ডেস্ক রিপোর্ট

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঝুঁকির মুখে রয়েছেন উপকূলীয় ৬ জেলার প্রায় ১০ লাখ নারী। এ ছাড়া রিমালে উপদ্রুত ১০টি জেলায় প্রায় সাড়ে ১১ হাজার অন্তঃসত্ত্বা নারী ঝুঁকির মধ্যে রয়েছেন। দেশের উপকূলীয় অঞ্চলের ৮৪ লাখের বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। গুরুতর ঝুঁকিতে রয়েছে প্রায় ৩২ লাখ শিশু। গত ২৭ মে ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে সাড়ে ৩৭ লাখের বেশি মানুষ রিমালের তাণ্ডবের শিকার। দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময়ে ধরে চলা এই ঝড়ে ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ছয়টি জেলা বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ঝুঁকিতে থাকা জনপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে খুলনা জেলার কয়রা উপজেলা। সেখানে ৭০ হাজার ৭৯ জন নারী ঝুঁকির মুখে রয়েছেন বলে জানিয়েছে ইউনিসেফ। মধ্যম ঝুঁকির মধ্যে রয়েছে বরগুনা সদর, পটুয়াখালীর কলাপাড়া, বাগেরহাটের মোংলা ও শরণখোলা, খুলনার দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা।
ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে প্রায় দেড় লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। এ ছাড়া তলিয়ে গেছে সুপেয় পানির উৎসগুলো।

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঝুঁকির মুখে রয়েছেন উপকূলীয় ৬ জেলার প্রায় ১০ লাখ নারী। এ ছাড়া রিমালে উপদ্রুত ১০টি জেলায় প্রায় সাড়ে ১১ হাজার অন্তঃসত্ত্বা নারী ঝুঁকির মধ্যে রয়েছেন। দেশের উপকূলীয় অঞ্চলের ৮৪ লাখের বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়েছে। গুরুতর ঝুঁকিতে রয়েছে প্রায় ৩২ লাখ শিশু। গত ২৭ মে ইউনিসেফ তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে সাড়ে ৩৭ লাখের বেশি মানুষ রিমালের তাণ্ডবের শিকার। দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময়ে ধরে চলা এই ঝড়ে ক্ষতির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ছয়টি জেলা বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ঝুঁকিতে থাকা জনপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে খুলনা জেলার কয়রা উপজেলা। সেখানে ৭০ হাজার ৭৯ জন নারী ঝুঁকির মুখে রয়েছেন বলে জানিয়েছে ইউনিসেফ। মধ্যম ঝুঁকির মধ্যে রয়েছে বরগুনা সদর, পটুয়াখালীর কলাপাড়া, বাগেরহাটের মোংলা ও শরণখোলা, খুলনার দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলা।
ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে প্রায় দেড় লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। এ ছাড়া তলিয়ে গেছে সুপেয় পানির উৎসগুলো।

যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৬ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৬ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৬ দিন আগে
আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
১৩ দিন আগে