অনলাইন ডেস্ক
জীবনের বিশেষ মুহূর্তগুলো আবার নতুন করে অনুভব করার জন্য পুরোনো স্মৃতিগুলো সামনে নিয়ে আসে ফেসবুক। এ জন্য প্ল্যাটফর্মটি ‘ফেসবুক মেমোরিজ’ ফিচার ব্যবহার করে। ফিচারটির মাধ্যমে এক বা একাধিক বছর আগের নির্দিষ্ট দিনে প্রকাশ করা বিভিন্ন পোস্ট গুলো (ছবি, ভিডিও, বা যেকোনো কনটেন্ট) দেখা যায়। তবে অনেক সময় নিউজ ফিড থেকে সেগুলো চলে যায়। তবে মেমোরিজ সেকশন থেকে সেগুলো পুনরায় দেখা যায়।
ফেসবুক মেমোরিজ যা যা দেখায়
সাধারণত প্রতি দিন একবার স্মৃতিগুলো তুলে ধরে মেমোরিজ। ফিচারটি এমন সব স্মৃতি নিয়ে সামনে নিয়ে আসে, যা আপনি শেয়ার করেছেন, অন্যরা আপনাকে ট্যাগ করেছে বা ফেসবুক বন্ধুত্বের বছরপূর্তি উপলক্ষে উদ্যাপন করা পোস্ট। এগুলো সাধারণত যেদিন পোস্ট করা হয়েছে সেই তারিখের ওপর ভিত্তি করে দেখায়। যত দিন আপনি ফেসবুক ব্যবহার করছেন, তত বছরের পুরোনো স্মৃতি দেখা যায়।
যদি আপনি কোনো দিনের মেমোরি না দেখতে পান, তবে তার মানে হল যে ওই দিনটি সম্পর্কিত অতীতের কোনো পোস্ট বা স্মৃতি ফেসবুকের কাছে নেই।
স্মার্টফোন অ্যাপ থেকে মেমোরি খুঁজে পাবেন যেভাবে
নিউজফিডে সাধারণত মেমোরি দেখতে পাবেন, তবে বহু বছরের পুরোনো মেমোরি দেখতে মেমোরি সেকশন-এ যেতে পারেন।
১. ফেসবুক অ্যাপটি খুলুন এবং ডিভাইসের ওপর বা নিচের দিকে থাকা মেনু আইকনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন ‘ইউওর শর্টকাট’ এর নিচে মেমোরি অপশন নির্বাচন করুন।
৩. যদি মেমোরি তালিকায় না দেখতে পান, তাহলে সেই সেকশনটি স্ক্রল করে নিচে চলে যান এবং ‘সি মোর"-এ ট্যাপ করুন। এরপর মেমোরি অপশনটি দেখানো হবে।
এরপর ‘অন দিস ডে’ সেকশনে সেই দিনের আগের বছরের স্মৃতি দেখতে পারবেন।
ফেসবুক মেমোরির সেটিংস পরিবর্তন
আপনি ফেসবুক মেমোরির নোটিফিকেশন কন্ট্রোল করতে পারেন এবং কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বিশেষ তারিখকে মেমোরিতে না দেখানোর জন্য সেটিংস পরিবর্তন করতে পারেন। এ জন্য মেমোরি হোমের ওপরের ডান দিকে ‘গিয়ার আইকনে’ (সেটিংস আইকোন) ট্যাপ করুন। এর ফলে মেমোরি সেটিংস খোলা যাবে। সেটিংস থেকে নিচের অপশনগুলো নির্বাচন করা যাবে—
নোটিফিকেশনের জন্য: নোটিফিকেশনস অপশন থেকে ‘অল মেমোরিজ’ নির্বাচন করলে সব মেমোরিজ পোস্ট দেখা যাবে। এরপর ‘হাইলাইটস’নির্বাচন করলে বিশেষ স্মৃতি দেখাবে। ‘নান’ অপশন নির্বাচন করলেই মেমোরিজে কোনো পোস্ট প্রদর্শন করবে না ফেসবুক।
হাইড পিপল: কোনো ব্যক্তির স্মৃতি লুকিয়ে রাখতে চাইলে এই অপশনটি ব্যবহার করা যায়। হাইড ডেট: একটি নির্দিষ্ট তারিখ-সীমার মধ্যে স্মৃতি লুকিয়ে রাখা যায় এই অপশন থেকে।
ফেসবুক ওয়েবসাইটে মেমোরি খুঁজে পাবেন যেভাবে
মোবাইল ডিভাইসে যেমন পুরোনো স্মৃতি দেখা যায়, তেমনি ফেসবুক ওয়েবসাইটেও দেখা যায়। তবে ওয়েবসাইটে মেমোরিজ খুঁজে পেতে আরও কিছু ধাপ অনুসরণ আছে।
১. ফেসবুক ওয়েবসাইটে লগ ইন করুন।
২. ওপরের নেভিগেশন বারে ‘হোম’ ট্যাবটিতে ক্লিক করুন।
৩. বাম পাশে মেমোরিজ নির্বাচন করুন।
৪. যদি মেমোরি তালিকায় না দেখতে পান, তাহলে ওপরের সেকশনের নিচে ‘সি মোর’ অপশনে-ক্লিক করুন। এরপর মেমোরি অপশনটি দেখানো হবে।
ফেসবুক ওয়েবসাইটে মেমোরির সেটিংস পরিবর্তন
