অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের করা অবৈধ পোস্টের জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দায়ী করার পক্ষে মত দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারপতি। এটি শুধু ব্রাজিল নয়, পুরো লাতিন আমেরিকার জন্য একটি নজিরবিহীন এবং দিকনির্দেশক রায় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই রায়ের সম্ভাব্য প্রভাব শুধু দেশের অভ্যন্তরীণ পরিমণ্ডলেই নয়, যুক্তরাষ্ট্র-ব্রাজিল দ্বিপক্ষীয় সম্পর্কের ওপরও পড়তে পারে।
দুটি ভিন্ন মামলার রায়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর দায়িত্ব নির্ধারণে একটি অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর উদ্যোগ নেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। অনলাইনে প্রতারণা, শিশু পর্নোগ্রাফি ও কিশোরদের সহিংসতার মতো ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়। সমালোচকেরা বলছেন, এ ধরনের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা হুমকিতে পড়তে পারে। কারণ, এতে প্ল্যাটফর্মগুলো আগেভাগেই সম্ভাব্য বিতর্কিত কনটেন্ট সরিয়ে ফেলতে পারে।
ব্যবহারকারীর অবৈধ পোস্টের দায়ভার সোশ্যাল মিডিয়ার ওপর বর্তাবে কি না, তার পক্ষে ও বিপক্ষে ব্রাজিলে ভোট গ্রহণ শুরু হয় গতকাল বুধবার। বিচারপতি গিলমার মেন্ডেস সুপ্রিম কোর্টের ১১ জন বিচারপতির মধ্যে ষষ্ঠ ব্যক্তি হিসেবে রায়ের পক্ষে ভোট দেন। তাঁর এই ভোটের ফলে মেটা, এক্স (সাবেক টুইটার), মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীর পোস্টের জন্য মামলা করা ও জরিমানা করার পথ সহজ হয়ে গেল।
রায় ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেন্সরশিপে জড়িত বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন। এমন একজন আলোচিত ব্যক্তি হলেন ব্রাজিলের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস, যিনি কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্রাজিলের আইন অমান্যের অভিযোগে ব্যবস্থা নিয়েছেন।
এ পর্যন্ত কেবল বিচারপতি আন্দ্রে মেন্ডোসা এই রায়ের বিপক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারের, রাজনৈতিক এলিটদের ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করে।’
প্রথম ভোটদানকারী বিচারপতি ফ্লাভিও ডিনো বলেন, সাম্প্রতিক সময়ের স্কুলে হামলার ঘটনা সামাজিক মাধ্যমে উসকানির ফল। তিনি সে সময় এক ব্যবহারকারীর পোস্ট পড়ে শোনান, ওই ব্যবহারকারী বলেছিলেন, ‘মৃত শিশুদের পরিবারকে কাঁদতে, রক্ত ঝরাতে ও মরতে দেখে আমি আনন্দ পাই।’
তিনি বলেন, ‘আমি মনে করি, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে আরও ঘনিষ্ঠ করার চেয়ে মানবতার খারাপ দিককেই উসকে দিয়েছে।’
ভোট সম্পন্ন ও রায়ের ফল প্রকাশের পর এই প্রস্তাব আইন হিসেবে কার্যকর হবে। তবে ব্রাজিলের কংগ্রেস চাইলে পরবর্তীকালে নতুন আইন পাস করে এই সিদ্ধান্ত বাতিল করতে পারবে।
বর্তমান আইনে বলা হয়েছে, কোনো ক্ষতিকর কনটেন্ট আদালতের নির্দেশের পরেও অপসারণ না করলে তবেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দায়ী হবে।
২০২৩ সালের ৮ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকেরা কংগ্রেস, প্রেসিডেনশিয়াল প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের আলোচনা জোরদার হয়।
ব্রাজিলের গবেষণাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গেটুলিও ভারগাস ফাউন্ডেশনের আইনের অধ্যাপক আলভারো পালমা দে জর্জ বলেন, ‘প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই আগাম ব্যবস্থা নিতে হবে, শুধু আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করে থাকলে হবে না।’
ইউরোপীয় ইউনিয়নের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে ব্রাজিল।
তবে এই ধরনের নিয়ন্ত্রণ মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকিতে ফেলতে পারে বলে সতর্ক করে দিয়েছে ব্রাজিলিয়ান চেম্বার অব ডিজিটাল ইকোনমি। তারা বলেছে, ‘এ ধরনের দায়বদ্ধতা কেবল বড় কোম্পানিগুলোকেই সুবিধা দেবে, যাদের শক্তিশালী আইনি কাঠামো আছে। এতে ছোট, স্থানীয় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং উদ্ভাবনের পথ রুদ্ধ হবে।’
তথ্যসূত্র: রয়টার্স ও এপি নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের করা অবৈধ পোস্টের জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দায়ী করার পক্ষে মত দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের অধিকাংশ বিচারপতি। এটি শুধু ব্রাজিল নয়, পুরো লাতিন আমেরিকার জন্য একটি নজিরবিহীন এবং দিকনির্দেশক রায় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই রায়ের সম্ভাব্য প্রভাব শুধু দেশের অভ্যন্তরীণ পরিমণ্ডলেই নয়, যুক্তরাষ্ট্র-ব্রাজিল দ্বিপক্ষীয় সম্পর্কের ওপরও পড়তে পারে।
