
পুরোনো ধূসর একটি জিন্স প্যান্ট যদি ৮৭ হাজার ডলারে বিক্রি হয়, তবে তো চোখ কপালে ওঠারই কথা। সম্প্রতি বিশ্ববাসীর অনেকেরই চোখ কপালে উঠেছে এমন একটি খবর দেখে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি ছোট শহরে ঘটেছে এমন ঘটনা। সেখানে এক নিলাম অনুষ্ঠানে ৮৭ হাজার ডলারে বিক্রি হয়েছে একটি জিন্স প্যান্ট। কিন্তু যখন আপনি শুনবেন, জিন্স প্যান্টটির বয়স ১৪২ বছর, তখন আপনার চোখ কপাল থেকে স্বাভাবিক অবস্থায় আসতেও পারে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, জিন্স প্যান্টটি ১৮৮০-এর দশকের লেভিস ব্র্যান্ডের। মাইকেল হ্যারিস নামের একজন ডেনিম প্রত্নতত্ত্ববিদ একটি পরিত্যক্ত খনি থেকে জিন্সটি উদ্ধার করেছিলেন। সাম্প্রতিক নিলাম অনুষ্ঠানে জিন্সটি কিনেছেন কাইল হান্টার ও জিপ স্টিভেনসন নামের দুই ব্যক্তি।
নিউ মেক্সিকোর অ্যাজটেক শহরে দুরঙ্গো ভিনটেজ ফেস্টিভাসে নিলামটি অনুষ্ঠিত হয়েছে।
স্টিভেনসন সিএনএনকে বলেছেন, ‘নিলাম শুরু না হওয়া পর্যন্ত আমাদের একসঙ্গে জিন্স কেনার কোনো পরিকল্পনা ছিল না। এখন মনে হচ্ছে পাগলামিই করেছি।’ আর এই পাগলামি করতে গিয়ে দুজনকে গুনতে হয়েছে ৮৭ হাজার ৪০০ ডলার! এর মধ্যে অবশ্য হান্টার একাই গুনেছেন ৯০ শতাংশ ডলার এবং বাকি ১০ শতাংশ পরিশোধ করেছেন স্টিভেনসন।
স্টিভেনসন প্রায় তিন দশক ধরে লস অ্যাঞ্জেলেসে একটি পোশাকের দোকান চালাচ্ছেন। তিনি আফসোস করে বলেছেন, ‘এত দিন ধরে দোকান চালাচ্ছি, এ রকম জিন্স কখনোই পাইনি। এটি সত্যিই দুষ্প্রাপ্য ও বিরল।’
প্রায় পাঁচ বছর আগে তিনি এই জিন্স আবিষ্কারের কথা শুনেছিলেন বলে স্টিভেনসন জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম আমেরিকার মাইকেল হ্যারিস এই জিন্স প্যান্টটি আবিষ্কার করেছিলেন। তিনি প্রায় পাঁচ বছর ধরে অর্ধশতাধিক পরিত্যক্ত খনিতে প্রত্নতাত্ত্বিক খনন করেছেন। কিন্তু কোথাও এ রকম জিন্স পাননি।
এ ধরনের আরও কয়েকটি জিন্স অবশ্য জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
স্টিভেনসন বলেছেন, ‘জিন্স প্যান্টটি এতটাই টেকসই যে এত বছর পরেও সেটি পরিধানযোগ্য। খুবই আশ্চর্যজনক ব্যাপার।’
এখন প্যান্টটি নিয়ে আপনার পরিকল্পনা কী—এমন প্রশ্নের জবাবে স্টিভেনসন বলেন, ‘আমরা এটি আবার বিক্রি করার কথা চিন্তা করছি। হয়তো কোনো জাদুঘর এই বিরল নিদর্শন সংগ্রহ করবে।’

পুরোনো ধূসর একটি জিন্স প্যান্ট যদি ৮৭ হাজার ডলারে বিক্রি হয়, তবে তো চোখ কপালে ওঠারই কথা। সম্প্রতি বিশ্ববাসীর অনেকেরই চোখ কপালে উঠেছে এমন একটি খবর দেখে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি ছোট শহরে ঘটেছে এমন ঘটনা। সেখানে এক নিলাম অনুষ্ঠানে ৮৭ হাজার ডলারে বিক্রি হয়েছে একটি জিন্স প্যান্ট। কিন্তু যখন আপনি শুনবেন, জিন্স প্যান্টটির বয়স ১৪২ বছর, তখন আপনার চোখ কপাল থেকে স্বাভাবিক অবস্থায় আসতেও পারে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, জিন্স প্যান্টটি ১৮৮০-এর দশকের লেভিস ব্র্যান্ডের। মাইকেল হ্যারিস নামের একজন ডেনিম প্রত্নতত্ত্ববিদ একটি পরিত্যক্ত খনি থেকে জিন্সটি উদ্ধার করেছিলেন। সাম্প্রতিক নিলাম অনুষ্ঠানে জিন্সটি কিনেছেন কাইল হান্টার ও জিপ স্টিভেনসন নামের দুই ব্যক্তি।