যদি আপনি ফেসবুক ওয়েবসাইটে মেমোরির নোটিফিকেশন পরিবর্তন করতে চান অথবা কিছু নির্দিষ্ট ব্যক্তি বা তারিখ মেমোরি থেকে লুকাতে চান, তাহলে এটি মোবাইল ডিভাইসের মতোই সহজ।
১. মেমোরিজ হোম থেকে বাম পাশে ‘নোটিফিকেশন’ নির্বাচন করুন।
২. ডান দিকে ‘অল মেমোরিজ’, ‘হাইলাইটস; বা ‘নান’ নির্বাচন করুন, যাতে আপনি মেমোরি নোটিফিকেশন কীভাবে দেখতে চান তা ঠিক করতে পারেন।
৩. কারও স্মৃতি লুকানোর জন্য বাম পাশে ‘হাইড পিপল’ নির্বাচন করুন। ডান দিকে সেই ব্যক্তির নাম টাইপ করুন এবং সঠিক নামটি নির্বাচন করুন যখন তা সাজেশন হিসেবে দেখাবে। এরপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৪. নির্দিষ্ট তারিখের স্মৃতি লুকানোর জন্য বাম পাশে ‘হাইড ডেটস’নির্বাচন করুন।
ডান দিকে ‘অ্যাড নিউ ডেট রেঞ্জ’–এ ক্লিক করুন এবং ‘স্টার্ট ডেট’ ও ‘এন্ড ডেট’ নির্বাচন করুন। এরপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
জীবনের বিশেষ মুহূর্তগুলো আবার নতুন করে অনুভব করার জন্য পুরোনো স্মৃতিগুলো সামনে নিয়ে আসে ফেসবুক। এ জন্য প্ল্যাটফর্মটি ‘ফেসবুক মেমোরিজ’ ফিচার ব্যবহার করে। ফিচারটির মাধ্যমে এক বা একাধিক বছর আগের নির্দিষ্ট দিনে প্রকাশ করা বিভিন্ন পোস্ট গুলো (ছবি, ভিডিও, বা যেকোনো কনটেন্ট) দেখা যায়। তবে অনেক সময় নিউজ ফিড থেকে সেগুলো চলে যায়। তবে মেমোরিজ সেকশন থেকে সেগুলো পুনরায় দেখা যায়।
ফেসবুক মেমোরিজ যা যা দেখায়
সাধারণত প্রতি দিন একবার স্মৃতিগুলো তুলে ধরে মেমোরিজ। ফিচারটি এমন সব স্মৃতি নিয়ে সামনে নিয়ে আসে, যা আপনি শেয়ার করেছেন, অন্যরা আপনাকে ট্যাগ করেছে বা ফেসবুক বন্ধুত্বের বছরপূর্তি উপলক্ষে উদ্যাপন করা পোস্ট। এগুলো সাধারণত যেদিন পোস্ট করা হয়েছে সেই তারিখের ওপর ভিত্তি করে দেখায়। যত দিন আপনি ফেসবুক ব্যবহার করছেন, তত বছরের পুরোনো স্মৃতি দেখা যায়।
যদি আপনি কোনো দিনের মেমোরি না দেখতে পান, তবে তার মানে হল যে ওই দিনটি সম্পর্কিত অতীতের কোনো পোস্ট বা স্মৃতি ফেসবুকের কাছে নেই।
স্মার্টফোন অ্যাপ থেকে মেমোরি খুঁজে পাবেন যেভাবে
নিউজফিডে সাধারণত মেমোরি দেখতে পাবেন, তবে বহু বছরের পুরোনো মেমোরি দেখতে মেমোরি সেকশন-এ যেতে পারেন।
১. ফেসবুক অ্যাপটি খুলুন এবং ডিভাইসের ওপর বা নিচের দিকে থাকা মেনু আইকনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন ‘ইউওর শর্টকাট’ এর নিচে মেমোরি অপশন নির্বাচন করুন।
৩. যদি মেমোরি তালিকায় না দেখতে পান, তাহলে সেই সেকশনটি স্ক্রল করে নিচে চলে যান এবং ‘সি মোর"-এ ট্যাপ করুন। এরপর মেমোরি অপশনটি দেখানো হবে।
এরপর ‘অন দিস ডে’ সেকশনে সেই দিনের আগের বছরের স্মৃতি দেখতে পারবেন।
ফেসবুক মেমোরির সেটিংস পরিবর্তন
আপনি ফেসবুক মেমোরির নোটিফিকেশন কন্ট্রোল করতে পারেন এবং কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বিশেষ তারিখকে মেমোরিতে না দেখানোর জন্য সেটিংস পরিবর্তন করতে পারেন। এ জন্য মেমোরি হোমের ওপরের ডান দিকে ‘গিয়ার আইকনে’ (সেটিংস আইকোন) ট্যাপ করুন। এর ফলে মেমোরি সেটিংস খোলা যাবে। সেটিংস থেকে নিচের অপশনগুলো নির্বাচন করা যাবে—
