বিনোদন প্রতিবেদক, ঢাকা

বড় পর্দায় প্রথমবার জুটি হয়ে আসছেন আব্দুন নূর সজল ও শবনম বুবলী। শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় চলছে এই জুটির প্রথম সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিং। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের মুখে পড়েছিলেন বলে জানালেন সজল। তবে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
আজ বুধবার স্থানীয় ভূমি অফিসে শুটিংয়ের সময়ের একটি ভিডিও শেয়ার করে এই তথ্য জানিয়েছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, বন্য হাতির আক্রমণে ভূমি অফিসের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সজল বলেন, ‘আমাদের সেটে গতকাল (মঙ্গলবার) ৮-৯টা বন্য হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে হাতিগুলোকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারও।’
অ্যাকশন-রোমান্টিক ঘরানায় শাপলা শালুক সিনেমাটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এটি নির্মাতার প্রথম সিনেমা। সিনেমার গল্প নিয়ে সজল বলেন, ‘এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সব কটি চরিত্রই খুব চ্যালেঞ্জিং। সাধারণ, চিরচেনা কোনো চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। তাই ১০-১৫ দিনের একটি রিহার্সালেও অংশ নিয়েছি। আশা করি ভালো কিছু হবে।’
সজল-বুবলী ছাড়া শাপলা শালুক সিনেমায় আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।

বড় পর্দায় প্রথমবার জুটি হয়ে আসছেন আব্দুন নূর সজল ও শবনম বুবলী। শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় চলছে এই জুটির প্রথম সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিং। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের মুখে পড়েছিলেন বলে জানালেন সজল। তবে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
আজ বুধবার স্থানীয় ভূমি অফিসে শুটিংয়ের সময়ের একটি ভিডিও শেয়ার করে এই তথ্য জানিয়েছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, বন্য হাতির আক্রমণে ভূমি অফিসের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সজল বলেন, ‘আমাদের সেটে গতকাল (মঙ্গলবার) ৮-৯টা বন্য হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে হাতিগুলোকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারও।’
অ্যাকশন-রোমান্টিক ঘরানায় শাপলা শালুক সিনেমাটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এটি নির্মাতার প্রথম সিনেমা। সিনেমার গল্প নিয়ে সজল বলেন, ‘এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সব কটি চরিত্রই খুব চ্যালেঞ্জিং। সাধারণ, চিরচেনা কোনো চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। তাই ১০-১৫ দিনের একটি রিহার্সালেও অংশ নিয়েছি। আশা করি ভালো কিছু হবে।’
সজল-বুবলী ছাড়া শাপলা শালুক সিনেমায় আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৩ ঘণ্টা আগে