নিউ মেক্সিকোর অ্যাজটেক শহরে দুরঙ্গো ভিনটেজ ফেস্টিভাসে নিলামটি অনুষ্ঠিত হয়েছে।
স্টিভেনসন সিএনএনকে বলেছেন, ‘নিলাম শুরু না হওয়া পর্যন্ত আমাদের একসঙ্গে জিন্স কেনার কোনো পরিকল্পনা ছিল না। এখন মনে হচ্ছে পাগলামিই করেছি।’ আর এই পাগলামি করতে গিয়ে দুজনকে গুনতে হয়েছে ৮৭ হাজার ৪০০ ডলার! এর মধ্যে অবশ্য হান্টার একাই গুনেছেন ৯০ শতাংশ ডলার এবং বাকি ১০ শতাংশ পরিশোধ করেছেন স্টিভেনসন।
স্টিভেনসন প্রায় তিন দশক ধরে লস অ্যাঞ্জেলেসে একটি পোশাকের দোকান চালাচ্ছেন। তিনি আফসোস করে বলেছেন, ‘এত দিন ধরে দোকান চালাচ্ছি, এ রকম জিন্স কখনোই পাইনি। এটি সত্যিই দুষ্প্রাপ্য ও বিরল।’
প্রায় পাঁচ বছর আগে তিনি এই জিন্স আবিষ্কারের কথা শুনেছিলেন বলে স্টিভেনসন জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম আমেরিকার মাইকেল হ্যারিস এই জিন্স প্যান্টটি আবিষ্কার করেছিলেন। তিনি প্রায় পাঁচ বছর ধরে অর্ধশতাধিক পরিত্যক্ত খনিতে প্রত্নতাত্ত্বিক খনন করেছেন। কিন্তু কোথাও এ রকম জিন্স পাননি।
এ ধরনের আরও কয়েকটি জিন্স অবশ্য জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
স্টিভেনসন বলেছেন, ‘জিন্স প্যান্টটি এতটাই টেকসই যে এত বছর পরেও সেটি পরিধানযোগ্য। খুবই আশ্চর্যজনক ব্যাপার।’
এখন প্যান্টটি নিয়ে আপনার পরিকল্পনা কী—এমন প্রশ্নের জবাবে স্টিভেনসন বলেন, ‘আমরা এটি আবার বিক্রি করার কথা চিন্তা করছি। হয়তো কোনো জাদুঘর এই বিরল নিদর্শন সংগ্রহ করবে।’

২০২৬ সাল শুরু হতেই নস্ত্রাদামুসের অনুসারীরা এই বছরকে ঘিরে নতুন কিছু ভয়াবহ ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছেন। ১৫০০ শতকে জন্ম নেওয়া ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক মিশেল দ্য নস্ত্রাদোম (নস্ত্রাদামুস) অ্যাডলফ হিটলারের উত্থান, ১১ সেপ্টেম্বরের হামলা এবং কোভিড-১৯ মহামারির মতো আধুনিক যুগের অনেক...
৩ ঘণ্টা আগে
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৫ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৬ দিন আগে
ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট জিরিফালকোর পাদদেশে অবস্থিত এক প্রাচীন গ্রাম পালিয়ারা দে মার্সি। জনশূন্য এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি। গত কয়েক দশক ধরে গ্রামটি নিস্তব্ধতায় ডুবে ছিল, কিন্তু গত মার্চ মাস থেকে সেখানে বইছে খুশির জোয়ার। কারণ, দীর্ঘ ৩০ বছর পর এই গ্রামে প্রথম কোনো শিশুর জন্ম
৭ দিন আগে