অনলাইন ডেস্ক
অ্যাপল হয়তো বড় কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। এবার নতুন এক হুমকি আসছে ওপেনএআইয়ের দিক থেকে। কারণ স্ক্রিনবিহীন এআই প্রযুক্তির ফোন তৈরি করতে পারে ওপেনএআই। আর এই ফোন তৈরির প্রকল্পে সম্ভবত বিনিয়োগ করেছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানা গেছে, ওপেনএআই এমন একটি ডিভাইস তৈরির পরিকল্পনায় আছে, যা স্ক্রিনবিহীন। ফোনটি চ্যাটজিপিটির মাধ্যমে পরিচালিত হবে। এই ডিভাইসকে মোবাইল ফোনের ভবিষ্যৎ বলে মনে করছেন অনেকেই।
প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই ইতিমধ্যে ‘আইও প্রোডাক্টস’ নামের একটি কোম্পানির সঙ্গে আলোচনা চালাচ্ছে। উল্লেখ্য, এই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন অ্যাপলের সাবেক ডিজাইন-প্রধান জনি আইভ এবং ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। যদিও আইও প্রোডাক্টস সরি এ ধরনের ফোন তৈরির কথা অস্বীকার করেছে। তবে তাদের ‘বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস’ তৈরির পরিকল্পনার কথা জানা গেছে।
স্যাম অল্টম্যান ও জনি আইভ বেশ কয়েকজন বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন বলে জানা গেছে, যার মধ্যে আছেন অ্যাপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবসও। গত বছরের শেষ নাগাদ এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইও প্রোডাক্টসের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়তে চাইছে ওপেনএআই, যাতে তাদের এআইচালিত ডিভাইসের প্রযুক্তি ও প্রকৌশল দলকে কাজে লাগানো যায়।
অল্টম্যান আগেই জানিয়েছিলেন, ‘আইফোনের পর সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন’ আনার জন্য কিছু একটা তৈরি করতে চান। আর সেই লক্ষ্যে জনি আইভের সঙ্গে কাজ করছেন তিনি।
জনি আইভ ইতিমধ্যে নিশ্চিত করেন যে, ওপেনএআইয়ের সঙ্গে মিলে এমন একটি ফ্ল্যাগশিপ ডিভাইস তৈরি করছেন তিনি, যা অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি স্ক্রিনবিহীন হবে এবং এটি ‘আইফোন অব ইন্টিলেজেনন্স’ নামে পরিচিত হতে পারে।
এদিকে অ্যাপলও এখন নানা সংকটে রয়েছে। চীনের ওপর নির্ভরতা, আইফোন ১৭-এর উচ্চমূল্য এবং ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রকল্পে দেরির কারণে প্রতিষ্ঠানটি এমনিতেই চাপে আছে। তার ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ফের শুল্কের বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছেন, যা প্রযুক্তিপণ্য আমদানিতে বাড়তি চাপ তৈরি করবে।
এমন প্রেক্ষাপটে ওপেনএআই স্ক্রিনবিহীন এআই-চালিত স্মার্ট ডিভাইস বাজারে আনলে সেটি অ্যাপলের জন্য বড় একটি ধাক্কা হতে পারে। বিশেষ করে যদি এতে জনি আইভের মতো একজন কিংবদন্তি ডিজাইনার যুক্ত থাকেন।
তথ্যসূত্র: উইন্ডোজ সেন্ট্রাল, সিনেট
অ্যাপল হয়তো বড় কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। এবার নতুন এক হুমকি আসছে ওপেনএআইয়ের দিক থেকে। কারণ স্ক্রিনবিহীন এআই প্রযুক্তির ফোন তৈরি করতে পারে ওপেনএআই। আর এই ফোন তৈরির প্রকল্পে সম্ভবত বিনিয়োগ করেছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে জানা গেছে, ওপেনএআই এমন একটি ডিভাইস তৈরির পরিকল্পনায় আছে, যা স্ক্রিনবিহীন। ফোনটি চ্যাটজিপিটির মাধ্যমে পরিচালিত হবে। এই ডিভাইসকে মোবাইল ফোনের ভবিষ্যৎ বলে মনে করছেন অনেকেই।
প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই ইতিমধ্যে ‘আইও প্রোডাক্টস’ নামের একটি কোম্পানির সঙ্গে আলোচনা চালাচ্ছে। উল্লেখ্য, এই কোম্পানি প্রতিষ্ঠা করেছেন অ্যাপলের সাবেক ডিজাইন-প্রধান জনি আইভ এবং ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। যদিও আইও প্রোডাক্টস সরি এ ধরনের ফোন তৈরির কথা অস্বীকার করেছে। তবে তাদের ‘বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস’ তৈরির পরিকল্পনার কথা জানা গেছে।
স্যাম অল্টম্যান ও জনি আইভ বেশ কয়েকজন বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন বলে জানা গেছে, যার মধ্যে আছেন অ্যাপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবসও। গত বছরের শেষ নাগাদ এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলার ছুঁয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইও প্রোডাক্টসের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়তে চাইছে ওপেনএআই, যাতে তাদের এআইচালিত ডিভাইসের প্রযুক্তি ও প্রকৌশল দলকে কাজে লাগানো যায়।
অল্টম্যান আগেই জানিয়েছিলেন, ‘আইফোনের পর সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন’ আনার জন্য কিছু একটা তৈরি করতে চান। আর সেই লক্ষ্যে জনি আইভের সঙ্গে কাজ করছেন তিনি।
জনি আইভ ইতিমধ্যে নিশ্চিত করেন যে, ওপেনএআইয়ের সঙ্গে মিলে এমন একটি ফ্ল্যাগশিপ ডিভাইস তৈরি করছেন তিনি, যা অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি স্ক্রিনবিহীন হবে এবং এটি ‘আইফোন অব ইন্টিলেজেনন্স’ নামে পরিচিত হতে পারে।
এদিকে অ্যাপলও এখন নানা সংকটে রয়েছে। চীনের ওপর নির্ভরতা, আইফোন ১৭-এর উচ্চমূল্য এবং ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রকল্পে দেরির কারণে প্রতিষ্ঠানটি এমনিতেই চাপে আছে। তার ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ফের শুল্কের বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছেন, যা প্রযুক্তিপণ্য আমদানিতে বাড়তি চাপ তৈরি করবে।
এমন প্রেক্ষাপটে ওপেনএআই স্ক্রিনবিহীন এআই-চালিত স্মার্ট ডিভাইস বাজারে আনলে সেটি অ্যাপলের জন্য বড় একটি ধাক্কা হতে পারে। বিশেষ করে যদি এতে জনি আইভের মতো একজন কিংবদন্তি ডিজাইনার যুক্ত থাকেন।
তথ্যসূত্র: উইন্ডোজ সেন্ট্রাল, সিনেট
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
৬ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
৭ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৯ ঘণ্টা আগে