নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যানে উঠে এসেছে, গত মার্চ মাসে ২৪৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়।
প্রতিবেদনে আরও জানা যায়, মার্চ মাসে নির্যাতনের শিকার হওয়া নারীদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৭ জন কন্যাসহ ৫৪ জন। তার মধ্যে ৫ জন কন্যাসহ ১০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ৫ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া নিপীড়নের শিকার হয়েছেন ৭ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৬ জন কন্যাসহ ৭ জন। এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৩ জন কন্যাসহ ৪টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৩ জন। এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন কন্যাসহ ৪৩ জন। ১ জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৬ জন কন্যাসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। ৬ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে মার্চ মাসে। ৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ জন কন্যাসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। এ ছাড়া ২ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। ৯ জন কন্যাসহ ১১ জন অপহরণের শিকার হয়েছেন এবং ১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন। ২ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন মার্চ মাসে। ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া সে মাসে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৬টি।

বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যানে উঠে এসেছে, গত মার্চ মাসে ২৪৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়।
প্রতিবেদনে আরও জানা যায়, মার্চ মাসে নির্যাতনের শিকার হওয়া নারীদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৭ জন কন্যাসহ ৫৪ জন। তার মধ্যে ৫ জন কন্যাসহ ১০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ৫ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া নিপীড়নের শিকার হয়েছেন ৭ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৬ জন কন্যাসহ ৭ জন। এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৩ জন কন্যাসহ ৪টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৩ জন। এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন কন্যাসহ ৪৩ জন। ১ জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৬ জন কন্যাসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। ৬ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে মার্চ মাসে। ৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ জন কন্যাসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। এ ছাড়া ২ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। ৯ জন কন্যাসহ ১১ জন অপহরণের শিকার হয়েছেন এবং ১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন। ২ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন মার্চ মাসে। ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া সে মাসে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৬টি।

সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’। ৪০ পেরোনো নারীর মন, শরীর আর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার আকাঙ্ক্ষাকে কেন্দ্র ‘থেমে যাওয়া নয়, সময় এখন এগিয়ে যাবার’ শিরোনামে বিশেষ সেশনের আয়োজন করে। ১৬ জানুয়ারি রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ইচ্ছা থাকলেও আর্থসামাজিক বাধা ও প্রেক্ষাপটের কারণে নির্বাচনে বেশিসংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাচ্ছে না। রাজনীতির মাঠে, বিশেষ করে নির্বাচনে পেশিশক্তি ও অর্থনৈতিক সক্ষমতা—বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। নারীরা এ ক্ষেত্রে পিছিয়ে থাকেন।
৫ দিন আগে
লৈঙ্গিক সমতা শুধু একটি সামাজিক আদর্শ নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫ সালের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য বর্তমানে ৬৮ দশমিক ৮ শতাংশ দূর হয়েছে। তবে বর্তমান অগ্রগতির গতি বজায় থাকলে পূর্ণ সমতা অর্জনে বিশ্বকে আরও ১২৩
৬ দিন আগে
বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসে এক অনন্য নাম ড. রাজিয়া বানু। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে ৩৪ সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই কমিটির একমাত্র নারী সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি।
৬ দিন আগে