
ঈদ মানেই শাকিব খানের সিনেমা। এই রোজার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের দুটি সিনেমা। একটি মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, অন্যটি ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। এর মধ্যেই কোরবানির ঈদের জন্য নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং শুরু করেছেন তিনি। গতকাল শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় তাণ্ডব সিনেমায় শাকিব খানের ফার্স্টলুক।
ইদানীং শাকিব খানের সিনেমা মানেই অ্যাকশন। পোস্টারে তাঁর হাতে পিস্তল কিংবা মুখে সিগারেট কমন বিষয়। তাণ্ডবের ফার্স্টলুকও ব্যতিক্রম নয়। পোস্টারে দেখা গেল, শাকিবের চারপাশে আগুন জ্বলছে। ছোট চুল, ঠোঁটে সিগারেট, হাতে পিস্তল নিয়ে তাকিয়ে আছেন সোজাসুজি। তাণ্ডব পরিচালনা করছেন রায়হান রাফী। এর আগে শাকিব খানকে নিয়ে রাফী বানিয়েছিলেন ‘তুফান’।
তুফানের মতো তাণ্ডবও যে অ্যাকশন ঘরানায় নির্মিত হচ্ছে তা স্পষ্ট। পোস্টারে সেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় তাণ্ডবের পোস্টার প্রকাশের পর থেকে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা যাচ্ছে। অনেকেই শাকিব খানের লুকের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের মিল খুঁজে পাচ্ছেন। প্রতি সিনেমায় শাকিবের মুখে সিগারেট আর পিস্তলের বিষয়টিও নজর এড়ায়নি নেটিজেনদের।
তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে কে থাকছেন তা এখনো ঘোষণা করা হয়নি। বছরের শুরুতে শোনা গিয়েছিল, এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন জয়া আহসান। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কয়েক দিন আগে গুঞ্জন ওঠে, এ সিনেমায় শাকিবের নায়িকা হবেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।
বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তবে তিনি নিশ্চিত করেছেন, তাণ্ডবে শাকিবের সঙ্গে দেখা যাবে দুজন নায়িকাকে। নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, রোজার ঈদের পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে নায়িকার নাম।

ঈদ মানেই শাকিব খানের সিনেমা। এই রোজার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের দুটি সিনেমা। একটি মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, অন্যটি ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। এর মধ্যেই কোরবানির ঈদের জন্য নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং শুরু করেছেন তিনি। গতকাল শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় তাণ্ডব সিনেমায় শাকিব খানের ফার্স্টলুক।
ইদানীং শাকিব খানের সিনেমা মানেই অ্যাকশন। পোস্টারে তাঁর হাতে পিস্তল কিংবা মুখে সিগারেট কমন বিষয়। তাণ্ডবের ফার্স্টলুকও ব্যতিক্রম নয়। পোস্টারে দেখা গেল, শাকিবের চারপাশে আগুন জ্বলছে। ছোট চুল, ঠোঁটে সিগারেট, হাতে পিস্তল নিয়ে তাকিয়ে আছেন সোজাসুজি। তাণ্ডব পরিচালনা করছেন রায়হান রাফী। এর আগে শাকিব খানকে নিয়ে রাফী বানিয়েছিলেন ‘তুফান’।
তুফানের মতো তাণ্ডবও যে অ্যাকশন ঘরানায় নির্মিত হচ্ছে তা স্পষ্ট। পোস্টারে সেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় তাণ্ডবের পোস্টার প্রকাশের পর থেকে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা যাচ্ছে। অনেকেই শাকিব খানের লুকের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের মিল খুঁজে পাচ্ছেন। প্রতি সিনেমায় শাকিবের মুখে সিগারেট আর পিস্তলের বিষয়টিও নজর এড়ায়নি নেটিজেনদের।
তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে কে থাকছেন তা এখনো ঘোষণা করা হয়নি। বছরের শুরুতে শোনা গিয়েছিল, এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন জয়া আহসান। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কয়েক দিন আগে গুঞ্জন ওঠে, এ সিনেমায় শাকিবের নায়িকা হবেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।
বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তবে তিনি নিশ্চিত করেছেন, তাণ্ডবে শাকিবের সঙ্গে দেখা যাবে দুজন নায়িকাকে। নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, রোজার ঈদের পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে নায়িকার নাম।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১ দিন আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে