বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। গুরুতর ঝুঁকিতে রয়েছে প্রায় ৩২ লাখ শিশু। গত ২৭ মে ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে সাড়ে ৩৭ লাখের বেশি মানুষ রিমালের তাণ্ডবের শিকার। দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময়ে ধরে চলা এই ঝড়ে ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ছয়টি জেলা বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ঝুঁকিতে থাকা জনপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে খুলনা জেলার কয়রা উপজেলা। সেখানে ৭০ হাজার ৭৯ জন নারী ঝুঁকির মুখে রয়েছেন বলে জানিয়েছে ইউনিসেফ। মধ্যম ঝুঁকির মধ্যে রয়েছে বরগুনা সদর, পটুয়াখালীর কলাপাড়া, বাগেরহাটের মোংলা ও শরণখোলা, খুলনার দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা।
ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে প্রায় দেড় লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। এ ছাড়া তলিয়ে গেছে সুপেয় পানির উৎসগুলো।

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঝুঁকির মুখে রয়েছেন উপকূলীয় ৬ জেলার প্রায় ১০ লাখ নারী। এ ছাড়া রিমালে উপদ্রুত ১০টি জেলায় প্রায় সাড়ে ১১ হাজার অন্তঃসত্ত্বা নারী ঝুঁকির মধ্যে রয়েছেন। দেশের উপকূলীয় অঞ্চলের ৮৪ লাখের বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। গুরুতর ঝুঁকিতে রয়েছে প্রায় ৩২ লাখ শিশু। গত ২৭ মে ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে সাড়ে ৩৭ লাখের বেশি মানুষ রিমালের তাণ্ডবের শিকার। দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময়ে ধরে চলা এই ঝড়ে ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ছয়টি জেলা বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ঝুঁকিতে থাকা জনপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে খুলনা জেলার কয়রা উপজেলা। সেখানে ৭০ হাজার ৭৯ জন নারী ঝুঁকির মুখে রয়েছেন বলে জানিয়েছে ইউনিসেফ। মধ্যম ঝুঁকির মধ্যে রয়েছে বরগুনা সদর, পটুয়াখালীর কলাপাড়া, বাগেরহাটের মোংলা ও শরণখোলা, খুলনার দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা।
ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে প্রায় দেড় লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। এ ছাড়া তলিয়ে গেছে সুপেয় পানির উৎসগুলো।

সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’। ৪০ পেরোনো নারীর মন, শরীর আর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার আকাঙ্ক্ষাকে কেন্দ্র ‘থেমে যাওয়া নয়, সময় এখন এগিয়ে যাবার’ শিরোনামে বিশেষ সেশনের আয়োজন করে। ১৬ জানুয়ারি রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
২ দিন আগে
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ইচ্ছা থাকলেও আর্থসামাজিক বাধা ও প্রেক্ষাপটের কারণে নির্বাচনে বেশিসংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাচ্ছে না। রাজনীতির মাঠে, বিশেষ করে নির্বাচনে পেশিশক্তি ও অর্থনৈতিক সক্ষমতা—বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। নারীরা এ ক্ষেত্রে পিছিয়ে থাকেন।
৪ দিন আগে
লৈঙ্গিক সমতা শুধু একটি সামাজিক আদর্শ নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫ সালের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য বর্তমানে ৬৮ দশমিক ৮ শতাংশ দূর হয়েছে। তবে বর্তমান অগ্রগতির গতি বজায় থাকলে পূর্ণ সমতা অর্জনে বিশ্বকে আরও ১২৩
৬ দিন আগে
বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসে এক অনন্য নাম ড. রাজিয়া বানু। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে ৩৪ সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই কমিটির একমাত্র নারী সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি।
৬ দিন আগে