অনলাইন ডেস্ক
ব্যস্ত এক সড়কে গাড়িগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কারণ কোথা থেকে যেন রাস্তায় হাজির হয়ে গিয়েছিল একটি ভালুক। এমন কাণ্ড ঘটে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে।
মঙ্গলবার, ১৪ মে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিউহল অ্যাভিনিউর কাছে ১৪ ফ্রিওয়ে। দিনের ব্যস্ততম সময়, সড়কটিতে প্রচুর গাড়ির ভিড়। কিন্তু ঠিক তখনই যানবাহনের চালক ও যাত্রীদের চমকে দিয়ে হেলতে-দুলতে রাস্তাটিতে উঠে আসে একটি ভালুক। ভিডিওতে দেখা যায়, ফ্রিওয়েতে যানবাহনের সামনে দিয়ে খুব ধীরেসুস্থে হেঁটে যাচ্ছে প্রাণীটি। সারি সারি গাড়ি দেখেও বিন্দুমাত্র বিকার ছিল না এর। তারপর অবশ্য এটি রাস্তা পেরিয়ে পাহাড়ের দিকে চলে যায়।
ঘটনাটির ভিডিও করা ড্যান কেনস জানান, ভালুকটির আচরণ উপস্থিত গাড়িচালকদের মধ্যে এর সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। ‘দেখে মনে হচ্ছিল এটি হাইবারনেশন বা শীতনিদ্রা থেকে কেবল জেগে উঠেছে। একে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত এবং কিছুটা বিভ্রান্ত বলে মনে হয়েছে।’ এবিসি নিউজকে ইমেইলে বলেন তিনি।
রাস্তায় অপ্রত্যাশিত এই বাধা সত্ত্বেও ভালুকটা রাস্তা পেরোনোর সময় গাড়িচালকেরা খুব ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন বলে জানান কেনস।
ব্যস্ত এক সড়কে গাড়িগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কারণ কোথা থেকে যেন রাস্তায় হাজির হয়ে গিয়েছিল একটি ভালুক। এমন কাণ্ড ঘটে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়।
এ তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে।
মঙ্গলবার, ১৪ মে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিউহল অ্যাভিনিউর কাছে ১৪ ফ্রিওয়ে। দিনের ব্যস্ততম সময়, সড়কটিতে প্রচুর গাড়ির ভিড়। কিন্তু ঠিক তখনই যানবাহনের চালক ও যাত্রীদের চমকে দিয়ে হেলতে-দুলতে রাস্তাটিতে উঠে আসে একটি ভালুক। ভিডিওতে দেখা যায়, ফ্রিওয়েতে যানবাহনের সামনে দিয়ে খুব ধীরেসুস্থে হেঁটে যাচ্ছে প্রাণীটি। সারি সারি গাড়ি দেখেও বিন্দুমাত্র বিকার ছিল না এর। তারপর অবশ্য এটি রাস্তা পেরিয়ে পাহাড়ের দিকে চলে যায়।
ঘটনাটির ভিডিও করা ড্যান কেনস জানান, ভালুকটির আচরণ উপস্থিত গাড়িচালকদের মধ্যে এর সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। ‘দেখে মনে হচ্ছিল এটি হাইবারনেশন বা শীতনিদ্রা থেকে কেবল জেগে উঠেছে। একে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত এবং কিছুটা বিভ্রান্ত বলে মনে হয়েছে।’ এবিসি নিউজকে ইমেইলে বলেন তিনি।
রাস্তায় অপ্রত্যাশিত এই বাধা সত্ত্বেও ভালুকটা রাস্তা পেরোনোর সময় গাড়িচালকেরা খুব ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন বলে জানান কেনস।
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
২ দিন আগেঅনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
২ দিন আগেদাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
৬ দিন আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
৭ দিন আগে