Ajker Patrika

বিজ্ঞাপনের বাজারে আধিপত্য বিস্তারে ফেসবুক ও গুগলের ‘অবৈধ’ চুক্তি

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৭: ০২
বিজ্ঞাপনের বাজারে আধিপত্য বিস্তারে ফেসবুক ও গুগলের ‘অবৈধ’ চুক্তি

অনলাইন বিজ্ঞাপনের বাজারে আধিপত্য বিস্তারের জন্য ফেসবুক ও গুগলের শীর্ষ কর্মকর্তারা ‘অবৈধ’ চুক্তিতে সম্মতি দিয়েছিলেন। গতকাল শুক্রবার মার্কিন আদালতের কিছু নথি থেকে এসব তথ্য জানা গেছে।

যেখানে বলা হয়েছে, অনলাইন বিজ্ঞাপনের বাজারে আধিপত্য বজায় রাখতে ২০১৮ সালে অবৈধ চুক্তি অনুমোদন করছিল এই গুগল ও ফেসবুক। যেখানে এই দুই প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্তারা সরাসরি জড়িত ছিলেন। 

মার্কিন আদালতের ওই নথির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপন নিলামে হেরফের করার মাধ্যমে প্রতিষ্ঠান দুটি প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। এর জন্য এমন একটি অতি-অত্যাধুনিক সিস্টেম তৈরি করা হয়েছিল যার মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপনগুলো ওয়েবপেজে প্রদর্শিত হবে। 

নিউইয়র্কের একটি আদালতে দাখিল করা আইনি নথিগুলো থেকে স্পষ্ট ভাবেই বোঝা যায়, এ পরিকল্পনায় গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের প্রধান সুন্দর পিচাই ও ফেসবুকের নির্বাহী শেরিল স্যান্ডবার্গ এবং সিইও মার্ক জাকারবার্গের সায় ছিল। ওই মামলার নথিতে আরও বলা হয়েছে, ওই চুক্তির শর্তাবলিতে গুগলের সিইও সুন্দর পিচাইর স্বাক্ষরও রয়েছে।

গুগলের সঙ্গে ফেসবুকের ওই চুক্তির একটি নথি প্রতিষ্ঠানটির সিইও জাকারবার্গকে ইমেইল করে পাঠানো হয়েছিল ও তাঁকে স্বাক্ষর করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল।

ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে আধিপত্য বিস্তারের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে গুগল। তবে প্রতিষ্ঠানটি এ বিষয়ে খোলাসা করে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

এএফপি অনুসন্ধানের জবাবে ফেসবুকের মূল কোম্পানি মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, গুগলের ও অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে নিলাম সংক্রান্ত কিছু চুক্তি রয়েছে। যা বিজ্ঞাপন প্রতিযোগিতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তিনি জানান, এই ব্যবসায়িক সম্পর্কগুলো মেটায় বিজ্ঞাপনদাতা ও পাবলিশার্স উভয়ের জন্য লাভজনক। 

মামলার ওই নথিতে আরও বলা হয়েছে, ফেসবুক ও গুগলের এই অভ্যন্তরীণ চুক্তিটি জেডি ব্লু নামে পরিচিত। গুগল এবং ফেসবুক উভয়েই তাদের এই চুক্তির গোপনীয়তা রক্ষা করতে চেয়েছিল। 

গত বছরের অক্টোবরে গুগলের বিরুদ্ধে আরেকটি বড় মামলা দায়ের করে মার্কিন সরকার। যেখানে অনলাইন অনুসন্ধান এবং বিজ্ঞাপনে অবৈধ একচেটিয়া আধিপত্য বজায় রাখার জন্য গুগলকে অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...