
ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করা যাবে। এটি বহুল প্রতীক্ষিত ফিচার। কারণ এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যেত। কারণ ইনস্টাগ্রামের প্রোফাইল, প্রোফাইল আইকন ও ফলোয়ারদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল থ্রেডসের সঙ্গে।
ফিচারটি ব্যবহারের জন্য থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে ও সক্রিয় থ্রেড অ্যাকাউন্ট থাকতে হবে।
ইনস্টাগ্রাম ছাড়াই থ্রেডস অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ বা ডিলট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে–
১. প্রথমেই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে।
২. এরপর থ্রেডসের সেটিংসে যেতে হবে।
৩. ‘ডিলিট বা ডিঅ্যাক্টিভেট প্রোফাইল’ নামের অপশন খুঁজে বের করুন।
নতুন ডিলিট বা ডিঅ্যাক্টিভ পেজে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করার যাবতীয় তথ্য থাকবে। এই পেজে ডিলিট ও ডিঅ্যাক্টিভ- দুটি অপশন থাকবে। এর মধ্য থেকে পছন্দমত যেকোনো একটি বাছাই করা যাবে।
কিছু সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্টে এই ফিচার পাওয়া যাচ্ছে। থ্রেডসের নতুন ফিচার ধীরে ধীরে সব গ্রাহকের কাছে পৌঁছাবে। এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
এই বছরের জুলাইতে টুইটারের আদলে থ্রেডস নিয়ে আসে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেইম দিয়ে ব্যবহারকারীদের থ্রেডস অ্যাপে লগইন করার সুযোগ দেয়া হয়েছিল।
গত অক্টোবরে এডিট বাটন আনা হয় থ্রেডস প্ল্যাটফর্মে। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যায়। ফিচারটি আসার আগে কোনো পরিবর্তন করতে চাইলে পুরো পোস্টটি ডিলিট করে পুনরায় পোস্ট (রিপোস্ট) করতে হতো। তবে পোস্ট এডিট করার হিস্ট্রি থ্রেডস দেখাবে না।

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করা যাবে। এটি বহুল প্রতীক্ষিত ফিচার। কারণ এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যেত। কারণ ইনস্টাগ্রামের প্রোফাইল, প্রোফাইল আইকন ও ফলোয়ারদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল থ্রেডসের সঙ্গে।
ফিচারটি ব্যবহারের জন্য থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে ও সক্রিয় থ্রেড অ্যাকাউন্ট থাকতে হবে।
ইনস্টাগ্রাম ছাড়াই থ্রেডস অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ বা ডিলট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে–
১. প্রথমেই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে।
২. এরপর থ্রেডসের সেটিংসে যেতে হবে।
৩. ‘ডিলিট বা ডিঅ্যাক্টিভেট প্রোফাইল’ নামের অপশন খুঁজে বের করুন।
নতুন ডিলিট বা ডিঅ্যাক্টিভ পেজে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করার যাবতীয় তথ্য থাকবে। এই পেজে ডিলিট ও ডিঅ্যাক্টিভ- দুটি অপশন থাকবে। এর মধ্য থেকে পছন্দমত যেকোনো একটি বাছাই করা যাবে।
কিছু সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্টে এই ফিচার পাওয়া যাচ্ছে। থ্রেডসের নতুন ফিচার ধীরে ধীরে সব গ্রাহকের কাছে পৌঁছাবে। এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
এই বছরের জুলাইতে টুইটারের আদলে থ্রেডস নিয়ে আসে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেইম দিয়ে ব্যবহারকারীদের থ্রেডস অ্যাপে লগইন করার সুযোগ দেয়া হয়েছিল।
গত অক্টোবরে এডিট বাটন আনা হয় থ্রেডস প্ল্যাটফর্মে। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যায়। ফিচারটি আসার আগে কোনো পরিবর্তন করতে চাইলে পুরো পোস্টটি ডিলিট করে পুনরায় পোস্ট (রিপোস্ট) করতে হতো। তবে পোস্ট এডিট করার হিস্ট্রি থ্রেডস দেখাবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই-এর চ্যাটবট চ্যাটজিপিটির কাছে স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন অনেকেই করে থাকেন। তবে সেই স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ মানার বিষয়ে ওপেনএআই অনেকবারই সতর্ক করেছে। তবে স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের চাহিদা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকায় এবার নতুন এক সেবা নিয়েছে ওপেনএআই।
২ দিন আগে
উবার তাদের বৈশ্বিক রাইড-শেয়ার প্ল্যাটফর্মে যুক্ত করতে যাচ্ছে নতুন প্রজন্মের কাস্টম রোবোট্যাক্সি। সোমবার লাস ভেগাসে এই স্বচালিত যান উন্মোচন করে প্রতিষ্ঠানটি। গুগল-মালিকানাধীন ওয়েমোর ঘাঁটি সান ফ্রান্সিসকো থেকেই রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা করেছে উবার।
৩ দিন আগে
একটা সময় ছিল, যখন প্রযুক্তি মানে ছিল শুধু যন্ত্র। আজ সেই ধারণা বদলে গেছে। প্রযুক্তি এখন আমাদের সঙ্গী, সহকর্মী, এমনকি কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণকারীও। ঘুম ভাঙা থেকে শুরু করে অফিসের কাজ, চিকিৎসা, পড়াশোনা, কেনাকাটা—সবখানেই এখন প্রযুক্তির ছোঁয়া।
৪ দিন আগে
বাড়িতে পোষা প্রাণী রাখা অনেকের শখ। তবে নানা প্রতিকূলতার কারণে তা পূরণ করা সম্ভব হয় না। এসব প্রতিকূলতা দূর করতে বাজারে এসেছে বিশেষ ধরনের গ্যাজেট, যেগুলো এখন প্রাণী পোষা আরও সহজ করে তুলছে।
৪ দিন আগে