Ajker Patrika

এবার টিভিতে শাকিব খানের ‘দরদ’

বিনোদন প্রতিবেদক,ঢাকা 
আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৯: ৫২
‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: সংগৃহীত
‘দরদ’ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত ‘দরদ’। নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি, তেলুগুসহ পাঁচটি ভাষায় ভারতে মুক্তি পাবে সিনেমাটি। তা আর হয়নি। ভারতে মুক্তির আগেই চলতি বছরের শুরুতে দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় সিনেমাটি। ওটিটিতে মুক্তির তিন মাস পর গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আলোর মুখ দেখে দরদ। এবার সিনেমাটি দেখা যাবে বাংলাদেশের টিভি চ্যানেলে।

প্রতি ঈদেই বাংলাদেশের সিনেমার টিভি প্রিমিয়ারের আয়োজন করে চ্যানেল আই। এবারও বেশ কয়েকটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আয়োজন করেছে চ্যানেলটি। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটি প্রচারিত হবে দরদ।

সাইকো থ্রিলার গল্পে নির্মিত হয়েছে দরদ। সিনেমার কাহিনি দুলু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে। সে একজন সাধারণ মানুষ, স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। তার স্ত্রী ফাতিমা সিনেমার নায়ক সরফরাজ খানের বিশাল ভক্ত। একদিন সরফরাজের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এরপর দুলু মিয়া হয়ে উঠে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় সাইকো হয়ে উঠে।

এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

৫০ হাজার টাকা বিনিয়োগ ছাড়াই আইপিও আবেদনের সুপারিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত