গুগল প্রতিনিয়ত তাদের ওয়ার্ক স্পেস, ইকোসিস্টেমে পরিবর্তন নিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে গুগলের অ্যাপগুলোতে এআইনির্ভর বেশ কিছু পরিবর্তন এসেছে।
গুগল কিপ ও টাস্ক একসঙ্গে গুগলে সবচেয়ে কার্যকর অ্যাপগুলোর মধ্যে অন্যতম গুগল কিপ নোটস ও টাস্ক। নোট করার ক্ষেত্রে গুগল কিপ আগে থেকে অনেক এগিয়ে। এটিতে সম্প্রতি অনেক ফিচার যুক্ত করেছে গুগল। নোট টেক্সটের ফরম্যাটসহ গুগল টাস্কের সঙ্গে যুক্ত করেছে একে। গুগল কিপে টু ডু লিস্ট তৈরি করা যেত; কিন্তু টাস্ক এটি পরিচালনা করতে পারত। কিন্তু আগে এই দুই অ্যাপ একসঙ্গে যুক্ত ছিল না। তাই এখন থেকে গুগল কিপের রিমাইন্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে গুগল টাস্ক পরিচালনা করতে সক্ষম হবে। গুগল কিপে কোনো টু ডু লিস্ট কিংবা কাজের তালিকা বানালে, তা গুগল টাস্কের মাধ্যমে পরিচালনা করা যাবে। শুধু গুগল কিপ নয়, এবার গুগলের পুরো ওয়ার্ক স্পেসে গুগল টাস্ক যুক্ত করতে যাচ্ছে গুগল।
জি মেইলে এআই
জি মেইলে যুক্ত করা নতুন ফিচারগুলোর বেশির ভাগ এআইভিত্তিক। যেমন যেকোনো জিমেইলের সারাংশ পড়া যাবে জেমিনাই ব্যবহার করে। আবার কয়েক হাজার ই-মেইল না ঘেঁটে যেকোনো তথ্য কিংবা প্রশ্ন করে নির্দিষ্ট ই-মেইল বের করা যাবে। যেমন জিমেইলের জেমিনাই সাইড প্যানেলে ‘আমার সিভির মেইলগুলো আলাদা করে দাও’ লিখলে এটি সিভি-সম্পর্কিত মেইলগুলো আলাদা করে দেবে। আবার জেমিনাই দিয়ে অনেক লম্বা ই-মেইলের সারসংক্ষেপও তৈরি করা যাবে। যেকোনো ই-মেইলের গুছিয়ে উত্তরও লেখা যাবে। এ ছাড়া ই-মেইলের প্রুফরিডিং করা যাবে এআই দিয়ে।
ড্রাইভ ও ডক্সে নতুন ফিচার
গুগল ড্রাইভে এখন সরাসরি পিডিএফ এডিট করার সুবিধা যোগ করা হয়েছে। অ্যাপের মতো ওয়েবেও রয়েছে উন্নত অফলাইন মুড সুবিধা। আবার গুগল ডক্সে এআই দিয়ে ই-মেইল, অনুচ্ছেদ লেখার মতো কাজ করা যাবে। এ ছাড়া বড় ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি করা যাবে এখন থেকে।
গুগল ফটোসে এডিটিং ফিচার
গুগল ফটোসে আগে থেকে বেশ কিছু দরকারি ফিচার ছিল। তবে সাম্প্রতিক সময়ে ছবি এডিট করার ক্ষেত্রে আরও কিছু ফিচার যুক্ত হয়েছে। যেমন ছবি থেকে বস্তু সরানো, ব্যাকগ্রাউন্ড ঠিক করা ইত্যাদি। আবার একাধিক ছবির মুখকে একটি গ্রুপ ছবিতে রূপান্তর করার প্রযুক্তি যোগ করা হয়েছে। আরও যুক্ত হয়েছে এআইয়ের সাহায্যে ছবি খোঁজার অপশন। যেমন ‘গত বছরের সমুদ্রসৈকতের ছবিটি দাও’ লিখলে ওই নির্দিষ্ট ছবি ফলাফলে চলে আসবে। অর্থাৎ এখন থেকে বর্ণনা দিয়েই ছবি খুঁজে বের করা যাবে।
ওয়ার্ক স্পেসজুড়ে জেমিনাই ইন্টিগ্রেটেড
জেমিনাইকে আরও বেশি ব্যবহারিক করছে গুগল। তাই এর ওয়ার্ক স্পেসজুড়ে জেমিনাইকে আরও বেশি যুক্ত করছে। এটি সাইড প্যানেল জি মেইল, ডক্স, শিট, স্লাইড, ড্রাইভ, চ্যাট—সবখানেই দেখা যাচ্ছে। অ্যাপভিত্তিক বিভিন্ন ধরনের সহায়তাও দেবে জেমিনাই। গুগল ক্রোমেও এটিকে যুক্ত করা হয়েছে। কোনো কিছু খোঁজার সময় এআই মুডে ক্লিক করে আরও বিস্তারিত ফলাফল দেখা যায় এখন।
সূত্র: গুগল ব্লগ

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রিমিয়াম সাবস্ক্রিপশন’ চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। আগামী কয়েক মাসের মধ্যেই এটি চালু হতে যাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
৪০ মিনিট আগে
বর্তমানে স্মার্ট টিভি জনপ্রিয় গ্যাজেট হয়ে উঠেছে। এখন এটি শুধু অনুষ্ঠান দেখার জন্য নয়; বরং আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ, আকর্ষণীয় এবং স্মার্ট করে তুলতে সাহায্য করে। ইন্টারনেট সংযোগ, ভিডিও স্ট্রিমিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, গেম খেলাসহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে স্মার্ট টিভিতে।
৮ ঘণ্টা আগে
প্রযুক্তির দিক থেকে পৃথিবী একদিকে উন্নতি করছে, একই সঙ্গে বাড়ছে এ-সংক্রান্ত নিরাপত্তাঝুঁকি। বারবার একটি প্রশ্ন ঘুরেফিরে আসে—এই বিশাল প্রযুক্তির দুনিয়ায় আমরা কতটা নিরাপদ। মাস্টারকার্ডের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রায় ৮০ শতাংশ ব্যবহারকারী গত বছর কমপক্ষে একবার কোনো না কোনো স্ক্যামের...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা বিপণনের অথরাইজড পার্টনার (অনুমোদিত অংশীদার) ও সেলস এজেন্ট (বিক্রয় প্রতিনিধি) হিসেবে নিয়োগ দিয়েছে।
১৬ ঘণ্টা আগে