দুটি ভিন্ন মামলার রায়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর দায়িত্ব নির্ধারণে একটি অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর উদ্যোগ নেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। অনলাইনে প্রতারণা, শিশু পর্নোগ্রাফি ও কিশোরদের সহিংসতার মতো ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়। সমালোচকেরা বলছেন, এ ধরনের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা হুমকিতে পড়তে পারে। কারণ, এতে প্ল্যাটফর্মগুলো আগেভাগেই সম্ভাব্য বিতর্কিত কনটেন্ট সরিয়ে ফেলতে পারে।
ব্যবহারকারীর অবৈধ পোস্টের দায়ভার সোশ্যাল মিডিয়ার ওপর বর্তাবে কি না, তার পক্ষে ও বিপক্ষে ব্রাজিলে ভোট গ্রহণ শুরু হয় গতকাল বুধবার। বিচারপতি গিলমার মেন্ডেস সুপ্রিম কোর্টের ১১ জন বিচারপতির মধ্যে ষষ্ঠ ব্যক্তি হিসেবে রায়ের পক্ষে ভোট দেন। তাঁর এই ভোটের ফলে মেটা, এক্স (সাবেক টুইটার), মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীর পোস্টের জন্য মামলা করা ও জরিমানা করার পথ সহজ হয়ে গেল।
রায় ঘোষণার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেন্সরশিপে জড়িত বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন। এমন একজন আলোচিত ব্যক্তি হলেন ব্রাজিলের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস, যিনি কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্রাজিলের আইন অমান্যের অভিযোগে ব্যবস্থা নিয়েছেন।
এ পর্যন্ত কেবল বিচারপতি আন্দ্রে মেন্ডোসা এই রায়ের বিপক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারের, রাজনৈতিক এলিটদের ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করে।’
প্রথম ভোটদানকারী বিচারপতি ফ্লাভিও ডিনো বলেন, সাম্প্রতিক সময়ের স্কুলে হামলার ঘটনা সামাজিক মাধ্যমে উসকানির ফল। তিনি সে সময় এক ব্যবহারকারীর পোস্ট পড়ে শোনান, ওই ব্যবহারকারী বলেছিলেন, ‘মৃত শিশুদের পরিবারকে কাঁদতে, রক্ত ঝরাতে ও মরতে দেখে আমি আনন্দ পাই।’
তিনি বলেন, ‘আমি মনে করি, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে আরও ঘনিষ্ঠ করার চেয়ে মানবতার খারাপ দিককেই উসকে দিয়েছে।’
ভোট সম্পন্ন ও রায়ের ফল প্রকাশের পর এই প্রস্তাব আইন হিসেবে কার্যকর হবে। তবে ব্রাজিলের কংগ্রেস চাইলে পরবর্তীকালে নতুন আইন পাস করে এই সিদ্ধান্ত বাতিল করতে পারবে।
বর্তমান আইনে বলা হয়েছে, কোনো ক্ষতিকর কনটেন্ট আদালতের নির্দেশের পরেও অপসারণ না করলে তবেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দায়ী হবে।
২০২৩ সালের ৮ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকেরা কংগ্রেস, প্রেসিডেনশিয়াল প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের আলোচনা জোরদার হয়।
ব্রাজিলের গবেষণাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় গেটুলিও ভারগাস ফাউন্ডেশনের আইনের অধ্যাপক আলভারো পালমা দে জর্জ বলেন, ‘প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই আগাম ব্যবস্থা নিতে হবে, শুধু আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করে থাকলে হবে না।’
ইউরোপীয় ইউনিয়নের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে ব্রাজিল।
তবে এই ধরনের নিয়ন্ত্রণ মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকিতে ফেলতে পারে বলে সতর্ক করে দিয়েছে ব্রাজিলিয়ান চেম্বার অব ডিজিটাল ইকোনমি। তারা বলেছে, ‘এ ধরনের দায়বদ্ধতা কেবল বড় কোম্পানিগুলোকেই সুবিধা দেবে, যাদের শক্তিশালী আইনি কাঠামো আছে। এতে ছোট, স্থানীয় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং উদ্ভাবনের পথ রুদ্ধ হবে।’
তথ্যসূত্র: রয়টার্স ও এপি নিউজ
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার গুগল ক্রোমকে শিগগির চ্যালেঞ্জের মুখে ফেলতে যাচ্ছে ওপেনএআইয়ের ওয়েব ব্রাউজার। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র। এই ওয়েব ব্রাউজার এআইচালিত বলে জানা গেছে।
২ দিন আগেপ্রতিদিন কোটি কোটি মানুষ ছবি ও ভিডিওর মাধ্যমে নিজেদের জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। তবে কখনো ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে ইনস্টাগ্রামে পোস্ট করা কোনো ছবি বা ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। তবে স্মৃতি সংরক্ষণের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনে পোস্টটি আবার ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে।
২ দিন আগেপক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনে নতুন যুগের সূচনা করছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে স্থাপিত দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে সীমিত...
৩ দিন আগেইলন মাস্কে কোম্পানি এক্সএআই-এর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও সমালোচনার মুখে পড়েছে। এবারের অভিযোগ, এই চ্যাটবট ইহুদিবিদ্বেষী বক্তব্য, ষড়যন্ত্র তত্ত্ব এবং এমনকি অ্যাডলফ হিটলারের প্রশংসা করছে। সম্প্রতি এক্স-এ এসব মন্তব্য করে গ্রোক।
৩ দিন আগে