
জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রপ্রেমীদের মনে এমনিতেও তলদেশ নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়া নীল জলের অতলে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তার টানে ছুটে যান অনেকে। বিভিন্ন দেশে স্কুবা ডাইভিং করা এখন পর্যটকদের ট্রেন্ড। আর সেই স্কুবা করতে নেমেই সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলায় মাতেন এক ডাইভার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি অক্টোপাসের সঙ্গে খেলা করছেন এক স্কুবা ডাইভার। বুইটেঞ্জেবিয়েডেন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ছোট্ট অক্টোপাসটি ভীষণ আমুদে, শেষ পর্যন্ত দেখুন।’
ভিডিওতে দেখা যায়, সাধারণ অক্টোপাসের তুলনায় বেশ ছোট এই অক্টোপাসটি। বারবার নিজে থেকেই ডাইভারের হাতের মুঠোয় ধরা দিচ্ছিল সে। মাথায় আদর করে তার সঙ্গে খেলা করছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত নিজের সবগুলো শুঁড় বের করে তাঁর হাতের ওপর বসেছিল অক্টোপাসটি।
টুইটার ব্যবহারকারীরা এই দৃশ্য দেখে খুব আনন্দিত। একজন লিখেছেন, ‘অক্টোপাস তাকে আলিঙ্গন করেছে!!! এটি আমার বেশ লেগেছে।’ অপর একজন বলেছেন, ‘অক্টোপাস হাতের তালুতে মাথা ঘষেছে।’
শেয়ার করার পর ভিডিওটি দেখেছে প্রায় ৭০ লাখ মানুষ। লাইক পেয়েছে প্রায় ৩ লাখ। আর পোস্টটি ৪১ হাজারের বেশি রিটুইট করা হয়েছে।
সমুদ্রের তলদেশে থাকা নানা ধরনের জলজ প্রাণীর বিষয়ে কৌতূহলী মানুষ। তাদের সঙ্গে একটু ভাবের আদান-প্রদানেও আগ্রহী থাকেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অক্টোপাস। এর আগেও অক্টোপাসের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রপ্রেমীদের মনে এমনিতেও তলদেশ নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়া নীল জলের অতলে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তার টানে ছুটে যান অনেকে। বিভিন্ন দেশে স্কুবা ডাইভিং করা এখন পর্যটকদের ট্রেন্ড। আর সেই স্কুবা করতে নেমেই সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলায় মাতেন এক ডাইভার।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি অক্টোপাসের সঙ্গে খেলা করছেন এক স্কুবা ডাইভার। বুইটেঞ্জেবিয়েডেন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ছোট্ট অক্টোপাসটি ভীষণ আমুদে, শেষ পর্যন্ত দেখুন।’
ভিডিওতে দেখা যায়, সাধারণ অক্টোপাসের তুলনায় বেশ ছোট এই অক্টোপাসটি। বারবার নিজে থেকেই ডাইভারের হাতের মুঠোয় ধরা দিচ্ছিল সে। মাথায় আদর করে তার সঙ্গে খেলা করছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত নিজের সবগুলো শুঁড় বের করে তাঁর হাতের ওপর বসেছিল অক্টোপাসটি।
টুইটার ব্যবহারকারীরা এই দৃশ্য দেখে খুব আনন্দিত। একজন লিখেছেন, ‘অক্টোপাস তাকে আলিঙ্গন করেছে!!! এটি আমার বেশ লেগেছে।’ অপর একজন বলেছেন, ‘অক্টোপাস হাতের তালুতে মাথা ঘষেছে।’
শেয়ার করার পর ভিডিওটি দেখেছে প্রায় ৭০ লাখ মানুষ। লাইক পেয়েছে প্রায় ৩ লাখ। আর পোস্টটি ৪১ হাজারের বেশি রিটুইট করা হয়েছে।
সমুদ্রের তলদেশে থাকা নানা ধরনের জলজ প্রাণীর বিষয়ে কৌতূহলী মানুষ। তাদের সঙ্গে একটু ভাবের আদান-প্রদানেও আগ্রহী থাকেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অক্টোপাস। এর আগেও অক্টোপাসের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

চীনা নববর্ষের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাধারণ আহ্বান মুহূর্তেই রূপ নিয়েছিল বিশাল জনসমাগম ও গ্রামীণ উৎসবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের হেচুয়ান অঞ্চলের চিংফু গ্রামে। ২০ বছর বয়সী এক তরুণী দাইদাই চীনা টিকটকে সহায়তার আবেদন জানান। তিনি জানান, তাঁর বাবা বয়সের কারণে...
৪ ঘণ্টা আগে
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
৬ ঘণ্টা আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৭ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে