
গিনেস বুকে নাম তোলার জন্য মানুষ কত কীই না করে। ইতালীয় এই ভদ্রলোকের কথাই ধরুন, রীতিমতো তিনটি উড়োজাহাজ তিনি টেনে নিয়ে গেছেন। তা–ও হাতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এ কাণ্ড করেন তিনি। অবশ্য কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এর মাধ্যমে সত্যি পুরোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ইতালির আসতির ক্যাস্তেলনুভো ডন বসকোদ নামের জায়গায় তিনটি হালকা উড়োজাহাজ টেনে নেওয়ার এ প্রচেষ্টায় সফল হন তিনি। তাঁর শরীরের সঙ্গে বাঁধা দড়ির আরেক প্রান্ত বাঁধা ছিল উড়োজাহাজের সঙ্গে। মাতেও পাভেনো নামের এই ব্যক্তি জানান কয়েকটি দুর্ঘটনা ও শরীরে আঘাতের কারণে রাগবি খেলা ছেড়ে দেওয়ার পর এ ধরনের অস্বাভাবিক কাজ বা রেকর্ড গড়ার দিকে মনোযোগ দেন।
‘এগুলোর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল শরীরের পেছনে একটি ক্ষত,’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন পাভেনো, ‘চিকিৎসকেরা বলেছিলেন আমি আর কখনো কোনো ধরনের খেলায় অংশ নিতে পারবেন না। তবে তাঁরা ভুল করেছিলেন।’
রেকর্ড গড়ার এই চেষ্টার আগে যোগব্যায়াম, হার্ট ও শরীরের শক্তি বৃদ্ধি হয় এমন নানা ধরনের ব্যায়াম করেন। পাভেনা জানান নিজের রেকর্ডটি ভাঙার পরিকল্পনা করছেন এখন তিনি।
‘আমি এই রেকর্ড গড়ে গর্বিত,’ বলেন তিনি, ‘তবে চূড়ান্ত ফলাফল নিয়ে আমি খুব সন্তুষ্ট নই। আমি মনে করি চারটি কিংবা তার চেয়ে বেশি উড়োজাহাজ টেনে নেওয়া সম্ভব আমার পক্ষে। কাজেই আমি চেষ্টা চালিয়ে যাব।’

গিনেস বুকে নাম তোলার জন্য মানুষ কত কীই না করে। ইতালীয় এই ভদ্রলোকের কথাই ধরুন, রীতিমতো তিনটি উড়োজাহাজ তিনি টেনে নিয়ে গেছেন। তা–ও হাতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এ কাণ্ড করেন তিনি। অবশ্য কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এর মাধ্যমে সত্যি পুরোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ইতালির আসতির ক্যাস্তেলনুভো ডন বসকোদ নামের জায়গায় তিনটি হালকা উড়োজাহাজ টেনে নেওয়ার এ প্রচেষ্টায় সফল হন তিনি। তাঁর শরীরের সঙ্গে বাঁধা দড়ির আরেক প্রান্ত বাঁধা ছিল উড়োজাহাজের সঙ্গে। মাতেও পাভেনো নামের এই ব্যক্তি জানান কয়েকটি দুর্ঘটনা ও শরীরে আঘাতের কারণে রাগবি খেলা ছেড়ে দেওয়ার পর এ ধরনের অস্বাভাবিক কাজ বা রেকর্ড গড়ার দিকে মনোযোগ দেন।
‘এগুলোর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল শরীরের পেছনে একটি ক্ষত,’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন পাভেনো, ‘চিকিৎসকেরা বলেছিলেন আমি আর কখনো কোনো ধরনের খেলায় অংশ নিতে পারবেন না। তবে তাঁরা ভুল করেছিলেন।’
রেকর্ড গড়ার এই চেষ্টার আগে যোগব্যায়াম, হার্ট ও শরীরের শক্তি বৃদ্ধি হয় এমন নানা ধরনের ব্যায়াম করেন। পাভেনা জানান নিজের রেকর্ডটি ভাঙার পরিকল্পনা করছেন এখন তিনি।
‘আমি এই রেকর্ড গড়ে গর্বিত,’ বলেন তিনি, ‘তবে চূড়ান্ত ফলাফল নিয়ে আমি খুব সন্তুষ্ট নই। আমি মনে করি চারটি কিংবা তার চেয়ে বেশি উড়োজাহাজ টেনে নেওয়া সম্ভব আমার পক্ষে। কাজেই আমি চেষ্টা চালিয়ে যাব।’

ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৭ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৮ দিন আগে
জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি।
১১ দিন আগে