হিমেল চাকমা, রাঙামাটি

২০১৮ সালে শখের বশে বাড়ির আঙিনায় দুটি রাম্বুটান ফলের চারা লাগিয়েছিলেন রাঙামাটির মগবান ইউনিয়নের হ্যাপী চাকমা (৪৫)। গত বছর থেকে সেই গাছে ফল ধরতে শুরু করেছে। আর এ বছর ফলে নুয়ে পড়েছে গাছের ডাল। একটি গাছে ফল ধরেছে প্রায় এক মণ, যার স্থানীয় বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। ফল ধরার দ্বিতীয় বছরের মাথায় কোনো পরিচর্যা ছাড়াই এমন ফলনে অবাক হয়েছেন হ্যাপী চাকমা।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন হ্যাপী চাকমা। বাড়ি ছাড়া নিজের বিদ্যালয়েও রোপণ করেছিলেন রাম্বুটানের চারা। কিন্তু সেটি বাঁচেনি। বেঁচে আছে বাড়ির আঙিনার গাছ দুটি। সে দুটিতেই ধরেছে ফল। হ্যাপী চাকমা জানিয়েছেন, অনেক ফল কাঁচা অবস্থায় ঝরে পড়েছে। না হলে পরিমাণ হতো প্রায় দ্বিগুণ। ফল ঝরে পড়া রোধ করা গেলে পাহাড়ে রাম্বুটানের ফলন আরও বাড়বে বলে আশা তাঁর।
নিজের গাছে ধরা রাম্বুটান বিক্রি করবেন না বলে জানিয়েছেন হ্যাপী। প্রতিবেশী বন্ধুদের মাঝে বিতরণ করে তার গুণাগুণ পরীক্ষা করবেন তিনি। হ্যাপী মনে করেন, পাহাড়ের সব জায়গায় এই ফলের চাষ হওয়ার সম্ভাবনা আছে। কারণ, পাহাড়ের অধিকাংশ জায়গার মাটি একই রকম।
একসময় স্থানীয় বাজারে এই ফল প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হতো। এখন পাহাড়ে এর চাষ বাড়ায় কমে এসেছে দাম। বর্তমানে আকারভেদে ৬০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি রাম্বুটান।
হ্যাপী চাকমার প্রতিবেশী দিপালী চাকমা (৪০) জানিয়েছেন, ফলটি এখনো অনেকের কাছে নতুন। দেখতে বেশ লোভনীয়।
রাঙামাটি জেলা কৃষি বিভাগ বলছে, জেলায় এ পর্যন্ত ৩ হেক্টর জমিতে রাম্বুটানের বাগান করা হয়েছে। পাহাড়ের মাটি এই ফল চাষে উপযোগী হওয়ায় ভবিষ্যতে চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রাঙামাটি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মারমা জানিয়েছেন, পাহাড়ের মাটিতে এখন রাম্বুটানের সফল চাষ হচ্ছে। ফলের আকারও বড় হচ্ছে এবং মিষ্টতাও চমৎকার। যাঁরা রাম্বুটান চাষে আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের জেলা কৃষি অফিস থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।
রাঙামাটিতে এ বছর রাম্বুটান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ টন। রাঙামাটির বন্দুকভাঙ্গা, বালুখালী ও নানিয়ারচর এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রাম্বুটান।

