নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এ বিবৃতি দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা করে।
সংগঠনটি মনে করেন, নারী ও শিশু ধর্ষণ সম্প্রতি যে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, সে প্রেক্ষিতে সকল সচেতন নাগরিকই এই প্রতিবাদে আন্দোলন করবে এবং এই আন্দোলন করা তাদের গণতান্ত্রিক, নাগরিক অধিকার ও মানবাধিকার।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলন দমন না করে, মূল সমস্যার প্রতি রাষ্ট্রের দৃষ্টি দেওয়ার প্রতি জোর দাবি জানায় মহিলা পরিষদ।
সংগঠনটির পক্ষ থেকে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এ বিবৃতি দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা করে।
সংগঠনটি মনে করেন, নারী ও শিশু ধর্ষণ সম্প্রতি যে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, সে প্রেক্ষিতে সকল সচেতন নাগরিকই এই প্রতিবাদে আন্দোলন করবে এবং এই আন্দোলন করা তাদের গণতান্ত্রিক, নাগরিক অধিকার ও মানবাধিকার।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলন দমন না করে, মূল সমস্যার প্রতি রাষ্ট্রের দৃষ্টি দেওয়ার প্রতি জোর দাবি জানায় মহিলা পরিষদ।
সংগঠনটির পক্ষ থেকে নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
নারীবাদ একটি সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন, যা লিঙ্গ সমতার পক্ষে কাজ করে। নারীবাদীরা বিশ্বাস করেন যে, নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগ পাওয়া উচিত এবং তারা নারী নির্যাতন, লিঙ্গবৈষম্য, ও পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেন। নারী অধিকারকর্মী ও নারীবাদীরা শুধুমাত্র নারীদের অধিকারের জন্য নয়...
১ দিন আগেসারা দেশে শিশু ও নারীদের প্রতি যৌন সহিংসতা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শিশু সুরক্ষা এবং শিশু অধিকারের জন্য নিবেদিত ২৬টি এনজিওর (বেসরকারি সংস্থা) সমন্বয়ে গঠিত ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক’।
৩ দিন আগেদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নারীর নিরাপত্তা ও নারীর মানবাধিকার নিশ্চিত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহনের দাবি জানিয়েছে ‘নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটি’। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটির চেয়ারপারসন ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম ও আহ্বায়ক ডা. ফওজ
৪ দিন আগেউত্তাল সময়, অস্থির পরিস্থিতি—এই শব্দগুলো যেন পিছু ছাড়ছে না। পথে-ঘাটে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যাচ্ছে আতঙ্কিত মুখ আর উদ্বেগজনক লেখা দিয়ে। নিরাপদে নেই জনপদ। বাসে, ট্রেনে, বাড়িতে—সর্বত্র মানুষ থাকলেও নিরাপত্তা উধাও।
৪ দিন আগে