Ajker Patrika

বাসে ভিড়ের মধ্যে দুই সিটে ঘুমন্ত কুকুর, ভিডিও ভাইরাল 

বাসে ভিড়ের মধ্যে দুই সিটে ঘুমন্ত কুকুর, ভিডিও ভাইরাল 

বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।

স্টেফানো এস ম্যাগি নামের এক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘যদিও বাসটিতে ভিড় ছিল অনেক বেশি, তবু কেউ কুকুরটির শান্তি নষ্ট করে তাকে ঘুম থেকে তোলেনি।’ এ জন্য বাসযাত্রীরা ‘নেটিজেনদের’ প্রচুর বাহবা কুড়িয়েছেন।

এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কুকুরটিকে শান্তিতে ঘুমাতে দিন, জগতের প্রত্যেকটি ঘুমন্ত প্রাণীকে শান্তিতে ঘুমাতে দিন’। আরেকজন বলেন, ‘ভয়াবহতার এই যুগে এসব দেখলে মানবতার প্রতি বিশ্বাস ফিরে আসে’।

আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা কুকুরটিকে বিরক্ত না করে তাকে জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের স্যালুট জানাই’।

ইন্টারনেটে পশুপাখিদের নিয়ে এমন সুন্দর ভিডিওর অভাব নেই। এর আগে ইনস্টাগ্রামে এক ভিডিও ছড়িয়েছিল, যেখানে কুকুরকে তার প্রভু গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপিসহ ১০ দলের জোট ঘোষণা করলেন জামায়াতের আমির

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