নোটিফিকেশনের জন্য: নোটিফিকেশনস অপশন থেকে ‘অল মেমোরিজ’ নির্বাচন করলে সব মেমোরিজ পোস্ট দেখা যাবে। এরপর ‘হাইলাইটস’নির্বাচন করলে বিশেষ স্মৃতি দেখাবে। ‘নান’ অপশন নির্বাচন করলেই মেমোরিজে কোনো পোস্ট প্রদর্শন করবে না ফেসবুক।
হাইড পিপল: কোনো ব্যক্তির স্মৃতি লুকিয়ে রাখতে চাইলে এই অপশনটি ব্যবহার করা যায়। হাইড ডেট: একটি নির্দিষ্ট তারিখ-সীমার মধ্যে স্মৃতি লুকিয়ে রাখা যায় এই অপশন থেকে।
ফেসবুক ওয়েবসাইটে মেমোরি খুঁজে পাবেন যেভাবে
মোবাইল ডিভাইসে যেমন পুরোনো স্মৃতি দেখা যায়, তেমনি ফেসবুক ওয়েবসাইটেও দেখা যায়। তবে ওয়েবসাইটে মেমোরিজ খুঁজে পেতে আরও কিছু ধাপ অনুসরণ আছে।
১. ফেসবুক ওয়েবসাইটে লগ ইন করুন।
২. ওপরের নেভিগেশন বারে ‘হোম’ ট্যাবটিতে ক্লিক করুন।
৩. বাম পাশে মেমোরিজ নির্বাচন করুন।
৪. যদি মেমোরি তালিকায় না দেখতে পান, তাহলে ওপরের সেকশনের নিচে ‘সি মোর’ অপশনে-ক্লিক করুন। এরপর মেমোরি অপশনটি দেখানো হবে।
ফেসবুক ওয়েবসাইটে মেমোরির সেটিংস পরিবর্তন
যদি আপনি ফেসবুক ওয়েবসাইটে মেমোরির নোটিফিকেশন পরিবর্তন করতে চান অথবা কিছু নির্দিষ্ট ব্যক্তি বা তারিখ মেমোরি থেকে লুকাতে চান, তাহলে এটি মোবাইল ডিভাইসের মতোই সহজ।
১. মেমোরিজ হোম থেকে বাম পাশে ‘নোটিফিকেশন’ নির্বাচন করুন।
২. ডান দিকে ‘অল মেমোরিজ’, ‘হাইলাইটস; বা ‘নান’ নির্বাচন করুন, যাতে আপনি মেমোরি নোটিফিকেশন কীভাবে দেখতে চান তা ঠিক করতে পারেন।
৩. কারও স্মৃতি লুকানোর জন্য বাম পাশে ‘হাইড পিপল’ নির্বাচন করুন। ডান দিকে সেই ব্যক্তির নাম টাইপ করুন এবং সঠিক নামটি নির্বাচন করুন যখন তা সাজেশন হিসেবে দেখাবে। এরপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৪. নির্দিষ্ট তারিখের স্মৃতি লুকানোর জন্য বাম পাশে ‘হাইড ডেটস’নির্বাচন করুন।
ডান দিকে ‘অ্যাড নিউ ডেট রেঞ্জ’–এ ক্লিক করুন এবং ‘স্টার্ট ডেট’ ও ‘এন্ড ডেট’ নির্বাচন করুন। এরপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
আমাদের পরিচিত পৃথিবীকে পরিবর্তন করছে এআই। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে নতুনভাবে গঠন করছে, কাজগুলোকে সহজ করছে। তবে প্রযুক্তি খাতে নিয়োগেরও ক্ষেত্রেও ভূমিকা রাখছে এআই। কারণ, চাকরির অনলাইন সাক্ষাৎকারে এআই দিয়ে প্রতারণা করছে প্রার্থীরা। বিশেষ করে দূরবর্তী ইন্টারভিউয়ের (রিমোট ইন্টারভিউ বা অনলাইন সাক্ষাৎক
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি ইনস্টিটিউটের (এআইএসআই) অংশীদারির মধ্যে থাকা বিজ্ঞানীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)। নতুন শর্তাবলিতে গবেষকদের কাজের ক্ষেত্র থেকে ‘এআই নিরাপত্তা’, ‘দায়িত্বশীল এআই’ ও ‘এআই ন্যায্যতা’ বি
৯ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান আইনি যুদ্ধের নতুন মোড় নিয়েছে। দুই পক্ষই সম্মত হয়েছে যে, ওপেনএআই এর লাভজনক মডেলে রূপান্তরের বিষয়টি নিয়ে একটি দ্রুত বিচারকার্য অনুষ্ঠিত হবে, যা তাদের বিরোধকে আদালতের মাধ্যমে সমাধান করতে সাহায্য করবে।
১১ ঘণ্টা আগেইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসম্মুখে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন কমিউনিটি নোটসের লেখার এবং রেটিং করার..
১১ ঘণ্টা আগে