Ajker Patrika

স্মার্টফোনের বিকল্প এআই ডিভাইস তৈরি করবে ওপেনএআই

অনলাইন ডেস্ক
এই অংশীদারত্ব স্মার্টফোনে এলএলএম (ল্যাঙ্গুয়েজ লার্জ মডেল) ব্যবহারের ইঙ্গিত দেয়। ছবি: ইএম ৩৬০ টেক
এই অংশীদারত্ব স্মার্টফোনে এলএলএম (ল্যাঙ্গুয়েজ লার্জ মডেল) ব্যবহারের ইঙ্গিত দেয়। ছবি: ইএম ৩৬০ টেক

ভবিষ্যতে স্মার্টফোনের স্থান দখল করবে—এমন একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিভাইস তৈরির পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ডিভাইসটি জটিল কাজগুলো আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করবে এবং স্মার্টফোনের চেয়ে অনেক বেশি কার্যকর হবে।

এই পরিকল্পনার কথা নিজেই প্রকাশ করেছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। এটি তৈরিতে সাবেক অ্যাপল ডিজাইন প্রধান জনি আইভের সঙ্গে একত্রে কাজ করছেন তিনি। গত বছরও এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওপেনএআই ও জনি আইভের অংশীদারত্বে কয়েকটি এমন ডিভাইস তৈরি হতে পারে, যেগুলো জেনারেটিভ এআই ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের জীবনে বিপ্লব ঘটাবে।

গত বছর নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, এই ডিভাইস আইফোনের তুলনায় সমাজে কম সমস্যা বা বিঘ্ন সৃষ্টি করতে পারে।

২০২৪ সালের মে মাসে এক পডকাস্টে অল্টম্যান বলেছিল, ‘আমরা বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করছি।’

এই অংশীদারত্ব স্মার্টফোনে এলএলএম (ল্যাঙ্গুয়েজ লার্জ মডেল) ব্যবহারের ইঙ্গিত দেয়। তবে যখন তা সম্ভব হবে, তখন এটি সাশ্রয়ী হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে অল্টম্যান বলেছেন, সস্তা ডিভাইস তৈরি করা কোনো সমাধান নয়। কারণ, বেশির ভাগ মানুষ এরই মধ্যে ফোনের জন্য অর্থ ব্যয়ের জন্য প্রস্তুত। তাই যদি একটি সস্তা ডিভাইস তৈরি করা হয়ও, তা-ও সবাই কিনবে না। কারণ, দুটি ডিভাইস একত্রে ব্যবহার করতে বা সঙ্গে বহন করতে খুব আগ্রহী নয় তারা।

অল্টম্যান আগেও এমন প্রযুক্তি তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন। এ জন্য কয়েক বছর আগে হিউম্যান কোম্পানি নামের একটি স্টার্টআপে বিনিয়োগ করেছিলেন তিনি, যার লক্ষ্য ছিল জেনারেটিভ এআইয়ের জন্য হার্ডওয়্যার পণ্য তৈরি করা। এই স্টার্টআপে ৩০ মিলিয়ন ডলার সিরিজ তহবিল হিসেবে বিনিয়োগ করেছিলেন তিনি। স্টার্টআপটি সাবেক অ্যাপল কর্মী ইমরান চৌধুরী এবং বেথানি বংজিয়র্নো প্রতিষ্ঠা করেছিলেন।

তবে হিউম্যান-এর প্রথম দুটি ডিভাইস—হিউম্যান এআই পিন এবং র‍্যাবিট আর ১ বাজারে তেমন সাড়া ফেলতে পারেনি। এসব ডিভাইস ব্যবহারকারীদের দৃষ্টিতে অসন্তোষ সৃষ্টি করে, বিশেষ করে প্রযুক্তিগত ত্রুটি ও ব্যবহারিক সমস্যা থাকায়।

বর্তমানে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে গুগল ও অ্যাপল, তাদের স্মার্টফোনে এআই ফিচার যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে। গুগল তাদের পিক্সেল ফোনে জেনারেটিভ এআই ফিচার অন্তর্ভুক্ত করেছে, আর অ্যাপলও গত কয়েক বছরে আইফোনের জন্য চ্যাটজিপিটির প্রযুক্তি এআই নিয়ে কাজ করছে।

এ ছাড়া সম্প্রতি নতুন মডেল ও৩ মিনি চালু করেছে ওপেনএআই। এটি এখন বিনা মূল্যে ব্যবহার করা যাবে। আগের মডেলগুলোর তুলনায় এটি আরও বেশি কার্যকরী। এই মডেল চ্যাটজিপিটি থেকেই ব্যবহার করা যাচ্ছে। এটি ওপেনএআই ও১ মডেলটির পরিবর্তে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত