
অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ভিডিও ব্লগার প্রায়শই পণ্যের রিভিউ করেন। নিজেদের পণ্য অথবা ব্র্যান্ডের পণ্যের পেইড রিভিউ দেন তাঁরা। আবার কখনো উপহারের বিনিময়েও পণ্যের রিভিউ দেন এই ইনফ্লুয়েন্সাররা। কিন্তু এই ইনফ্লুয়েন্সার সুপারশপ থেকে জিনিসপত্র চুরি করেছেন। আবার কেনাকাটার নামে চুরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন!
সুপারশপ থেকে চুরি করা পণ্যের ভিডিও টিকটকে শেয়ার করার পর গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মার্লিনা ভেলেজ। টিকটকে তাঁর ৩ লাখ ফলোয়ার রয়েছে।
ফোর্ট মায়ার্স নিউজ-প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর কেপ কোরাল শহরে আমেরিকার খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোর থেকে ৫০০ ডলার মূল্যের ১৬টি গৃহস্থালি পণ্য ও পোশাক চুরি করেন মার্লিনা। এই ঘটনাকে ‘ছোটখাটো চুরি’ বলা হলেও ৫০০ ডলার অর্থমূল্যের কারণে বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়িয়েছে।
কেপ কোরাল পুলিশ বিভাগ জানায়, এক নারীকে সেলফ–চেকআউটে পণ্যগুলোকে কম মূল্যের ফেইক বারকোড স্ক্যান করতে দেখে টার্গেটের লস প্রিভেনশন টিম। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে এক ব্যবহারকারী তাঁর পুরো নাম, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও জন্ম তারিখ সরবরাহ করেন।
ওই দিনই টিকটক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মার্লিনা। ভিডিওতে দেখা যায়, তিনি দৈনন্দিন কর্মকাণ্ড ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, টার্গেট স্টোরে কেনাকাটা শেষে কিছু পণ্য গাড়িতে তুলছেন এই ইনফ্লুয়েন্সার।
তদন্তকারীরা ঘটনার সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে মার্লিনাকে গ্রেপ্তার করে। অবশ্য পরে ১৫০ ডলার নগদ বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। আগামী ১০ ডিসেম্বর শুনানির জন্য আদালতে হাজির হতে হবে তাঁকে।
কেপ কোরাল পুলিশ বিভাগের মুখপাত্র রাইলি কার্টার বলেন, ওই ইনফ্লুয়েন্সার নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা সন্দেহভাজনের সূত্র খুঁজে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে পেরেছি। মার্লিনাকে গ্রেপ্তারের পর জানা গেছে, তিনি এর আগেও এ ধরনের কাজ করেছেন।
পণ্য চুরি করা এবং সেসব নিয়ে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্লিনা ভেলেজ।

অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ভিডিও ব্লগার প্রায়শই পণ্যের রিভিউ করেন। নিজেদের পণ্য অথবা ব্র্যান্ডের পণ্যের পেইড রিভিউ দেন তাঁরা। আবার কখনো উপহারের বিনিময়েও পণ্যের রিভিউ দেন এই ইনফ্লুয়েন্সাররা। কিন্তু এই ইনফ্লুয়েন্সার সুপারশপ থেকে জিনিসপত্র চুরি করেছেন। আবার কেনাকাটার নামে চুরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন!
সুপারশপ থেকে চুরি করা পণ্যের ভিডিও টিকটকে শেয়ার করার পর গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মার্লিনা ভেলেজ। টিকটকে তাঁর ৩ লাখ ফলোয়ার রয়েছে।
ফোর্ট মায়ার্স নিউজ-প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর কেপ কোরাল শহরে আমেরিকার খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোর থেকে ৫০০ ডলার মূল্যের ১৬টি গৃহস্থালি পণ্য ও পোশাক চুরি করেন মার্লিনা। এই ঘটনাকে ‘ছোটখাটো চুরি’ বলা হলেও ৫০০ ডলার অর্থমূল্যের কারণে বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়িয়েছে।
কেপ কোরাল পুলিশ বিভাগ জানায়, এক নারীকে সেলফ–চেকআউটে পণ্যগুলোকে কম মূল্যের ফেইক বারকোড স্ক্যান করতে দেখে টার্গেটের লস প্রিভেনশন টিম। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে এক ব্যবহারকারী তাঁর পুরো নাম, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও জন্ম তারিখ সরবরাহ করেন।
ওই দিনই টিকটক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মার্লিনা। ভিডিওতে দেখা যায়, তিনি দৈনন্দিন কর্মকাণ্ড ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, টার্গেট স্টোরে কেনাকাটা শেষে কিছু পণ্য গাড়িতে তুলছেন এই ইনফ্লুয়েন্সার।
তদন্তকারীরা ঘটনার সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে মার্লিনাকে গ্রেপ্তার করে। অবশ্য পরে ১৫০ ডলার নগদ বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। আগামী ১০ ডিসেম্বর শুনানির জন্য আদালতে হাজির হতে হবে তাঁকে।
কেপ কোরাল পুলিশ বিভাগের মুখপাত্র রাইলি কার্টার বলেন, ওই ইনফ্লুয়েন্সার নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা সন্দেহভাজনের সূত্র খুঁজে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে পেরেছি। মার্লিনাকে গ্রেপ্তারের পর জানা গেছে, তিনি এর আগেও এ ধরনের কাজ করেছেন।
পণ্য চুরি করা এবং সেসব নিয়ে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্লিনা ভেলেজ।

নতুন বছরের দ্বিতীয় দিনেই বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ষোড়শ শতাব্দীর বিখ্যাত ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক মিশেল দে নস্ত্রাদামুস (১৫০৩-৬৬) ২০২৬ সালের ভবিষ্যদ্বাণীগুলো এখন নতুন করে আলোচনায়। তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১-এর সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক কোভিড-১৯ মহামারির নির্ভুল...
১২ ঘণ্টা আগে
২০২৬ সাল শুরু হতেই নস্ত্রাদামুসের অনুসারীরা এই বছরকে ঘিরে নতুন কিছু ভয়াবহ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন। ১৫০০ শতকে জন্ম নেওয়া ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক মিশেল দ্য নস্ত্রাদোম (নস্ত্রাদামুস) অ্যাডলফ হিটলারের উত্থান, ১১ সেপ্টেম্বরের হামলা এবং কোভিড-১৯ মহামারির মতো আধুনিক যুগের অনেক...
১৬ ঘণ্টা আগে
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৫ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৭ দিন আগে