রজত কান্তি রায়, ঢাকা

রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের উল্টো দিকে তাজমহল রোডের সি ব্লক। এই ব্লকের ২৩/১৬ নম্বর বাড়িটিতে একটি রেস্টুরেন্ট আছে, নাম ‘মজা’। ইংরেজি বানানে অনেকেই একে ‘মাজা’ বলে ভুল করলেও খাবারের স্বাদ আর আতিথেয়তায় কোনো কমতি নেই রেস্তোরাঁটিতে।
এখানে হঠাৎ করে পেয়ে যেতে পারেন ইলিশ মাছের কাচ্চি কিংবা দারুণ স্বাদের খিচুড়ি। আর নিয়মিত পাবেন সাদা ভাত, কাচ্চি বিরিয়ানি, তন্দুরি পরোটা, নানান পদের ভর্তা, চাপ কিংবা কাবাব। ‘ওপেন কিচেন’ ধারণায় এখানে রান্নাঘরটি একেবারে রেস্তোরাঁর প্রবেশমুখে। তাই দেখা যায় কোন পরিবেশে খাবার রান্না হচ্ছে। তাজা মসলা আর তাজা উপকরণের কারণে এখানকার খাবার বেশ সুস্বাদু। ‘মজার খাবার মজাদার’—এ রকম একটি প্রবাদ প্রচলিত আছে মোহাম্মদপুরে। প্রায় দেড় দশক ধরে চলছে রেস্তোরাঁটি। এর মালিকের নাম সাদাফ হাসনাইন মানজুর। কিন্তু তাঁর অবর্তমানে এই রেস্তোরাঁর ব্যবসা দেখাশোনার দায়িত্বে আছেন তাঁর বড় মেয়ে জেরিয়া হাসনাইন ইরমা।
এই জ্যৈষ্ঠ শেষের এক মেঘ মেঘ সকালে ইরমার সঙ্গে কথা হয় তাঁর রেস্তোরাঁয় বসে। এলাচি সুবাসিত দুধ চা পান করতে করতে ইরমার মুখোমুখি বসি। জানতে চাই, ব্যাংকের নিশ্চিত চাকরি ছেড়ে ‘প্রায় অনিশ্চিত’ ব্যবসার পথে পা বাড়ালেন কেন? ইরমা একটু হাসলেন। তারপর জানালেন দুই-তিন মাসের চাকরির অভিজ্ঞতা। ট্রেনিং শেষে তাঁর ‘বস’ যেদিন তাঁকে জানালেন, ব্যবসা আনতে হবে, সেদিনই তিনি চাকরি ছাড়ার কথা ভাবেন। ইরমা জানান, ব্যবসাই যদি আনতে হয়, তাহলে নিজের ব্যবসায় সময় দেওয়াটা কেন নয়? তিনি নিজের ইচ্ছার কথা জানান বাবাকে। বাবা কি রাজি হয়েছিলেন এক কথায়? সে রকম কোনো নজির আমাদের সমাজে নেই বলে জানান ইরমা। তারপর একগাল হেসে বললেন, প্রথমে বাবা তাঁকে বোঝাতে শুরু করেন ব্যবসাটা কীভাবে চলে, এর ঝুঁকি কোথায়। সবকিছুই স্বীকার করে নেন ইরমা। কিন্তু ব্যবসাটাই তিনি করবেন বলে মনস্থির করেন এবং ইন্টার্নের পর চাকরি ছেড়ে দেন।
প্রথম এক মাস তিনি বেশ কষ্ট করেছেন। এর মধ্যে বাবা চলে গেছেন দুবাই, নতুন ব্যবসার কাজে। মাথার ওপর ম্যানেজার। ইরমা ধীরে ধীরে বুঝে নিতে শুরু করেন তাঁর দায়িত্ব। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা সময় দিতে থাকেন রেস্তোরাঁয়। এ সময় একটা দারুণ অভিজ্ঞতা হয় তাঁর। সপ্তাহের তিন দিন খুব ভালো বেচাবিক্রি হলেও চার দিন সেটা হয় বেশ কম। টাকা-পয়সার দিক দিয়ে সেই তিন দিন আর বাকি চার দিনের পার্থক্য বিশাল। প্রথম প্রথম বেশ হতাশ হয়ে যান ইরমা। অল্প দিনেই বুঝে নেন, রেস্তোরাঁ ব্যবসার ধরন এমনই। তারপর নিজের পরিকল্পনামতো এগোতে থাকেন।
চ্যালেঞ্জটা নিজের সঙ্গে, ইরমা চোয়াল শক্ত করে কথাটা বলেন। চাকরি করতে গিয়ে নিজের বেতন হলেই তিনি খুশি থাকতেন। সে বেতনও আবার মাসের ২৫ তারিখ অ্যাকাউন্টে ঢুকে যেত। কিন্তু এখন বিষয়টি উল্টো। আগে চিন্তা করতে হয় তাঁর ৩২ জন স্টাফের বেতনের কথা। এরপর বাজার ও দোকানদারদের বিলের কথা। তারপর লাভ করার কথা। এই চ্যালেঞ্জ ধীরে ধীরে মোকাবিলা করে এগোচ্ছেন বলে জানালেন। জানালেন, রেস্তোরাঁর স্টাফ আর ম্যানেজার তাঁকে বেশ সহযোগিতা করছেন এ কাজে।
