অনলাইন ডেস্ক
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল উন্মোচনের মাধ্যমে এআই খাতে খরচ কমানোর বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে আমাজন এক বিস্ফোরক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেছে। প্রতিষ্ঠানটি চলতি বছরেই এআই খাতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করার পরিকল্পনা ঘোষণা করেছে। এই বিশাল পরিমাণ বিনিয়োগের অধিকাংশই খরচ হবে আমাজনের ক্লাউড সেবায়।
গত বৃহস্পতিবার কোম্পানির চতুর্থ ত্রৈমাসিক আয় প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা যায়। আমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি জানান, ২০২৫ সালের জন্য খরচের পরিকল্পনার অধিকাংশই ক্লাউড ডিভিশনের (এডব্লিউএস) এআই প্রযুক্তিতে ব্যয় হবে।
জ্যাসি বলেছেন, ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে আমাজন যে ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলার বাজার মূলধন খরচ করেছে, তা এ বছরে খরচের একটি ভালো ধারণা দেয়। যদি এই ত্রৈমাসিক খরচকে ৪ দিয়ে গুণ করা হয়, তাহলে মোট পরিমাণ দাঁড়ায় ১০৫ দশমিক ২ বিলিয়ন ডলার।
এই বিশাল পরিমাণ খরচ গত বছরের তুলনায় অনেক বেশি। কারণ ২০২৪ সালে ৭৮ বিলিয়ন ডলার বাজার খরচ করেছিল আমাজন।
এআই প্রযুক্তি সস্তা হয়ে যাওয়ার ফলে তাদের আয় কমে যাবে এমন উদ্বেগ উড়িয়ে দিয়েছে আমাজন। এর পরিবর্তে জ্যাসি বলেছেন, দাম কমানোর ফলে শুধু এআই প্রযুক্তির চাহিদা বাড়বে। এর ফলে আমাজনের ক্লাউড সার্ভিসের মতো এআই সেবাগুলোর চাহিদা বেড়ে যাবে। আর এই সেবা থেকে তারা লাভবান হবে।
জ্যাসি বলেছেন, ‘কখনো কখনো মানুষ ধারণা করে যে, যদি কোনো উপাদান তৈরির খরচ কমানো যায়, তবে তা প্রযুক্তির মোট খরচ কমিয়ে দেয়। তবে আমরা কখনো এমনটা দেখতে পাইনি।’
এআইয়ের চাহিদার বেড়ে যাওয়ার সঙ্গে তিনি ইন্টারনেট ও ক্লাউড প্রযুক্তি শুরুর দিনের সঙ্গে তুলনা করেছেন। ডিপসিকের কারণে এআই খাতে বাড়তে থাকা খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এসব বিনিয়োগের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছে। এসব প্রতিষ্ঠানও আমাজনের মতো একই ধরনের যুক্তি দেখাচ্ছে।
গত সপ্তাহে মেটার সিইও মার্ক জাকারবার্গ ঘোষণা করেন যে, কোম্পানিটি দীর্ঘ মেয়াদে এআইতে ‘শত শত বিলিয়ন’ ডলার খরচ করবে। কারণ তাদের কোটি কোটি ব্যবহারকারীর মধ্যে ইনফারেন্সের চাহিদা বাড়ছে। ২০২৫ সালে মেটা অন্তত ৬০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছে, যা মূলত এআইতে ব্যয় হবে।
এদিকে, অ্যালফাবেট ২০২৫ সালের জন্য তার মূলধন ব্যয় ৪২ শতাংশ বাড়িয়ে ৭৫ বিলিয়ন ডলার করেছে। এই খরচের পেছনে কারণ তুলে ধরে গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি বলেন, কমে যাওয়া এআই খরচ ‘আরও বেশি ব্যবহারযোগ্য ক্ষেত্রে বাস্তবায়ন সম্ভব করবে।’
মাইক্রোসফট গত মাসে ঘোষণা করেছে যে, ২০২৫ সালে শুধু এআই ডেটা সেন্টারগুলোর জন্য তারা ৮০ বিলিয়ন ডলার খরচ করবে।
ডিপসিক নিয়ে আলোচনা তুঙ্গে থাকার সময় অর্থনীতির একটি ধারণা এক্স প্ল্যাটফর্মে প্রকাশ করেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। ‘জেভন্স প্যারাডক্স’ নামে অর্থনীতি ধারণাটি হলো—দাম কমলে চাহিদা বাড়ে।
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল উন্মোচনের মাধ্যমে এআই খাতে খরচ কমানোর বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই মুহূর্তে আমাজন এক বিস্ফোরক ঘোষণা দিয়ে সবাইকে অবাক করেছে। প্রতিষ্ঠানটি চলতি বছরেই এআই খাতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করার পরিকল্পনা ঘোষণা করেছে। এই বিশাল পরিমাণ বিনিয়োগের অধিকাংশই খরচ হবে আমাজনের ক্লাউড সেবায়।
