
প্রতি ঈদের মতো এবারও একই চিত্র—সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা—‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘উৎসব’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। প্রতিটি সিনেমাই কমবেশি দর্শক টানছে। তারকারাও হলে হলে যাচ্ছেন, দর্শকদের সঙ্গে সিনেমা দেখছেন, কথা বলছেন।

পোস্টার, টিজার ও গান প্রকাশ হলেও ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে ‘তাণ্ডব’। সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ না করায় সমালোচনা করেছিলেন অনেকে। অবশেষে প্রকাশ পেল ট্রেলার। সিনেমার ট্রেলার সাধারণত ২ থেকে ৩ মিনিটের হলেও তাণ্ডবের ট্রেলার ভিডিও মাত্র ৫৬ সেকেন্ডের।

ঈদে মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমায় রয়েছে অ্যাকশনের আধিপত্য। রুপালি পর্দার নায়কেরা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে আছেন নায়িকারাও। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় পুলিশ কর্মকর্তা হয়ে খুনের রহস্য উন্মোচন করতে নামেন বাঁধন।

তাণ্ডব সাবিলা নূরের প্রথম কমার্শিয়াল সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন শাকিব খানকে। তারপরেও তাণ্ডব মুক্তির আগে নার্ভাস ছিলেন সাবিলা। তাইতো প্রথম দিনেই ছুটে গিয়েছিলেন হলে।