প্রযুক্তি ডেস্ক

অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারের অ্যাপ সরিয়ে ফেলার হুমকি দিয়েছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি টুইটারে তারা বিজ্ঞাপনের পরিমাণও কমিয়েছে বলে অভিযোগ করেছেন ইলন মাস্ক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন পরিকল্পনার জের ধরে অনেক কোম্পানিই টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। একই কারণে অ্যাপলের সঙ্গেও বিরোধ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাস্ক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে টুইটারের আয় অনেক কমেছে। এর পেছনে সমালোচকেরা দায়ী। সমালোচকদের চাপেই বিজ্ঞাপন দাতারা টুইটার থেকে সরে এসেছে।’
গত ২৮ নভেম্বর ইলন মাস্ক তার টুইটার হ্যান্ডলে অনেকগুলো পোস্ট করেন। পোস্টগুলোতে তিনি অ্যাপলকে ‘গোপনীয়তার’ জন্য অভিযুক্ত করে এর নীতির সমালোচনা করেন। এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘টুইটারে বিজ্ঞাপন প্রায় বন্ধ করে দিয়েছে অ্যাপল। তারা কি যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতা ঘৃণা করে?’ আরেক টুইটে তিনি সরাসরি অ্যাপলের সিইও টিম কুককে ট্যাগ করে জিজ্ঞেস করেন, ‘এখানে কী হচ্ছে টিম কুক?’
এর আগে টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালুর মাধ্যমে টুইটারের আয় বাড়ানোর কথা জানান ইলন মাস্ক। তবে বর্তমানে টুইটারের আয়ের সিংহভাগই বিজ্ঞাপন থেকে আসে বলেও জানান তিনি।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল টুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে টুইটারে বিজ্ঞাপনের পেছনে ৪ কোটি ৮ লাখ ডলার খরচ করেছে অ্যাপল।
গত বছর অ্যাপ স্টোর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘পারলার’ অ্যাপ স্থগিত অ্যাপল। কারণ হিসেবে অ্যাপল জানিয়েছিল, প্ল্যাটফর্মটি ঘৃণাবাচক বক্তব্য অপসারণে যথেষ্ট কাজ করেনি। পরে নীতিতে পরিবর্তন আনে পারলার। ফলে অ্যাপলের অ্যাপ স্টোরে আবার জায়গা পায় অ্যাপটি।

অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারের অ্যাপ সরিয়ে ফেলার হুমকি দিয়েছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি টুইটারে তারা বিজ্ঞাপনের পরিমাণও কমিয়েছে বলে অভিযোগ করেছেন ইলন মাস্ক।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন পরিকল্পনার জের ধরে অনেক কোম্পানিই টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। একই কারণে অ্যাপলের সঙ্গেও বিরোধ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাস্ক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে টুইটারের আয় অনেক কমেছে। এর পেছনে সমালোচকেরা দায়ী। সমালোচকদের চাপেই বিজ্ঞাপন দাতারা টুইটার থেকে সরে এসেছে।’
গত ২৮ নভেম্বর ইলন মাস্ক তার টুইটার হ্যান্ডলে অনেকগুলো পোস্ট করেন। পোস্টগুলোতে তিনি অ্যাপলকে ‘গোপনীয়তার’ জন্য অভিযুক্ত করে এর নীতির সমালোচনা করেন। এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘টুইটারে বিজ্ঞাপন প্রায় বন্ধ করে দিয়েছে অ্যাপল। তারা কি যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতা ঘৃণা করে?’ আরেক টুইটে তিনি সরাসরি অ্যাপলের সিইও টিম কুককে ট্যাগ করে জিজ্ঞেস করেন, ‘এখানে কী হচ্ছে টিম কুক?’
এর আগে টুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালুর মাধ্যমে টুইটারের আয় বাড়ানোর কথা জানান ইলন মাস্ক। তবে বর্তমানে টুইটারের আয়ের সিংহভাগই বিজ্ঞাপন থেকে আসে বলেও জানান তিনি।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল টুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে টুইটারে বিজ্ঞাপনের পেছনে ৪ কোটি ৮ লাখ ডলার খরচ করেছে অ্যাপল।
গত বছর অ্যাপ স্টোর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘পারলার’ অ্যাপ স্থগিত অ্যাপল। কারণ হিসেবে অ্যাপল জানিয়েছিল, প্ল্যাটফর্মটি ঘৃণাবাচক বক্তব্য অপসারণে যথেষ্ট কাজ করেনি। পরে নীতিতে পরিবর্তন আনে পারলার। ফলে অ্যাপলের অ্যাপ স্টোরে আবার জায়গা পায় অ্যাপটি।

কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
২ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৩ দিন আগে
দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা।
৩ দিন আগে
ইরানের চলমান বিক্ষোভ তীব্র হতে শুরু করলেই দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এরপরও ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক ব্যবহার করে অনেকে বিক্ষোভের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছিল।
৩ দিন আগে