
বানরের কাণ্ডকারখানা দেখে মজা পান না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। এই প্রাণীর কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খায় ছেলে বুড়ো সবাই। আর বানরের চুরিবিদ্যার কথা তো কারও অজানা নয়। ভারতের মতো দেশে বানরের সংখ্যা এত বেশি যে এমন ঘটনা অহরহই ঘটে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বানর এক ব্যক্তির ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যাচ্ছে।
মজার এই ভিডিওটিতে দেখা যায় বানরটি এক লোকের ব্যাগের জিপার খুলে এমন ভাব করছে যেন মনে হচ্ছে সে কিছু খুঁজছে। পরে ব্যাগের আরেকটি জিপার খুলে সেখান থেকে একটি আপেল নিয়ে পালিয়ে যায় সে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ারের পর ভাইরাল হয়। এক লাখ ভিউ ও ছয় হাজার লাইক পায়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটিতে অনেক মজার মজার মন্তব্য করেন।
ওয়াও আফ্রিকা নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ব্যাগে কি আছে? আমাকে দেখতে দাও......।’
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বানর নিউইয়র্কের হোক বা শিকাগোর, সব বানরই চোর’।
আরেকজন লিখেছেন, ‘অন্যের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা বানরের পক্ষে কোনো ব্যাপারই না।’
সামাজিক গণমাধ্যমগুলোতে প্রায়ই বানরের এমন মজার মজার ভিডিও দেখা যায়। গত মাসে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতের মাথুরার বৃন্দাবনে এক বানর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটের চশমা নিয়ে পালিয়ে যায়।
ভারতের বন বিভাগ কর্মকর্তা পারভিন কাসওয়ানের টুইটারে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নভনীত চাহাল এবং কয়েকজন পুলিশ একটি ভবনের নিচে দাঁড়িয়ে বানরের কাছ থেকে চশমা ফেরত পাওয়ার চেষ্টা করছেন।
পাশাপাশি ওই ভিডিওটিতে কয়েকটি বানরকেও আশপাশে দেখা যায়। মজা করার পরে অবশ্য বানরগুলো জেলা ম্যাজিস্ট্রেটের চশমা ফেরত দিয়ে দেয়।

বানরের কাণ্ডকারখানা দেখে মজা পান না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। এই প্রাণীর কর্মকাণ্ডে হেসে লুটোপুটি খায় ছেলে বুড়ো সবাই। আর বানরের চুরিবিদ্যার কথা তো কারও অজানা নয়। ভারতের মতো দেশে বানরের সংখ্যা এত বেশি যে এমন ঘটনা অহরহই ঘটে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বানর এক ব্যক্তির ব্যাগ থেকে কিছু একটা চুরি করে পালিয়ে যাচ্ছে।
মজার এই ভিডিওটিতে দেখা যায় বানরটি এক লোকের ব্যাগের জিপার খুলে এমন ভাব করছে যেন মনে হচ্ছে সে কিছু খুঁজছে। পরে ব্যাগের আরেকটি জিপার খুলে সেখান থেকে একটি আপেল নিয়ে পালিয়ে যায় সে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ারের পর ভাইরাল হয়। এক লাখ ভিউ ও ছয় হাজার লাইক পায়। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ভিডিওটিতে অনেক মজার মজার মন্তব্য করেন।
ওয়াও আফ্রিকা নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘ব্যাগে কি আছে? আমাকে দেখতে দাও......।’
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বানর নিউইয়র্কের হোক বা শিকাগোর, সব বানরই চোর’।
আরেকজন লিখেছেন, ‘অন্যের জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করা বানরের পক্ষে কোনো ব্যাপারই না।’
সামাজিক গণমাধ্যমগুলোতে প্রায়ই বানরের এমন মজার মজার ভিডিও দেখা যায়। গত মাসে এমন আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ভারতের মাথুরার বৃন্দাবনে এক বানর সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটের চশমা নিয়ে পালিয়ে যায়।
ভারতের বন বিভাগ কর্মকর্তা পারভিন কাসওয়ানের টুইটারে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে জেলা ম্যাজিস্ট্রেট নভনীত চাহাল এবং কয়েকজন পুলিশ একটি ভবনের নিচে দাঁড়িয়ে বানরের কাছ থেকে চশমা ফেরত পাওয়ার চেষ্টা করছেন।
পাশাপাশি ওই ভিডিওটিতে কয়েকটি বানরকেও আশপাশে দেখা যায়। মজা করার পরে অবশ্য বানরগুলো জেলা ম্যাজিস্ট্রেটের চশমা ফেরত দিয়ে দেয়।

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৬ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৮ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
১০ দিন আগে