
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মানুষ কতো কিছুই না করে! এই রেকর্ডে শুধু যে পরিচিত ঘটনা এবং জনপ্রিয় প্রতিভাই স্থান পায় এমন নয়। কোমর স্কিপিং, মুখের মধ্যে জ্বলন্ত মোমবাতি ধরে রাখার মতো অদ্ভুত ঘটনাও রেকর্ড বইয়ে স্থান পায়। কিন্তু মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করে রেকর্ড এটিই প্রথম!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে এমন একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অদ্ভুত এক খেলায় প্রতিযোগিতা করছেন দুই দল মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ...কোন দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’
ভিডিওটিতে দেখা গেছে, প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গ্রুপটি গত ১৫ ফেব্রুয়ারি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছে। অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।
ভিডিওটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বেশিরভাগই বেশ মজা পেয়েছেন। অনেকে বলেছেন, যাকে দড়ি বানানো হয়েছে, নিশ্চিত তিনি খেলা শেষে বমি করে দিয়েছেন! অন্য একজন রসিকতা করে বলেছেন, মাথাটা যদি মেঝেকে বাড়ি খায় তাহলে কিন্তু এটা মোটেই কোনো সস্তা দড়ি আর থাকবে না! তৃতীয়জন যোগ করেছেন, ‘এই লোকদের এক্স-রে করানো দরকার!’
অস্বাভাবিক বিশ্ব রেকর্ডের সাম্প্রতিক একটি উদাহরণের মধ্যে গত মাসে ৩০ সেকেন্ডে সবচেয়ে বেশি ডিম ভেঙে বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা উল্লেখ করা যেতে পারে। রেকর্ড জয়ী যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্যান্ডার এক মিনিটেরও কম সময়ে এক হাতে ১৮টি ডিম ফাটাতে সক্ষম হয়েছেন!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মানুষ কতো কিছুই না করে! এই রেকর্ডে শুধু যে পরিচিত ঘটনা এবং জনপ্রিয় প্রতিভাই স্থান পায় এমন নয়। কোমর স্কিপিং, মুখের মধ্যে জ্বলন্ত মোমবাতি ধরে রাখার মতো অদ্ভুত ঘটনাও রেকর্ড বইয়ে স্থান পায়। কিন্তু মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করে রেকর্ড এটিই প্রথম!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে এমন একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অদ্ভুত এক খেলায় প্রতিযোগিতা করছেন দুই দল মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ...কোন দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’
ভিডিওটিতে দেখা গেছে, প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গ্রুপটি গত ১৫ ফেব্রুয়ারি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছে। অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।
ভিডিওটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বেশিরভাগই বেশ মজা পেয়েছেন। অনেকে বলেছেন, যাকে দড়ি বানানো হয়েছে, নিশ্চিত তিনি খেলা শেষে বমি করে দিয়েছেন! অন্য একজন রসিকতা করে বলেছেন, মাথাটা যদি মেঝেকে বাড়ি খায় তাহলে কিন্তু এটা মোটেই কোনো সস্তা দড়ি আর থাকবে না! তৃতীয়জন যোগ করেছেন, ‘এই লোকদের এক্স-রে করানো দরকার!’
অস্বাভাবিক বিশ্ব রেকর্ডের সাম্প্রতিক একটি উদাহরণের মধ্যে গত মাসে ৩০ সেকেন্ডে সবচেয়ে বেশি ডিম ভেঙে বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা উল্লেখ করা যেতে পারে। রেকর্ড জয়ী যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্যান্ডার এক মিনিটেরও কম সময়ে এক হাতে ১৮টি ডিম ফাটাতে সক্ষম হয়েছেন!

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
২ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
২ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৩ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
৬ দিন আগে