Ajker Patrika

প্রযোজনা ও উপস্থাপনায় জাকিয়া সুলতানা

কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৩, ১৯: ৪৯
প্রযোজনা ও উপস্থাপনায় জাকিয়া সুলতানা

লেডিস ক্লাব
গত দুই বছরে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে নেক্সাস টেলিভিশনের ‘লেডিস ক্লাব’ অনুষ্ঠানটি। বিভিন্ন শ্রেণি ও পেশার নারীরা এই অনুষ্ঠানে এসে নিজেদের বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা, সমসাময়িক বিষয়, আবেগ-অনুভূতির বিভিন্ন দিক তুলে ধরেন। উদ্যোক্তা নারীরা নিজেদের ব্যবসাসংক্রান্ত বিষয়, তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য বিষয় নিয়েও স্বতঃস্ফূর্ত আড্ডায় অংশ নেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন। নারী বিষয়ে এই জনপ্রিয় অনুষ্ঠান প্রযোজনা করছেন জাকিয়া সুলতানা।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জন্ম তাঁর। তবে বেড়ে উঠেছেন পাবনায়। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে শেষ করেছেন প্রাতিষ্ঠানিক লেখাপড়া। এরপর কর্মজীবন শুরু করেন বৈশাখী টেলিভিশনে। বর্তমানে তিনি নেক্সাস টেলিভিশনের একজন প্রযোজক হিসেবে কর্মরত আছেন। 

প্রাণবন্ত আড্ডায় 
জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। ককপিট থেকে পর্বতশৃঙ্গ—সবখানে নারী অংশ নিচ্ছেন সমান তালে। ঘরে-বাইরে এগিয়ে যেতে হলে নারীর আত্মবিশ্বাস ভীষণ প্রয়োজন বলে মনে করেন জাকিয়া। সেই আত্মবিশ্বাস জোগাতেই ‘লেডিস ক্লাব’ নামের নারীবিষয়ক অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে আছেন তিনি। এই অনুষ্ঠানের ডিজাইন করা হয়েছে এমনভাবে, যাতে সবাই এখানে এসে প্রাণ খুলে আড্ডা দিতে পারেন। সে জন্যই সরাসরি সম্প্রচারিত হওয়া এই অনুষ্ঠানে এসে দ্বিধা ভুলে মন খুলে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন সবাই। জাকিয়ার উপস্থাপনায় ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘লেডিস ক্লাব’ নামের অনুষ্ঠানটি।

শুধু অনুষ্ঠানের কনসেপ্ট বা ডিজাইন নারীবান্ধব করেই দায়িত্ব শেষ করেনি অনুষ্ঠান কর্তৃপক্ষ। প্রযুক্তির ব্যবহারকেও নারীবান্ধব করার চেষ্টা করেছে। স্টুডিওর পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হন অনেকে। এই অংশে গত দুই বছরে তাদের প্রযুক্তিগতভাবেও সচেতন করেছে জাকিয়ার এই অনুষ্ঠান।

অনুপ্রেরণা পরিবারে
একজন মানুষের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা তার পরিবার বলে মনে করেন জাকিয়া সুলতানা। পরিবারের সবার সহযোগিতায় একজন নারী দারুণভাবে এগিয়ে যেতে পারেন। তাঁর জন্য কাজগুলো খুব সহজ হয়ে যায়। নিজের পেশার ক্ষেত্রে অনেক সময় অনেক ব্যস্ত থাকতে হয় জাকিয়াকে। অনেক সময় কাজের পাশাপাশি অন্য অনেক বিষয় নিয়ে মানসিক সমস্যারও সম্মুখীন হতে হয় তাঁকে। সে ক্ষেত্রে নিজের পরিবারকে পাশে পেয়েছেন তিনি। জাকিয়া জানান, তাঁর পরিবারের প্রত্যেকেই তাঁকে সার্বক্ষণিক মানসিক শক্তির জোগান দেন।

সহকর্মী যখন পুরুষ
জাকিয়ার পাশাপাশি ‘লেডিস ক্লাব’ অনুষ্ঠানটির সহপ্রযোজনায় আছেন অমিত রায় ও মোহাম্মাদ হাছান। এ ছাড়া টেকনিক্যাল মেম্বার সবাই পুরুষ। সিইও, সিওও, অনুষ্ঠানপ্রধান, জ্যেষ্ঠ সহকর্মীসহ সবাই অনুষ্ঠানটির ব্যাপার সহযোগিতা করেন জাকিয়াকে। তিনি জানান, নারীদের প্রাধান্য দিয়ে আরও বেশ কিছু অনুষ্ঠান নির্মাণ করছে নেক্সাস টেলিভিশন। নারীর বিভিন্ন বিষয় সম্পর্কে তাঁর পুরুষ সহকর্মীরা নতুন করে জানছেন। বিষয়টিকে ভীষণ ইতিবাচক বলে মনে করেন জাকিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত