
জাপানে কবুতর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অক্টোবরে রাজধানী টোকিওতে এক ব্যক্তি রাস্তার কবুতরের ঝাঁকের ভেতর গাড়ি চালিয়ে দেন। এতে একটি কবুতর মারা যাওয়ায় গত রোববার (৩ ডিসেম্বর) তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে নেন। রাস্তার ওপর পাখি থাকায় তিনি রেগে গিয়েছিলেন।
টোকিও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযুক্ত ব্যক্তি আৎসুসি ওজাওয়া (৫০) গত মাসে তাঁর গাড়ি দিয়ে একটি মুক্ত কবুতর হত্যা করেছেন। এটি কোনো প্রতিযোগিতা বা শিকারের প্রাণী ছিল না। বন্য প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করায় গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাফিকের সবুজ বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালান এবং রাস্তায় থাকা কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে চালিয়ে নেন।
ইঞ্জিনের শব্দে চমকে ওঠা এক পথচারী পরে এ সম্পর্কে পুলিশকে জানান।
প্রতিবেদন অনুসারে, টোকিও পুলিশ একজন প্রাণিচিকিৎসকের সহায়তায় কবুতরটির ময়নাতদন্ত করেছে। ময়নাতদন্তে পাখির মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ট্রমাটিক শক’ বা আকস্মিক চাপ।
ওজাওয়া পুলিশকে বলেন, ‘রাস্তা মানুষের জন্য, তাই কবুতরের উচিত ছিল রাস্তা থেকে দূরে থাকা।’
গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ বলে, পেশাদার চালক হিসেবে তাঁর আচরণ অত্যন্ত ‘ক্ষতিকর’।
ঘটনা নিয়ে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটারে) মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ব্যবহারকারী বলেছেন, ‘বাহ্! কবুতরকে গাড়ি চাপা দেওয়ার জন্যও মানুষ গ্রেপ্তার হতে পারে?’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘তিনি শুধু গাড়ির হর্ন বাজালেই পারতেন। তবে ইচ্ছাকৃতভাবে হত্যা করাটা সীমা লঙ্ঘন।’

জাপানে কবুতর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অক্টোবরে রাজধানী টোকিওতে এক ব্যক্তি রাস্তার কবুতরের ঝাঁকের ভেতর গাড়ি চালিয়ে দেন। এতে একটি কবুতর মারা যাওয়ায় গত রোববার (৩ ডিসেম্বর) তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে নেন। রাস্তার ওপর পাখি থাকায় তিনি রেগে গিয়েছিলেন।
টোকিও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযুক্ত ব্যক্তি আৎসুসি ওজাওয়া (৫০) গত মাসে তাঁর গাড়ি দিয়ে একটি মুক্ত কবুতর হত্যা করেছেন। এটি কোনো প্রতিযোগিতা বা শিকারের প্রাণী ছিল না। বন্য প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করায় গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাফিকের সবুজ বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালান এবং রাস্তায় থাকা কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে চালিয়ে নেন।
ইঞ্জিনের শব্দে চমকে ওঠা এক পথচারী পরে এ সম্পর্কে পুলিশকে জানান।
প্রতিবেদন অনুসারে, টোকিও পুলিশ একজন প্রাণিচিকিৎসকের সহায়তায় কবুতরটির ময়নাতদন্ত করেছে। ময়নাতদন্তে পাখির মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ট্রমাটিক শক’ বা আকস্মিক চাপ।
ওজাওয়া পুলিশকে বলেন, ‘রাস্তা মানুষের জন্য, তাই কবুতরের উচিত ছিল রাস্তা থেকে দূরে থাকা।’
গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ বলে, পেশাদার চালক হিসেবে তাঁর আচরণ অত্যন্ত ‘ক্ষতিকর’।
ঘটনা নিয়ে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটারে) মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ব্যবহারকারী বলেছেন, ‘বাহ্! কবুতরকে গাড়ি চাপা দেওয়ার জন্যও মানুষ গ্রেপ্তার হতে পারে?’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘তিনি শুধু গাড়ির হর্ন বাজালেই পারতেন। তবে ইচ্ছাকৃতভাবে হত্যা করাটা সীমা লঙ্ঘন।’

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
২ দিন আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
২ দিন আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৯ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৯ দিন আগে