ল–র–ব–য–হ ডেস্ক

করোনার এই সময় তো কত কিছুই দেখল, দেখালও। শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন, কোয়ারেন্টিনের মতো কত শব্দ ঢুকে গেল মানুষের জীবনে না চাইতেই। বাংলাদেশেও লকডাউন আরোপ করা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত বাজে দিকে যাওয়ায় এমন আরেকটি পদক্ষেপ সামনে আসতে পারে। মানুষ এসব শব্দ এবং এর প্রয়োগকে যেমন মেনে নিয়েছে, তেমনি এসব নিয়ে তামাশা করতেও ছাড়েনি। দুর্যোগের দিকে তির্যকভাবে তাকিয়ে হাসতে পারাটাই মানুষকে শক্তি দিয়েছে বরাবর।
ভ্রমণ
করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। ঘরে থাকতে থাকতে ক্লান্ত স্ত্রীর হাতে একটি ডার্ট দিয়ে বিশ্বের মানচিত্র দেখিয়ে স্বামী বলল, ‘এই নাও গোটা পৃথিবী। এর যেখানটা দেখাবে, সেখানেই তোমাকে নিয়ে যাব।’ স্ত্রীও কথামতো ডার্ট ছুড়ে মারল। গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। তারপর থেকে দু সপ্তাহ ধরে তারা অন্য ঘরে থাকছে।
কৌতুকের মহামারি
করোনাভাইরাস নিয়ে এত এত কৌতুক আসছে যে, এও এক মহামারি হয়ে উঠেছে।
দু সপ্তাহের নিভৃতবাস
প্রথম বন্ধু: আমি তোকে একটি কৌতুক পাঠাচ্ছি।
দ্বিতীয় বন্ধু: পাঠা।
প্রথম বন্ধু: তবে তুই দু সপ্তাহ পর এটি দেখবি।
কৌতুকের সংক্রমণ চাই না
–তুমি কি করোনাভাইরাস নিয়ে ওই কৌতুকটা শুনেছ?
–না। শুনতেও চাই না।
–কেন?
–সবারই সংক্রমণ রোধে সহায়তা করা উচিত।
শুয়ে শুয়ে বিশ্ব বাঁচাই
সীমা তার বান্ধবীকে ফোনে বলছে—সারা দিন শুয়ে–বসে থাকলেও এখন আর কেউ কিছু বলে না। আগে মা বলত, ‘এমন শুয়ে–বসে থাকলে জীবনে কিছু করতে পারবি না।’
–এখন বলেন না?
–বলে। বললে বলি, শুয়ে থেকে গোটা বিশ্বকে রক্ষা করছি আমি।
শেষ পরামর্শ
করোনাভাইরাস বা করোনা সম্পর্কিত কৌতুক না বুঝলে কী করবেন?
–ধৈর্য ধরুন।

করোনার এই সময় তো কত কিছুই দেখল, দেখালও। শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং, লকডাউন, কোয়ারেন্টিনের মতো কত শব্দ ঢুকে গেল মানুষের জীবনে না চাইতেই। বাংলাদেশেও লকডাউন আরোপ করা হয়েছে। পরিস্থিতি ক্রমাগত বাজে দিকে যাওয়ায় এমন আরেকটি পদক্ষেপ সামনে আসতে পারে। মানুষ এসব শব্দ এবং এর প্রয়োগকে যেমন মেনে নিয়েছে, তেমনি এসব নিয়ে তামাশা করতেও ছাড়েনি। দুর্যোগের দিকে তির্যকভাবে তাকিয়ে হাসতে পারাটাই মানুষকে শক্তি দিয়েছে বরাবর।
ভ্রমণ
করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। ঘরে থাকতে থাকতে ক্লান্ত স্ত্রীর হাতে একটি ডার্ট দিয়ে বিশ্বের মানচিত্র দেখিয়ে স্বামী বলল, ‘এই নাও গোটা পৃথিবী। এর যেখানটা দেখাবে, সেখানেই তোমাকে নিয়ে যাব।’ স্ত্রীও কথামতো ডার্ট ছুড়ে মারল। গিয়ে পড়ল যুক্তরাষ্ট্রে। তারপর থেকে দু সপ্তাহ ধরে তারা অন্য ঘরে থাকছে।
কৌতুকের মহামারি
করোনাভাইরাস নিয়ে এত এত কৌতুক আসছে যে, এও এক মহামারি হয়ে উঠেছে।
দু সপ্তাহের নিভৃতবাস
প্রথম বন্ধু: আমি তোকে একটি কৌতুক পাঠাচ্ছি।
দ্বিতীয় বন্ধু: পাঠা।
প্রথম বন্ধু: তবে তুই দু সপ্তাহ পর এটি দেখবি।
কৌতুকের সংক্রমণ চাই না
–তুমি কি করোনাভাইরাস নিয়ে ওই কৌতুকটা শুনেছ?
–না। শুনতেও চাই না।
–কেন?
–সবারই সংক্রমণ রোধে সহায়তা করা উচিত।
শুয়ে শুয়ে বিশ্ব বাঁচাই
সীমা তার বান্ধবীকে ফোনে বলছে—সারা দিন শুয়ে–বসে থাকলেও এখন আর কেউ কিছু বলে না। আগে মা বলত, ‘এমন শুয়ে–বসে থাকলে জীবনে কিছু করতে পারবি না।’
–এখন বলেন না?
–বলে। বললে বলি, শুয়ে থেকে গোটা বিশ্বকে রক্ষা করছি আমি।
শেষ পরামর্শ
করোনাভাইরাস বা করোনা সম্পর্কিত কৌতুক না বুঝলে কী করবেন?
–ধৈর্য ধরুন।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
২ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৩ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৯ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
১০ দিন আগে