ইরমা জানেন, সবার ‘টেস্ট বাড’ এক নয়। তিনি এটাও জানেন, সবার টেস্ট বাড অনুসারে খাবার বানাতেও তিনি পারবেন না। কিন্তু ‘মজা’ নামের এ রেস্তোরাঁটির খ্যাতি আবার তার সুস্বাদু খাবারের জন্যই। জিজ্ঞেস করলাম, এই প্রতিযোগিতার যুগে টিকে থাকা সম্ভব? ইরমা তাকিয়ে থাকলেন আমার চোখের দিকে। তারপর বললেন, সম্ভব।
বেরিয়ে আসি রেস্তোরাঁ থেকে। দুপুরের খাবারের রান্না চলছে। তার সুবাস ছড়িয়ে পড়েছে তাজমহল রোডের সি ব্লকের বেশ অনেকটা জায়গাজুড়ে। আকাশে মেঘ। জানি, একটু পর সেই মেঘ সরে যাবে।

রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের উল্টো দিকে তাজমহল রোডের সি ব্লক। এই ব্লকের ২৩/১৬ নম্বর বাড়িটিতে একটি রেস্টুরেন্ট আছে, নাম ‘মজা’। ইংরেজি বানানে অনেকেই একে ‘মাজা’ বলে ভুল করলেও খাবারের স্বাদ আর আতিথেয়তায় কোনো কমতি নেই রেস্তোরাঁটিতে।
এখানে হঠাৎ করে পেয়ে যেতে পারেন ইলিশ মাছের কাচ্চি কিংবা দারুণ স্বাদের খিচুড়ি। আর নিয়মিত পাবেন সাদা ভাত, কাচ্চি বিরিয়ানি, তন্দুরি পরোটা, নানান পদের ভর্তা, চাপ কিংবা কাবাব। ‘ওপেন কিচেন’ ধারণায় এখানে রান্নাঘরটি একেবারে রেস্তোরাঁর প্রবেশমুখে। তাই দেখা যায় কোন পরিবেশে খাবার রান্না হচ্ছে। তাজা মসলা আর তাজা উপকরণের কারণে এখানকার খাবার বেশ সুস্বাদু। ‘মজার খাবার মজাদার’—এ রকম একটি প্রবাদ প্রচলিত আছে মোহাম্মদপুরে। প্রায় দেড় দশক ধরে চলছে রেস্তোরাঁটি। এর মালিকের নাম সাদাফ হাসনাইন মানজুর। কিন্তু তাঁর অবর্তমানে এই রেস্তোরাঁর ব্যবসা দেখাশোনার দায়িত্বে আছেন তাঁর বড় মেয়ে জেরিয়া হাসনাইন ইরমা।
এই জ্যৈষ্ঠ শেষের এক মেঘ মেঘ সকালে ইরমার সঙ্গে কথা হয় তাঁর রেস্তোরাঁয় বসে। এলাচি সুবাসিত দুধ চা পান করতে করতে ইরমার মুখোমুখি বসি। জানতে চাই, ব্যাংকের নিশ্চিত চাকরি ছেড়ে ‘প্রায় অনিশ্চিত’ ব্যবসার পথে পা বাড়ালেন কেন? ইরমা একটু হাসলেন। তারপর জানালেন দুই-তিন মাসের চাকরির অভিজ্ঞতা। ট্রেনিং শেষে তাঁর ‘বস’ যেদিন তাঁকে জানালেন, ব্যবসা আনতে হবে, সেদিনই তিনি চাকরি ছাড়ার কথা ভাবেন। ইরমা জানান, ব্যবসাই যদি আনতে হয়, তাহলে নিজের ব্যবসায় সময় দেওয়াটা কেন নয়? তিনি নিজের ইচ্ছার কথা জানান বাবাকে। বাবা কি রাজি হয়েছিলেন এক কথায়? সে রকম কোনো নজির আমাদের সমাজে নেই বলে জানান ইরমা। তারপর একগাল হেসে বললেন, প্রথমে বাবা তাঁকে বোঝাতে শুরু করেন ব্যবসাটা কীভাবে চলে, এর ঝুঁকি কোথায়। সবকিছুই স্বীকার করে নেন ইরমা। কিন্তু ব্যবসাটাই তিনি করবেন বলে মনস্থির করেন এবং ইন্টার্নের পর চাকরি ছেড়ে দেন।
