বিনোদন প্রতিবেদক, ঢাকা

এই ঈদে মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমায় রয়েছে অ্যাকশনের আধিপত্য। রুপালি পর্দার নায়কেরা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে আছেন নায়িকারাও। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় পুলিশ কর্মকর্তা হয়ে খুনের রহস্য উন্মোচন করতে নামেন বাঁধন। অস্ত্র হাতে ছুটছেন অপরাধীদের পেছনে। গতকাল ঈদের দিন ‘এশা মার্ডা’র দেখতে হলে গিয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। এ সময় বাঁধনের প্রশংসা করেন সিনেমার অভিনেতা ফারুক আহমেদ। পাশাপাশি নারীপ্রধান গল্পের সিনেমা নির্মাণের জন্য বাহবা দেন নির্মাতা সানী সানোয়ারকে।
ফারুক আহমেদ বলেন, ‘ঈদে যে কটি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে শুধু এশা মার্ডার সিনেমাটি নারীপ্রধান চরিত্র। সেখানে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সেটি ইচ্ছা করলেও পুরুষ কাউকে দিয়ে করানো যেত। নির্মাতা সানী সানোয়ার বাঁধনকে নিয়ে সিনেমাটি করে সাহসিকতার পরিচয় দিয়েছে। খুব সুন্দর গল্পের সিনেমা। বাঁধন খুব ভালো করেছে। আমার কাছে মনে হয়েছে সে ১০০তে ২০০। বাকিরাও গল্পের চাহিদা অনুযায়ী ভালো অভিনয় করেছে। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একবার কেউ দেখা শুরু করলে না শেষ করে উঠবে না।’
বাঁধন বলেন, ‘আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি। বাংলাদেশে ওই অর্থে নারীপ্রধান গল্প হয় না। আর হলেও ঈদের সময় রিলিজ হওয়ার প্রশ্নই ওঠে না। সে ক্ষেত্রে নির্মাতা ও প্রযোজককে অনেক ধন্যবাদ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি দর্শক নিরাশ হবেন না। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ করছি। ‘এশা মার্ডার’ সফল হলে এ ধরনের ভালো গল্পের সিনেমা বানানোর উৎসাহ পাবেন।’

‘এশা মার্ডার’ সিনেমায় প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নারী পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেও নিয়েছেন পরামর্শ। এ নিয়ে বাঁধন বলেন, ‘আমি বিভিন্ন ধরনের চরিত্র এক্সপ্লোর করতে চাই। এ কারণেই পুলিশের চরিত্রে অভিনয় করা। ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যেও দর্শক হলে এসেছেন সেটা খুব বড় ব্যাপার। অন্যান্য সিনেমার সঙ্গে এশা মার্ডারও দেখছেন তাঁরা। আমি সত্যিই দর্শকের কাছে কৃতজ্ঞ।’
‘এশা মার্ডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ, সরকার রওনক রিপন, হাসনাত রিপন, তানভীর মাসুদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও বিঞ্জ।

এই ঈদে মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমায় রয়েছে অ্যাকশনের আধিপত্য। রুপালি পর্দার নায়কেরা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে আছেন নায়িকারাও। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় পুলিশ কর্মকর্তা হয়ে খুনের রহস্য উন্মোচন করতে নামেন বাঁধন। অস্ত্র হাতে ছুটছেন অপরাধীদের পেছনে। গতকাল ঈদের দিন ‘এশা মার্ডা’র দেখতে হলে গিয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। এ সময় বাঁধনের প্রশংসা করেন সিনেমার অভিনেতা ফারুক আহমেদ। পাশাপাশি নারীপ্রধান গল্পের সিনেমা নির্মাণের জন্য বাহবা দেন নির্মাতা সানী সানোয়ারকে।
ফারুক আহমেদ বলেন, ‘ঈদে যে কটি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে শুধু এশা মার্ডার সিনেমাটি নারীপ্রধান চরিত্র। সেখানে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সেটি ইচ্ছা করলেও পুরুষ কাউকে দিয়ে করানো যেত। নির্মাতা সানী সানোয়ার বাঁধনকে নিয়ে সিনেমাটি করে সাহসিকতার পরিচয় দিয়েছে। খুব সুন্দর গল্পের সিনেমা। বাঁধন খুব ভালো করেছে। আমার কাছে মনে হয়েছে সে ১০০তে ২০০। বাকিরাও গল্পের চাহিদা অনুযায়ী ভালো অভিনয় করেছে। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একবার কেউ দেখা শুরু করলে না শেষ করে উঠবে না।’
বাঁধন বলেন, ‘আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি। বাংলাদেশে ওই অর্থে নারীপ্রধান গল্প হয় না। আর হলেও ঈদের সময় রিলিজ হওয়ার প্রশ্নই ওঠে না। সে ক্ষেত্রে নির্মাতা ও প্রযোজককে অনেক ধন্যবাদ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি দর্শক নিরাশ হবেন না। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ করছি। ‘এশা মার্ডার’ সফল হলে এ ধরনের ভালো গল্পের সিনেমা বানানোর উৎসাহ পাবেন।’

‘এশা মার্ডার’ সিনেমায় প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নারী পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেও নিয়েছেন পরামর্শ। এ নিয়ে বাঁধন বলেন, ‘আমি বিভিন্ন ধরনের চরিত্র এক্সপ্লোর করতে চাই। এ কারণেই পুলিশের চরিত্রে অভিনয় করা। ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যেও দর্শক হলে এসেছেন সেটা খুব বড় ব্যাপার। অন্যান্য সিনেমার সঙ্গে এশা মার্ডারও দেখছেন তাঁরা। আমি সত্যিই দর্শকের কাছে কৃতজ্ঞ।’
‘এশা মার্ডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ, সরকার রওনক রিপন, হাসনাত রিপন, তানভীর মাসুদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও বিঞ্জ।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৫ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৫ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৭ ঘণ্টা আগে