ডেস্ক রিপোর্ট, ঢাকা

নারীর জন্য নিরাপদ সাইবার জগৎ গড়ে তুলতে হবে, সমসুযোগ ও অংশীদারত্ব নিশ্চিত করতে সরকারের সঙ্গে অ্যাডভোকেসি কর্মসূচি গ্রহণ করতে হবে। পাশাপাশি সমন্বিতভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। মহিলা পরিষদ আয়োজিত ‘নারী আন্দোলন ও তথ্যপ্রযুক্তি: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় নারী অধিকারকর্মীরা এসব দাবি জানান।
সভায় লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, চতুর্থ শিল্পবিপ্লবের কারণে তথ্যপ্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ জগতে নারী-পুরুষনির্বিশেষে সবাই অবদান রাখতে সক্ষম। তথ্যপ্রযুক্তি ব্যবহারে বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করার জন্য কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে নীতিনির্ধারকদের অংশীদারত্ব, জেন্ডার সংবেদনশীল মনোভাব নিয়ে কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।
২১ জানুয়ারির এ সভায় সভাপতিত্ব করেন ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, প্রকৃতি নিয়ে আমাদের যে জীবন আছে, তার সঙ্গে যুক্ত হয়েছে সাইবার স্পেস। এখানে সহিংসতা একমাত্র বিষয় নয়। সহিংসতার নানা অভিঘাত আছে, যা বিস্তৃত ও অজানা এবং নারীর প্রতি অবমাননাকর। ডা. ফওজিয়া মোসলেম সাইবার বুলিং প্রতিরোধের পাশাপাশি নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে তরুণদের নতুন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

নারীর জন্য নিরাপদ সাইবার জগৎ গড়ে তুলতে হবে, সমসুযোগ ও অংশীদারত্ব নিশ্চিত করতে সরকারের সঙ্গে অ্যাডভোকেসি কর্মসূচি গ্রহণ করতে হবে। পাশাপাশি সমন্বিতভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। মহিলা পরিষদ আয়োজিত ‘নারী আন্দোলন ও তথ্যপ্রযুক্তি: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় নারী অধিকারকর্মীরা এসব দাবি জানান।
সভায় লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, চতুর্থ শিল্পবিপ্লবের কারণে তথ্যপ্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ জগতে নারী-পুরুষনির্বিশেষে সবাই অবদান রাখতে সক্ষম। তথ্যপ্রযুক্তি ব্যবহারে বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করার জন্য কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে নীতিনির্ধারকদের অংশীদারত্ব, জেন্ডার সংবেদনশীল মনোভাব নিয়ে কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান বক্তারা।
২১ জানুয়ারির এ সভায় সভাপতিত্ব করেন ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, প্রকৃতি নিয়ে আমাদের যে জীবন আছে, তার সঙ্গে যুক্ত হয়েছে সাইবার স্পেস। এখানে সহিংসতা একমাত্র বিষয় নয়। সহিংসতার নানা অভিঘাত আছে, যা বিস্তৃত ও অজানা এবং নারীর প্রতি অবমাননাকর। ডা. ফওজিয়া মোসলেম সাইবার বুলিং প্রতিরোধের পাশাপাশি নারীর প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে তরুণদের নতুন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’। ৪০ পেরোনো নারীর মন, শরীর আর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার আকাঙ্ক্ষাকে কেন্দ্র ‘থেমে যাওয়া নয়, সময় এখন এগিয়ে যাবার’ শিরোনামে বিশেষ সেশনের আয়োজন করে। ১৬ জানুয়ারি রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
২ দিন আগে
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ইচ্ছা থাকলেও আর্থসামাজিক বাধা ও প্রেক্ষাপটের কারণে নির্বাচনে বেশিসংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাচ্ছে না। রাজনীতির মাঠে, বিশেষ করে নির্বাচনে পেশিশক্তি ও অর্থনৈতিক সক্ষমতা—বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। নারীরা এ ক্ষেত্রে পিছিয়ে থাকেন।
৪ দিন আগে
লৈঙ্গিক সমতা শুধু একটি সামাজিক আদর্শ নয়, এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২৫ সালের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, বিশ্বজুড়ে লৈঙ্গিক বৈষম্য বর্তমানে ৬৮ দশমিক ৮ শতাংশ দূর হয়েছে। তবে বর্তমান অগ্রগতির গতি বজায় থাকলে পূর্ণ সমতা অর্জনে বিশ্বকে আরও ১২৩
৬ দিন আগে
বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসে এক অনন্য নাম ড. রাজিয়া বানু। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার জন্য যে ৩৪ সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই কমিটির একমাত্র নারী সদস্য। বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি।
৬ দিন আগে