Ajker Patrika

বন্য হাতির আক্রমণে ব্যাহত সজল-বুবলীর শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সজল ও বুবলী। ছবি: সংগৃহীত
সজল ও বুবলী। ছবি: সংগৃহীত

বড় পর্দায় প্রথমবার জুটি হয়ে আসছেন আব্দুন নূর সজল ও শবনম বুবলী। শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় চলছে এই জুটির প্রথম সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিং। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের মুখে পড়েছিলেন বলে জানালেন সজল। তবে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

আজ বুধবার স্থানীয় ভূমি অফিসে শুটিংয়ের সময়ের একটি ভিডিও শেয়ার করে এই তথ্য জানিয়েছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, বন্য হাতির আক্রমণে ভূমি অফিসের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সজল বলেন, ‘আমাদের সেটে গতকাল (মঙ্গলবার) ৮-৯টা বন্য হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে হাতিগুলোকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারও।’

অ্যাকশন-রোমান্টিক ঘরানায় শাপলা শালুক সিনেমাটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এটি নির্মাতার প্রথম সিনেমা। সিনেমার গল্প নিয়ে সজল বলেন, ‘এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সব কটি চরিত্রই খুব চ্যালেঞ্জিং। সাধারণ, চিরচেনা কোনো চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। তাই ১০-১৫ দিনের একটি রিহার্সালেও অংশ নিয়েছি। আশা করি ভালো কিছু হবে।’

সজল-বুবলী ছাড়া শাপলা শালুক সিনেমায় আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত