
‘ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।’ পাঠ্যবইয়ে পড়া এই নীতিবাক্যই যেন বাস্তবে রূপ দিলেন ভারতের তামিলনাড়ুর এক তরুণ। তামিলনাড়ুর সালেম এলাকার ওই তরুণের নাম ভি বুপাথি। তিন বছর ধরে এক রুপির কয়েন জমাচ্ছিলেন তিনি। সেই কয়েন দিয়েই কিনে ফেললেন স্বপ্নের বাইকটি। যার মূল্য ২ লাখ ৬০ হাজার রুপি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত শনিবার ১ রুপির কয়েনের পাহাড় ভ্যানে বোঝাই করে বাইকের দোকানে যান ভি বুপাথি। যে দোকান থেকে বুপাথি তাঁর স্বপ্নের বাইকটি কেনেন, সেখানে এই বিপুলসংখ্যক কয়েন দেখে হতভম্ব হয়ে যান সবাই।
শোরুমের ম্যানেজার জানিয়েছেন, ‘বুপাথির তিন বছরের সঞ্চয় একটা একটা করে গুনতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছে। সবই ছিল ১ রুপির কয়েন।’ ম্যানেজার আরও জানান, ২ লাখ ৬০ হাজার কয়েন দিলে ব্যাংকে অতিরিক্ত অর্থ দিতে হবে। কিন্তু বুপাথিকে নিরাশ করতে চাননি তিনি। বাইকের প্রতি তরুণের ভালোবাসা মোহিত করেছিল তাঁকে।
বুপাথি বলেন, ‘ছোট থেকেই ইচ্ছে ছিল বাইক কেনার। কিন্তু সেই সময়ে সামর্থ্য ছিল না আমার। তাই তিন বছরেরও বেশি সময় ধরে কয়েন জমিয়ে বাইক কিনেছি।’ এত ১ রুপির কয়েন কোথায় পেলেন—এমন প্রশ্নের জবাবে বুপাথি জানান, জমানোর জন্য বিভিন্ন জায়গা থেকে তাঁর টাকা খুচরো করে নিতেন তিনি। মন্দির, হোটেল, চায়ের দোকান—কোনো জায়গাই বাদ পড়েনি কয়েন সংগ্রহে। শেষমেশ ২ লাখ ৬০ হাজার রুপি জমিয়ে বাইকের দোকানে যান। কিন্তু এত কয়েন গোনা তো চারটিখানি কথা নয়। দোকানের পাঁচ কর্মীর সঙ্গে বুপাথি ও তাঁর চার বন্ধু মিলে কয়েন গুনতে শুরু করেন। ১০ ঘণ্টা পর গোনা শেষে হাতে পান বহুল প্রতীক্ষিত বাইক।
২৯ বছর বয়সী ভি বুপাথি পেশায় একজন কম্পিউটার অপারেটর। এ ছাড়া তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেল থেকে তাঁর যা আয় হয়েছিল, তা জমিয়েই ‘বাজাজ ডমিনার ৪০০’ মডেলের বাইকটি কিনলেন তিনি।
এদিকে তামিলনাড়ুর ওই তরুণের বাইক কেনার গল্প শুনে বিস্মিত নেটিজেনরা। অনেকেই সাধুবাদ জানিয়েছেন বুপাথিকে।

‘ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।’ পাঠ্যবইয়ে পড়া এই নীতিবাক্যই যেন বাস্তবে রূপ দিলেন ভারতের তামিলনাড়ুর এক তরুণ। তামিলনাড়ুর সালেম এলাকার ওই তরুণের নাম ভি বুপাথি। তিন বছর ধরে এক রুপির কয়েন জমাচ্ছিলেন তিনি। সেই কয়েন দিয়েই কিনে ফেললেন স্বপ্নের বাইকটি। যার মূল্য ২ লাখ ৬০ হাজার রুপি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত শনিবার ১ রুপির কয়েনের পাহাড় ভ্যানে বোঝাই করে বাইকের দোকানে যান ভি বুপাথি। যে দোকান থেকে বুপাথি তাঁর স্বপ্নের বাইকটি কেনেন, সেখানে এই বিপুলসংখ্যক কয়েন দেখে হতভম্ব হয়ে যান সবাই।
শোরুমের ম্যানেজার জানিয়েছেন, ‘বুপাথির তিন বছরের সঞ্চয় একটা একটা করে গুনতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছে। সবই ছিল ১ রুপির কয়েন।’ ম্যানেজার আরও জানান, ২ লাখ ৬০ হাজার কয়েন দিলে ব্যাংকে অতিরিক্ত অর্থ দিতে হবে। কিন্তু বুপাথিকে নিরাশ করতে চাননি তিনি। বাইকের প্রতি তরুণের ভালোবাসা মোহিত করেছিল তাঁকে।
বুপাথি বলেন, ‘ছোট থেকেই ইচ্ছে ছিল বাইক কেনার। কিন্তু সেই সময়ে সামর্থ্য ছিল না আমার। তাই তিন বছরেরও বেশি সময় ধরে কয়েন জমিয়ে বাইক কিনেছি।’ এত ১ রুপির কয়েন কোথায় পেলেন—এমন প্রশ্নের জবাবে বুপাথি জানান, জমানোর জন্য বিভিন্ন জায়গা থেকে তাঁর টাকা খুচরো করে নিতেন তিনি। মন্দির, হোটেল, চায়ের দোকান—কোনো জায়গাই বাদ পড়েনি কয়েন সংগ্রহে। শেষমেশ ২ লাখ ৬০ হাজার রুপি জমিয়ে বাইকের দোকানে যান। কিন্তু এত কয়েন গোনা তো চারটিখানি কথা নয়। দোকানের পাঁচ কর্মীর সঙ্গে বুপাথি ও তাঁর চার বন্ধু মিলে কয়েন গুনতে শুরু করেন। ১০ ঘণ্টা পর গোনা শেষে হাতে পান বহুল প্রতীক্ষিত বাইক।
২৯ বছর বয়সী ভি বুপাথি পেশায় একজন কম্পিউটার অপারেটর। এ ছাড়া তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব চ্যানেল থেকে তাঁর যা আয় হয়েছিল, তা জমিয়েই ‘বাজাজ ডমিনার ৪০০’ মডেলের বাইকটি কিনলেন তিনি।
এদিকে তামিলনাড়ুর ওই তরুণের বাইক কেনার গল্প শুনে বিস্মিত নেটিজেনরা। অনেকেই সাধুবাদ জানিয়েছেন বুপাথিকে।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৮ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
১০ দিন আগে