২০১৮ সালে শখের বশে বাড়ির আঙিনায় দুটি রাম্বুটান ফলের চারা লাগিয়েছিলেন রাঙামাটির মগবান ইউনিয়নের হ্যাপী চাকমা (৪৫)। গত বছর থেকে সেই গাছে ফল ধরতে শুরু করেছে। আর এ বছর ফলে নুয়ে পড়েছে গাছের ডাল। একটি গাছে ফল ধরেছে প্রায় এক মণ, যার স্থানীয় বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। ফল ধরার দ্বিতীয় বছরের মাথায় কোনো পরিচর্যা ছাড়াই এমন ফলনে অবাক হয়েছেন হ্যাপী চাকমা।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন হ্যাপী চাকমা। বাড়ি ছাড়া নিজের বিদ্যালয়েও রোপণ করেছিলেন রাম্বুটানের চারা। কিন্তু সেটি বাঁচেনি। বেঁচে আছে বাড়ির আঙিনার গাছ দুটি। সে দুটিতেই ধরেছে ফল। হ্যাপী চাকমা জানিয়েছেন, অনেক ফল কাঁচা অবস্থায় ঝরে পড়েছে। না হলে পরিমাণ হতো প্রায় দ্বিগুণ। ফল ঝরে পড়া রোধ করা গেলে পাহাড়ে রাম্বুটানের ফলন আরও বাড়বে বলে আশা তাঁর।
নিজের গাছে ধরা রাম্বুটান বিক্রি করবেন না বলে জানিয়েছেন হ্যাপী। প্রতিবেশী বন্ধুদের মাঝে বিতরণ করে তার গুণাগুণ পরীক্ষা করবেন তিনি। হ্যাপী মনে করেন, পাহাড়ের সব জায়গায় এই ফলের চাষ হওয়ার সম্ভাবনা আছে। কারণ, পাহাড়ের অধিকাংশ জায়গার মাটি একই রকম।
একসময় স্থানীয় বাজারে এই ফল প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হতো। এখন পাহাড়ে এর চাষ বাড়ায় কমে এসেছে দাম। বর্তমানে আকারভেদে ৬০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি রাম্বুটান।
হ্যাপী চাকমার প্রতিবেশী দিপালী চাকমা (৪০) জানিয়েছেন, ফলটি এখনো অনেকের কাছে নতুন। দেখতে বেশ লোভনীয়।
রাঙামাটি জেলা কৃষি বিভাগ বলছে, জেলায় এ পর্যন্ত ৩ হেক্টর জমিতে রাম্বুটানের বাগান করা হয়েছে। পাহাড়ের মাটি এই ফল চাষে উপযোগী হওয়ায় ভবিষ্যতে চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রাঙামাটি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মারমা জানিয়েছেন, পাহাড়ের মাটিতে এখন রাম্বুটানের সফল চাষ হচ্ছে। ফলের আকারও বড় হচ্ছে এবং মিষ্টতাও চমৎকার। যাঁরা রাম্বুটান চাষে আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের জেলা কৃষি অফিস থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।
রাঙামাটিতে এ বছর রাম্বুটান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ টন। রাঙামাটির বন্দুকভাঙ্গা, বালুখালী ও নানিয়ারচর এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রাম্বুটান।

ইরানের ধূলিধূসরিত রাজপথ আজ শুধু প্রতিবাদের সাক্ষী নয়। বর্তমান আন্দোলনের জের ধরে একে মানুষের রক্তেভেজা ইতিহাসের দলিলও বলা চলে। ২০২৬ সালের শুরুতে ইরানের ইস্পাহান, গোরগান এবং তেহরানের রাজপথ প্রকম্পিত হয়েছে স্লোগানে। এই আন্দোলনে পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন নারীরা।
১ ঘণ্টা আগে
প্রশ্ন: আমার বয়স ১৭ বছর। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। বাড়িতে থাকি। আব্বু, আম্মু অন্য জেলায় চাকরি করেন, ভাইয়া ঢাকায় পড়াশোনা করে। দাদিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কলেজে যাই, বাসায় আসি, রান্না করি, বাসার অন্যান্য কাজ করি, ঘুমাই। সামনে আমার পরীক্ষা, পড়াশোনায় ফোকাস রাখার চেষ্টা করি।
১ ঘণ্টা আগে
নারীর নিরাপত্তা ও অধিকার প্রশ্নে বর্তমানে বাংলাদেশ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিবিএস, ইউএনএফপিএ, হিউম্যান রাইটস ওয়াচ এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাম্প্রতিক তথ্যমতে, ঘরে-বাইরে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ঘরের ভেতরে এই নির্যাতনের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
দেড় শ বছর আগে একজন নারীর চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা ছিল সমাজের চোখে এক বিশাল ধৃষ্টতা। সেই ধৃষ্টতা দেখিয়েছিলেন সোফিয়া জ্যাকস-ব্লেক। তিনি কঠিন সময়েও পিছু হটেননি। অপমানকে পুঁজি করে জনমত গঠন করে প্রমাণ করেছিলেন, চিকিৎসা পেশায় নারীদের প্রয়োজনীয়তা কতটা জরুরি।
১ ঘণ্টা আগে