
যুক্তরাষ্ট্রে পুলিশের জরুরি সেবা নম্বরে হঠাৎ কল, তবে কিছু শোনার আগেই কেটে যায় সংযোগ। ফিরতি কল করে কোনো সাড়া না পেয়ে অবস্থান শনাক্ত করে ছুটে যায় পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি গত শনিবারের। ক্যালিফোর্নিয়ার পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে জরুরি সেবা নম্বরে (৯১১) কল আসে। তবে ওপাশ থেকে কেউ কিছু বলেনি। পরে ওই চিড়িয়াখানায় পুলিশ পাঠানো হয়। যদিও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেনি। এমনকি জরুরি কল করার মতো কোনো ঘটনাও ঘটেনি।
পরে সন্দেহের তীর যায় ছোট্ট একটা বানরের দিকে। সান লুইস অবিসপো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি (এক প্রজাতির বানর) পুলিশকে কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে রাখা গল্ফ কার্টে (ছোট একধরনের গাড়ি) সেলফোনটি কুড়িয়ে পায়। চিড়িয়াখানার কর্মীরা রুটকে বাটন প্রেস করতে দেখেছেন। তবে নম্বর মিলে গিয়ে এভাবে জরুরি সেবায় চলে যাওয়া সত্যিই বিস্ময়কর।
অঘটন ঘটানো ওই বানরের কয়েকটি ছবি সান লুইস অবিসপো কাউন্টি শেরিফ কার্যালয়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। সঙ্গে পুরো ঘটনা অনেকটা মজার ছলেই ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন তাঁরা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের কাউন্টিতে একটি মজার ঘটনা ঘটেছে। পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে ৯১১ জরুরি সেবা নম্বরে কল আসে। ওই চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেননি। পরে জানা গেল, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে থাকা গল্ফ কার্টে সেলফোনটি কুড়িয়ে পায়। পুরো ঘটনায় ছোট্ট রুট বিব্রত। আপনারা তাকে দায়ী করতে পারেন না। জানেনই তো, বানর যা দেখে, তাই করে।’
বানরের নানা অদ্ভুতুড়ে কাণ্ড নতুন নয়। তবে জরুরি সেবা নম্বরে কল করার ঘটনা সত্যিই অনেকের চোখ কপালে তুলেছে এবং সেই সাথে মুখে হাসিও ফুটিয়েছে।

যুক্তরাষ্ট্রে পুলিশের জরুরি সেবা নম্বরে হঠাৎ কল, তবে কিছু শোনার আগেই কেটে যায় সংযোগ। ফিরতি কল করে কোনো সাড়া না পেয়ে অবস্থান শনাক্ত করে ছুটে যায় পুলিশ।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি গত শনিবারের। ক্যালিফোর্নিয়ার পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে জরুরি সেবা নম্বরে (৯১১) কল আসে। তবে ওপাশ থেকে কেউ কিছু বলেনি। পরে ওই চিড়িয়াখানায় পুলিশ পাঠানো হয়। যদিও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেনি। এমনকি জরুরি কল করার মতো কোনো ঘটনাও ঘটেনি।
পরে সন্দেহের তীর যায় ছোট্ট একটা বানরের দিকে। সান লুইস অবিসপো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি (এক প্রজাতির বানর) পুলিশকে কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে রাখা গল্ফ কার্টে (ছোট একধরনের গাড়ি) সেলফোনটি কুড়িয়ে পায়। চিড়িয়াখানার কর্মীরা রুটকে বাটন প্রেস করতে দেখেছেন। তবে নম্বর মিলে গিয়ে এভাবে জরুরি সেবায় চলে যাওয়া সত্যিই বিস্ময়কর।
অঘটন ঘটানো ওই বানরের কয়েকটি ছবি সান লুইস অবিসপো কাউন্টি শেরিফ কার্যালয়ের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। সঙ্গে পুরো ঘটনা অনেকটা মজার ছলেই ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন তাঁরা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের কাউন্টিতে একটি মজার ঘটনা ঘটেছে। পাসো রোবেলস চিড়িয়াখানা থেকে ৯১১ জরুরি সেবা নম্বরে কল আসে। ওই চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউই কল করেননি। পরে জানা গেল, রুট নামের ছোট একটি কাপুচিন মাঙ্কি কল করেছিল। ধারণা করা হচ্ছে, বানরটি চিড়িয়াখানার পাশে থাকা গল্ফ কার্টে সেলফোনটি কুড়িয়ে পায়। পুরো ঘটনায় ছোট্ট রুট বিব্রত। আপনারা তাকে দায়ী করতে পারেন না। জানেনই তো, বানর যা দেখে, তাই করে।’
বানরের নানা অদ্ভুতুড়ে কাণ্ড নতুন নয়। তবে জরুরি সেবা নম্বরে কল করার ঘটনা সত্যিই অনেকের চোখ কপালে তুলেছে এবং সেই সাথে মুখে হাসিও ফুটিয়েছে।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
২ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৩ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৪ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৬ দিন আগে