গত বৃহস্পতিবার কোম্পানির চতুর্থ ত্রৈমাসিক আয় প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা যায়। আমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি জানান, ২০২৫ সালের জন্য খরচের পরিকল্পনার অধিকাংশই ক্লাউড ডিভিশনের (এডব্লিউএস) এআই প্রযুক্তিতে ব্যয় হবে।
জ্যাসি বলেছেন, ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে আমাজন যে ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলার বাজার মূলধন খরচ করেছে, তা এ বছরে খরচের একটি ভালো ধারণা দেয়। যদি এই ত্রৈমাসিক খরচকে ৪ দিয়ে গুণ করা হয়, তাহলে মোট পরিমাণ দাঁড়ায় ১০৫ দশমিক ২ বিলিয়ন ডলার।
এই বিশাল পরিমাণ খরচ গত বছরের তুলনায় অনেক বেশি। কারণ ২০২৪ সালে ৭৮ বিলিয়ন ডলার বাজার খরচ করেছিল আমাজন।
এআই প্রযুক্তি সস্তা হয়ে যাওয়ার ফলে তাদের আয় কমে যাবে এমন উদ্বেগ উড়িয়ে দিয়েছে আমাজন। এর পরিবর্তে জ্যাসি বলেছেন, দাম কমানোর ফলে শুধু এআই প্রযুক্তির চাহিদা বাড়বে। এর ফলে আমাজনের ক্লাউড সার্ভিসের মতো এআই সেবাগুলোর চাহিদা বেড়ে যাবে। আর এই সেবা থেকে তারা লাভবান হবে।
জ্যাসি বলেছেন, ‘কখনো কখনো মানুষ ধারণা করে যে, যদি কোনো উপাদান তৈরির খরচ কমানো যায়, তবে তা প্রযুক্তির মোট খরচ কমিয়ে দেয়। তবে আমরা কখনো এমনটা দেখতে পাইনি।’
এআইয়ের চাহিদার বেড়ে যাওয়ার সঙ্গে তিনি ইন্টারনেট ও ক্লাউড প্রযুক্তি শুরুর দিনের সঙ্গে তুলনা করেছেন। ডিপসিকের কারণে এআই খাতে বাড়তে থাকা খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এসব বিনিয়োগের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছে। এসব প্রতিষ্ঠানও আমাজনের মতো একই ধরনের যুক্তি দেখাচ্ছে।
গত সপ্তাহে মেটার সিইও মার্ক জাকারবার্গ ঘোষণা করেন যে, কোম্পানিটি দীর্ঘ মেয়াদে এআইতে ‘শত শত বিলিয়ন’ ডলার খরচ করবে। কারণ তাদের কোটি কোটি ব্যবহারকারীর মধ্যে ইনফারেন্সের চাহিদা বাড়ছে। ২০২৫ সালে মেটা অন্তত ৬০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছে, যা মূলত এআইতে ব্যয় হবে।
এদিকে, অ্যালফাবেট ২০২৫ সালের জন্য তার মূলধন ব্যয় ৪২ শতাংশ বাড়িয়ে ৭৫ বিলিয়ন ডলার করেছে। এই খরচের পেছনে কারণ তুলে ধরে গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি বলেন, কমে যাওয়া এআই খরচ ‘আরও বেশি ব্যবহারযোগ্য ক্ষেত্রে বাস্তবায়ন সম্ভব করবে।’
মাইক্রোসফট গত মাসে ঘোষণা করেছে যে, ২০২৫ সালে শুধু এআই ডেটা সেন্টারগুলোর জন্য তারা ৮০ বিলিয়ন ডলার খরচ করবে।
ডিপসিক নিয়ে আলোচনা তুঙ্গে থাকার সময় অর্থনীতির একটি ধারণা এক্স প্ল্যাটফর্মে প্রকাশ করেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। ‘জেভন্স প্যারাডক্স’ নামে অর্থনীতি ধারণাটি হলো—দাম কমলে চাহিদা বাড়ে।
২০২৪ সালের বার্ষিক আয়ে প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। শেনজেনভিত্তিক ওই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের রাজস্ব ২৯ শতাংশ বেড়ে ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা টেসলার ঘোষিত ৯৭.৭ বিলিয়ন ডলারের রাজস্বকে ছাড়িয়ে গেছে। বিপুল সংখ্যায় বিওয়াইডির হাইব্রিড গাড়ি বিক্
৫ ঘণ্টা আগেবাংলাদেশে ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।
১২ ঘণ্টা আগেচ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড ফিচারের জন্য গতকাল সোমবার নতুন আপডেট নিয়ে এল ওপেনএআই। কোম্পানিটির মতে, এই আপডেটের মাধ্যমে চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি আরও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেছে। এর সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারকারীরা কম বিরক্ত হবেন।
১৩ ঘণ্টা আগেনিজেদের এয়ারফোনে ও স্মার্টওয়াচে ক্যামেরা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। তবে এগুলো ভিডিও বা ছবি তোলার জন্য যুক্ত করা হবে না। বরং স্মার্টওয়াচের ক্যামেরাটি ভিজুয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলো সহজ করতে সাহায্য করবে।
১৪ ঘণ্টা আগে