Ajker Patrika

বিচিত্র /কমোডের পেছনে কুণ্ডলী পাকিয়ে ছিল অজগর

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৪: ৪৯
সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণীর বিষয়ে অভিজ্ঞ ডেপুটি শেরিফ শ্যানন হাফম্যান। ছবি: ইনস্টাগ্রাম থেকে
সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণীর বিষয়ে অভিজ্ঞ ডেপুটি শেরিফ শ্যানন হাফম্যান। ছবি: ইনস্টাগ্রাম থেকে

হঠাৎ বাথরুমে ঢুকে যদি আবিষ্কার করেন বিশাল একটি সাপ কুণ্ডলী পাকিয়ে পড়ে আছে—কী অবস্থা হবে ভাবুন তো! ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারীর ক্ষেত্রে। ভোরে বাথরুমে ঢুকতেই তিনি আবিষ্কার করেন, কমোডের পেছনে আরাম করে বিশ্রাম নিচ্ছে সরীসৃপটি।

ঘটনাটি অঙ্গরাজ্যের রাজধানী কলাম্বিয়া সিটির। গত মঙ্গলবার ভোরে ওই নারী সাপটিকে আবিষ্কার করে স্বাভাবিকভাবেই চিৎকার করে ফ্ল্যাটে থাকা তাঁর বন্ধুকে ডাক দেন। পরে খবর পেয়ে ভোর ৫টায় পুলিশ এসে দেয়ালের পাশেই সাপটি আবিষ্কার করে।

এটি ছিল একটি বল পাইথন। এরা বিষধর না হলেও ঘরের মধ্যে বড় একটা সাপ দেখে ভয় পাওয়া স্বাভাবিক। নারীটি জানান, সাপটি দেখেই জোরে চিৎকার দিয়ে ওঠেন তিনি। কলাম্বিয়ার মার্কিন সংবাদমাধ্যম দ্য স্টেট জানায়, পুলিশ খবর পেয়েই নারীর রাইস ট্যারেসের অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং ডেপুটি শ্যানন হাফম্যান সাপটিকে ধরে একটি কেসে পুরে ফেলে।

‘হাফম্যান ঘটনাস্থলে পৌঁছে যান এবং তিনি জানতেন কী করতে হবে।’ এক্সে দেওয়া এক পোস্টে জানায় রিচার্ড কাউন্টি শেরিফের দপ্তর।

অজগরটি কীভাবে ওই বাড়িতে ঢুকে পড়ল সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বাথরুমটিতে একবার পানি উঠেছিল। তবে কীভাবে ওটা পানিতে ভরে গিয়েছিল সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটা আশপাশের কোনো বাড়ির পোষা অজগর এবং সেখান থেকে পালিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ওই নারী কিংবা অজগর কোনোটিই আঘাত পায়নি বলে জানিয়েছে দ্য স্টেট।

এদিকে শেরিফ অফিস জানিয়েছে, তাঁরা ফোন পেয়ে অবাক হয়েছিলেন। কারণ কলাম্বিয়া সিটিতে সাধারণত সাপ উদ্ধারের জন্য ফোন আসে না।

শেরিফ অফিসের একজন মুখপাত্র দ্য স্টেটকে বলেছেন, ‘আমরা আমাদের ডেপুটিদের এমন ঘটনার জন্য ডাক পাওয়ার বিষয়ে আগে থেকেই প্রস্তুত করি। তাদের এ ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়। সৌভাগ্যক্রমে, হাফম্যানের বিভিন্ন প্রাণীর বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। সাপ নিয়ে কাজ করতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে।’

তবে কেউ সাপটি দাবি করেনি। বর্তমানে একজন ডেপুটি শেরিফের তত্ত্বাবধানে আছে এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...