Ajker Patrika

নতুন উচ্চতায় বিটকয়েন, ১ লাখ ২২ হাজার ডলার ছাড়াল

আজকের পত্রিকা ডেস্ক­
এ পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ। ছবি: এএফপি
এ পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ। ছবি: এএফপি

বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স অনুযায়ী, আজ সোমবার সকালে (১১টা ৩০ মিনিটে) এশিয়ার বাজারে লেনদেনে বিটকয়েনের দাম ১ লাখ ২২ হাজার ৮৯০ ডলার ছাড়াল। অর্থাৎ, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ।

বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তরাষ্ট্রে বিটকয়েন সম্পর্কিত নীতিমালার অগ্রগতি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থন এই ঊর্ধ্বগতির পেছনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে।

মার্কিন প্রতিনিধি পরিষদ এই সপ্তাহে ডিজিটাল সম্পদ-খাতের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা শুরু করেছে। বিনিয়োগকারীরা আশা করছেন, এই বিলগুলো পাশ হলে ক্রিপ্টোখাত একটি শক্তিশালী আইনগত ভিত্তি পাবে।

আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘এটি এখন বেশ কয়েকটি ইতিবাচক হাওয়ায় ভাসছে—প্রাতিষ্ঠানিক চাহিদা, ভবিষ্যতে লাভের প্রত্যাশা এবং ট্রাম্পের সমর্থন সবই এর গতি বাড়াচ্ছে। চলমান ধারা দেখে মনে হচ্ছে, বিটকয়েন ১ লাখ ২৫ হাজার ডলার স্পর্শ করাও এখন শুধু সময়ের ব্যাপার।’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আজ থেকে শুরু হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে বিতর্ক, যার লক্ষ্য ডিজিটাল অ্যাসেট খাতের জন্য একটি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা। এই বিলগুলোর মধ্যে রয়েছে ‘জিনিয়াস অ্যাক্ট’, ‘ক্ল্যারিটি অ্যাক্ট’ এবং ‘অ্যান্টি-সিবিডিসি সার্ভেইলেন্স স্টেট অ্যাক্ট’। এর মধ্যে ‘জিনিয়াস অ্যাক্ট’ স্টেবলকয়েন ব্যবস্থাপনার জন্য ফেডারেল নিয়ম প্রণয়নের প্রস্তাব দিচ্ছে।

এরই মধ্যে ট্রাম্প নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ ঘোষণা করে খাতটির প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন।

বিটকয়েন চলতি বছর এখন পর্যন্ত ২৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে অন্য ক্রিপ্টোকারেন্সিতেও। দ্বিতীয় সর্বোচ্চ ক্রিপ্টো টোকেন ইথারের দামও বেড়ে ৩ হাজার ৫০ ডলারে পৌঁছেছে। রিপল (XRP) ও সোলানা (Solana)-র দাম বেড়েছে গড়ে ৩ শতাংশ করে।

ক্রিপ্টো খাতের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৭৮ ট্রিলিয়ন ডলার।

হংকংয়ের বাজারেও এই উত্থানের প্রভাব দেখা যাচ্ছে। সেখানে চায়না এএমসি, হার্ভেস্ট এবং বোসেরা কর্তৃক পরিচালিত স্পট বিটকয়েন ইটিএফ গুলো রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তিনটি ইথার ইটিএফ-র দামও গড়ে ২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

যুক্তরাষ্ট্রে এই সপ্তাহকেই ঘোষণা করা হয়েছে ‘ক্রিপ্টো সপ্তাহ’ হিসেবে। আইনপ্রণেতারা তিনটি গুরুত্বপূর্ণ বিলের ওপর ভোট দেবেন, যা শিল্পটির ভবিষ্যতের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স ও বাইন্যান্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