প্রথম এক মাস তিনি বেশ কষ্ট করেছেন। এর মধ্যে বাবা চলে গেছেন দুবাই, নতুন ব্যবসার কাজে। মাথার ওপর ম্যানেজার। ইরমা ধীরে ধীরে বুঝে নিতে শুরু করেন তাঁর দায়িত্ব। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা সময় দিতে থাকেন রেস্তোরাঁয়। এ সময় একটা দারুণ অভিজ্ঞতা হয় তাঁর। সপ্তাহের তিন দিন খুব ভালো বেচাবিক্রি হলেও চার দিন সেটা হয় বেশ কম। টাকা-পয়সার দিক দিয়ে সেই তিন দিন আর বাকি চার দিনের পার্থক্য বিশাল। প্রথম প্রথম বেশ হতাশ হয়ে যান ইরমা। অল্প দিনেই বুঝে নেন, রেস্তোরাঁ ব্যবসার ধরন এমনই। তারপর নিজের পরিকল্পনামতো এগোতে থাকেন।
চ্যালেঞ্জটা নিজের সঙ্গে, ইরমা চোয়াল শক্ত করে কথাটা বলেন। চাকরি করতে গিয়ে নিজের বেতন হলেই তিনি খুশি থাকতেন। সে বেতনও আবার মাসের ২৫ তারিখ অ্যাকাউন্টে ঢুকে যেত। কিন্তু এখন বিষয়টি উল্টো। আগে চিন্তা করতে হয় তাঁর ৩২ জন স্টাফের বেতনের কথা। এরপর বাজার ও দোকানদারদের বিলের কথা। তারপর লাভ করার কথা। এই চ্যালেঞ্জ ধীরে ধীরে মোকাবিলা করে এগোচ্ছেন বলে জানালেন। জানালেন, রেস্তোরাঁর স্টাফ আর ম্যানেজার তাঁকে বেশ সহযোগিতা করছেন এ কাজে।
ইরমা জানেন, সবার ‘টেস্ট বাড’ এক নয়। তিনি এটাও জানেন, সবার টেস্ট বাড অনুসারে খাবার বানাতেও তিনি পারবেন না। কিন্তু ‘মজা’ নামের এ রেস্তোরাঁটির খ্যাতি আবার তার সুস্বাদু খাবারের জন্যই। জিজ্ঞেস করলাম, এই প্রতিযোগিতার যুগে টিকে থাকা সম্ভব? ইরমা তাকিয়ে থাকলেন আমার চোখের দিকে। তারপর বললেন, সম্ভব।
বেরিয়ে আসি রেস্তোরাঁ থেকে। দুপুরের খাবারের রান্না চলছে। তার সুবাস ছড়িয়ে পড়েছে তাজমহল রোডের সি ব্লকের বেশ অনেকটা জায়গাজুড়ে। আকাশে মেঘ। জানি, একটু পর সেই মেঘ সরে যাবে।

সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’। ৪০ পেরোনো নারীর মন, শরীর আর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার আকাঙ্ক্ষাকে কেন্দ্র ‘থেমে যাওয়া নয়, সময় এখন এগিয়ে যাবার’ শিরোনামে বিশেষ সেশনের আয়োজন করে। ১৬ জানুয়ারি রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
৪ দিন আগে
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ইচ্ছা থাকলেও আর্থসামাজিক বাধা ও প্রেক্ষাপটের কারণে নির্বাচনে বেশিসংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাচ্ছে না। রাজনীতির মাঠে, বিশেষ করে নির্বাচনে পেশিশক্তি ও অর্থনৈতিক সক্ষমতা—বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। নারীরা এ ক্ষেত্রে পিছিয়ে থাকেন।
৫ দিন আগে
লৈঙ্গিক সমতা শুধু একটি সামাজিক আদর্শ নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫ সালের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য বর্তমানে ৬৮ দশমিক ৮ শতাংশ দূর হয়েছে। তবে বর্তমান অগ্রগতির গতি বজায় থাকলে পূর্ণ সমতা অর্জনে বিশ্বকে আরও ১২৩
৭ দিন আগে
বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসে এক অনন্য নাম ড. রাজিয়া বানু। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে ৩৪ সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই কমিটির একমাত্র নারী সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি।
৭ দিন আগে