Ajker Patrika

গুগল অ্যাপসজুড়ে নতুন ফিচার

টি এইচ মাহির 
গুগল অ্যাপসজুড়ে নতুন ফিচার

গুগল প্রতিনিয়ত তাদের ওয়ার্ক স্পেস, ইকোসিস্টেমে পরিবর্তন নিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে গুগলের অ্যাপগুলোতে এআইনির্ভর বেশ কিছু পরিবর্তন এসেছে।

গুগল কিপ ও টাস্ক একসঙ্গে গুগলে সবচেয়ে কার্যকর অ্যাপগুলোর মধ্যে অন্যতম গুগল কিপ নোটস ও টাস্ক। নোট করার ক্ষেত্রে গুগল কিপ আগে থেকে অনেক এগিয়ে। এটিতে সম্প্রতি অনেক ফিচার যুক্ত করেছে গুগল। নোট টেক্সটের ফরম্যাটসহ গুগল টাস্কের সঙ্গে যুক্ত করেছে একে। গুগল কিপে টু ডু লিস্ট তৈরি করা যেত; কিন্তু টাস্ক এটি পরিচালনা করতে পারত। কিন্তু আগে এই দুই অ্যাপ একসঙ্গে যুক্ত ছিল না। তাই এখন থেকে গুগল কিপের রিমাইন্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে গুগল টাস্ক পরিচালনা করতে সক্ষম হবে। গুগল কিপে কোনো টু ডু লিস্ট কিংবা কাজের তালিকা বানালে, তা গুগল টাস্কের মাধ্যমে পরিচালনা করা যাবে। শুধু গুগল কিপ নয়, এবার গুগলের পুরো ওয়ার্ক স্পেসে গুগল টাস্ক যুক্ত করতে যাচ্ছে গুগল।

জি মেইলে এআই

জি মেইলে যুক্ত করা নতুন ফিচারগুলোর বেশির ভাগ এআইভিত্তিক। যেমন যেকোনো জিমেইলের সারাংশ পড়া যাবে জেমিনাই ব্যবহার করে। আবার কয়েক হাজার ই-মেইল না ঘেঁটে যেকোনো তথ্য কিংবা প্রশ্ন করে নির্দিষ্ট ই-মেইল বের করা যাবে। যেমন জিমেইলের জেমিনাই সাইড প্যানেলে ‘আমার সিভির মেইলগুলো আলাদা করে দাও’ লিখলে এটি সিভি-সম্পর্কিত মেইলগুলো আলাদা করে দেবে। আবার জেমিনাই দিয়ে অনেক লম্বা ই-মেইলের সারসংক্ষেপও তৈরি করা যাবে। যেকোনো ই-মেইলের গুছিয়ে উত্তরও লেখা যাবে। এ ছাড়া ই-মেইলের প্রুফরিডিং করা যাবে এআই দিয়ে।

ড্রাইভ ও ডক্সে নতুন ফিচার

গুগল ড্রাইভে এখন সরাসরি পিডিএফ এডিট করার সুবিধা যোগ করা হয়েছে। অ্যাপের মতো ওয়েবেও রয়েছে উন্নত অফলাইন মুড সুবিধা। আবার গুগল ডক্সে এআই দিয়ে ই-মেইল, অনুচ্ছেদ লেখার মতো কাজ করা যাবে। এ ছাড়া বড় ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি করা যাবে এখন থেকে।

গুগল ফটোসে এডিটিং ফিচার

গুগল ফটোসে আগে থেকে বেশ কিছু দরকারি ফিচার ছিল। তবে সাম্প্রতিক সময়ে ছবি এডিট করার ক্ষেত্রে আরও কিছু ফিচার যুক্ত হয়েছে। যেমন ছবি থেকে বস্তু সরানো, ব্যাকগ্রাউন্ড ঠিক করা ইত্যাদি। আবার একাধিক ছবির মুখকে একটি গ্রুপ ছবিতে রূপান্তর করার প্রযুক্তি যোগ করা হয়েছে। আরও যুক্ত হয়েছে এআইয়ের সাহায্যে ছবি খোঁজার অপশন। যেমন ‘গত বছরের সমুদ্রসৈকতের ছবিটি দাও’ লিখলে ওই নির্দিষ্ট ছবি ফলাফলে চলে আসবে। অর্থাৎ এখন থেকে বর্ণনা দিয়েই ছবি খুঁজে বের করা যাবে।

ওয়ার্ক স্পেসজুড়ে জেমিনাই ইন্টিগ্রেটেড

জেমিনাইকে আরও বেশি ব্যবহারিক করছে গুগল। তাই এর ওয়ার্ক স্পেসজুড়ে জেমিনাইকে আরও বেশি যুক্ত করছে। এটি সাইড প্যানেল জি মেইল, ডক্স, শিট, স্লাইড, ড্রাইভ, চ্যাট—সবখানেই দেখা যাচ্ছে। অ্যাপভিত্তিক বিভিন্ন ধরনের সহায়তাও দেবে জেমিনাই। গুগল ক্রোমেও এটিকে যুক্ত করা হয়েছে। কোনো কিছু খোঁজার সময় এআই মুডে ক্লিক করে আরও বিস্তারিত ফলাফল দেখা যায় এখন।

সূত্র: গুগল ব্লগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান বিশ্বকাপ বর্জন করলে বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি

আজকের রাশিফল: লুঙ্গির সঙ্গে টাই পরার সৃজনশীলতা দেখাবেন না, সারপ্রাইজ গিফট পাবেন

গোসল ফরজ হয় যেসব কারণে

ইরানের কাছে পৌঁছেছে ভেনেজুয়েলার চেয়েও বড় ‘আর্মাডা’, সমঝোতা চায় ইরান: ট্রাম্প

বাংলাদেশে ইন্দোনেশিয়ার চেইনশপ আলফামার্টের যাত্রা শুরু, শতাধিক স্টোর চালুর পরিকল্পনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত